২৮ বাংলাদেশির খুনিদের খালাস দিল আদালত
লিখেছেন লিখেছেন মোশারোফ ৩১ জুলাই, ২০১৪, ০৩:৫১:১৬ দুপুর
প্রবাসী ২৮ বাংলাদেশীকে গুলি করে হত্যা করার কথা স্বীকার করার পরও স্থানীয় কৃষকদের বেকসুর খালাস দিয়েছেন গ্রীসের এক আদালত। এ ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠেছে খোদ গ্রীসেই। আদালতের এই বৈষম্যমূলক রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেক গ্রিক নাগরিক।
গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গ্রিসের রাজনীতিবিদ, ইউনিয়ন কর্মী এবং বর্ণবাদ বিরোধী গোষ্ঠিগুলি অব্যাহতভাবে আদালতের এই রায়ের নিন্দা করে যাচ্ছেন। তারা একে সে দেশের বিচারের ইতিহাসে ‘একটি কালো অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেননিহতদের আইনজীবি মোসিস কারাবেইদিস রায়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন,‘একজন গ্রিক হিসেবে এই রায়ে আমি লজ্জিত। আদালতের এই সিদ্ধান্ত পক্ষপাতমূলক এবং অমর্যাদাকর। এর মাধ্যমে ক্ষতিগ্রস্থদের প্রতি একটি ভয়াবহ মনোভাব প্রকাশ করেছেন আদালত।’
এসময় আদালত মানবপাচারের দায়ে অভিযুক্ত দুই স্ট্রবেরিবাগানের মালিককেও মুক্তি দেন। এই রায়ের বিরুদ্ধে আদালতের বাইরে বিক্ষোভ করেন অভিবাসী শ্রমিকরা। এই রায়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেক বাংলাদেশি শ্রমিক-অনেককে কাঁদতেও দেখা গেছে।
এছাড়া অভিযুক্ত বাকি দুজনকে হামলা এবং অবৈধ অস্ত্র রাখার দায়ে ১৪ বছর সাত মাস এবং আট বছর সাত মাস কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তবে বর্তমানে তারাও জামিনে রয়েছেন।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে দক্ষিণাঞ্চলীয় পেলোপোনেসে অঞ্চলের মানোলাডার এক স্ট্রবেরিবাগানে কাজ করার সময় বাংলাদেশী শ্রমিকেরা তাদের ছয় মাসের বকেয়া মজুরি দাবি করেন। তখন স্থানীয় স্ট্রবেরিচাষীরা তাদের ওপর হামলা চালালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ওই ২৮ বাংলাদেশি। গুরুতর আহত হয়েছেন আরো চার প্রবাসী শ্রমিক।
এই হত্যার ঘটনায় গ্রিসে বসবাসরত অভিবাসী শ্রমিকদের মানবেতর জীবযাত্রার বিষয়টি নাটকীয়ভাবে প্রকাশ পেয়েছে। তারা এতটা নিম্নমানের জীবনযাপন করে যে, স্যানিটারি সুবিধা থেকেও তাদের বঞ্চিত করা হয়ে থাকে।
এ প্রসঙ্গে গ্রিসের বামপন্থি বিরোধী দল সিরিজা পার্টির এমপি ভাসিলিকি ক্যাটরিভানোউ বলেন,‘এই রায় আমাদের এই বার্তা দেয় যে, স্ট্রবেরিবাগানে কর্মরত বিদেশী শ্রমিকদের কুকুরের মত গুলি করে হত্যা করা যায়।’ তিনি বলেন, এসব শ্রমিকদের বিদেশ থেকে আনা হয় এবং মানোলাডার হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তিনি আরো বলেন, গ্রিক খামার মালিকরা এই মামলার জন্য দেশের প্রথম শ্রেণীর আইনজীবীদের শরণাপন্ন হয়েছিলেন। গত এক মাসের বেশি সময় ধরে তারা বিচারের নামে আদালতে একটি নাটক চালিয়ে গেছেন।
এদিকে গ্রিসের বর্ণবাদ বিরোধী সংগঠনগুলো বলছে, এই রায় গ্রিসের বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেছে।
‘মুভমেন্ট এগেনস্ট রেসিজম এন্ড দা ফেসিস্ট থ্রেট’ নামক সংগঠনের সমন্বয়কারী পেট্রোস কনসটেনটিনাউ বলেন,‘ আমরা সকল ইউনিয়ন এবং মানবাধিকার গোষ্ঠিগুলোকে এই অভূতপূর্ব বর্ণবাদী কলঙ্কের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করার আহ্বান জানিয়েছি। শ্রমিকদের গুলি করে স্ট্রবেরি শিল্প থেকে হাজার হাজার কোটি ডলার মুনাফা আয় করা যাবে না।’
বিষয়: বিবিধ
৯৬৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সে দেশের বাংলাদেশী প্রবাসীদের বরং এটাতে খুশীই হওয়া উচিত যে এই বিদেশ বিভুঁইয়েও তারা বাংলাদেশের স্বাদ পেয়েছে ।
(আপনি বললেন ২৮ জনকে গুলি করে হত্যা করেছে আর এখানে বলছে যে গুলি করা হয়েছে এবং ৪ জন গুরুতর আহত হয়েছে ।)
http://www.prothom-alo.com/bangladesh/article/279784
ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন