কাঁদছেন নৌমন্ত্রী..................................

লিখেছেন লিখেছেন মোশারোফ ০৬ আগস্ট, ২০১৪, ১২:৫৬:২০ দুপুর



মুন্সীগঞ্জ: পদ্মায় ডুবে যাওয়া লঞ্চটি ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করেছিল বলে জানান বাংলাদেশের নৌমন্ত্রী স্বয়ং শাহজাহান খান৷ মঙ্গলবার দুপুরে ‘পিনাক-৬’-এর উদ্ধার কাজ দেখতে যান নৌমন্ত্রী শাহজাহান খান৷ তিনি মাওয়া এলাকায় অবস্থানকালে জানান, ডুবে যাওয়া লঞ্চে তার তিনজন ভাগ্নি ছিলেন৷ তাদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হলেও, অন্য দু’জন এখনো নিখোঁজ৷

ওই তিনজন নৌমন্ত্রীর খালাতো বোনের মেয়ে৷ তাদের মধ্যে একজন শিকদার মেডিকেলের ছাত্রী, আরেকজন একটি কলেজের ছাত্রী৷ অন্যজন গ্রামে পড়াশোনা করেন৷ তাদের নাম স্বর্ণা, হিরা ও লাকি৷

এই কথা সংবাদিকদের বলতে গিয়ে নৌমন্ত্রী কেঁদে ফেলেন৷ জানান, ‘‘লঞ্চডুবির ঘটনায় কোনো কোনো পরিবারের ১০ জন পর্যন্ত লোক নিখোঁজ হয়েছে৷”

শাজাহান খান সাংবাদিকদের বলেন, ‘‘লঞ্চটিতে কাওড়াকান্দি ঘাট থেকে দেড়শ’ বা ১৬০ জন যাত্রী ওঠে৷ যদি ওই যাত্রী না নিয়ে আসত, তাহলে এতো বড় দুর্ঘটনা ঘটত না৷ কাঁঠালবাড়ি ঘাটে এসে আবার ৮০ থেকে ১০০ জন যাত্রী লঞ্চে ওঠানো হয়৷ এতে সব মিলিয়ে ২৫০ জনের মতো যাত্রী ছিল ওই লঞ্চে৷ এর মধ্যে নিখোঁজ যাত্রীর সংখ্যা ১২৫ জন, উদ্ধার হওয়া যাত্রীর সংখ্যা ১১০ জন৷ অর্থাৎ ডুবে যাওয়া লঞ্চে যাত্রীর সংখ্যা ২০০ থেকে ২৫০ জন হবে৷”

ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান নৌ-পরিবহনমন্ত্রী৷ সূত্র: ডিডব্লিউ

বিষয়: বিবিধ

১১৭৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251414
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৬
বেআক্কেল লিখেছেন : হে তো গাড়ী, ট্রাক, ড্রাইভিং লাইসেন্স লইয়া ননসেন্স হইয়া থাকে। নৌ দেখা শোনা নিয়া তার কুন মাথা ব্যথা আছিল বইল মনে পড়েনা। নিজের ফুফাতো ভইনের মাইয়া মরছে বলে কান্দছে। নাইলে আমামীলীগ এমন চিজ, এরা সহজে কান্দে না, জোড় করিয়া দেওয়ালে পোষ্টার সাটাইয়া জাতিরে বলে অন্তত ১৫ই আগষ্টের দিন কান্দ। কান্দন না আসিলে চোখে পিয়াজ ঢলিয়া কান্দ।
251437
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৫
দিশারি লিখেছেন : হ ডুইবা গেলেই চোখের পানি ছাইড়া ভীমরতি,
আর চলাচলের সময় চলে গণহারে চাঁদাবাজি।
251439
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৯
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : মানুষ চেনা বড় দায় ভাই।
251446
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:১৩
হতভাগা লিখেছেন : এইটা তো বিএনপির কোন এক নেতার লন্চ ছিল । মনে হয় এটা তাদেরই যড়যন্ত্র ।
251455
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৬
ইয়াফি লিখেছেন : নৌমন্ত্রী আগে পরিচয় দেয়া উচিত ছিল! হয়তো লঞ্চটির এই করুণ পরিণতি হতো না!
251483
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৭
আবু জান্নাত লিখেছেন : তিনি তো টকশোতে বড় বড় টক নিয়েই ব্যস্ত (টকশো তো এখন আবার বড় ইনকামিং সোর্স), মাঝে মাঝে গার্মেন্টস শ্রমিকদের আন্দেলনেও অংশ নেয়, (আন্দোলন ইনকামিং সোর্স কি না অবশ্যই জানা নেই, তবে হতেও পারে)। এত ঝুটঝামেলার মধ্যে আবার এগুলো দেখাশোনার সময় কোথায়? এই না হলে মন্ত্রী। কয়দিন আগে অব্যশই বলে ছিলেন "ওনার আমলে নাকি নৌ-দূর্ঘটনা কমই হচ্ছে।" অবশ্য নৌ-দূর্ঘটনা কম হলেও নৌকা দূর্ঘটনা কিন্তু কম হয় নাই।
251506
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৯
আমি মুসাফির লিখেছেন : উনি কি উনার তিন আত্মীয়ার জন্য কাদছেন না ডুবে যাওয়া সকল যাতেীর জন্য কাদছেন? যদি শুধু তার আত্মীয়ের জন্য কাদে তাহলে এমন দুর্ঘটনা সকল মন্ত্রী এমপিদের হওয়া উচিত তারা বুঝুক সস্বজন হারানোর কি বেদণা ।

প্রতি নিয়ত এমন দুর্ঘটনা ঘটছে আর উনার বসে বসে বিবৃতি দি্চেছ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File