গ্যাঞ্জাম খানের খোলা চিঠি-১
লিখেছেন লিখেছেন গ্যাঞ্জাম খান ৩০ জুন, ২০১৪, ০৩:১৩:১৪ দুপুর
আজ থেকে ১০ মাস ১৫ দিন পূর্বে আমি গ্যাঞ্জাম খানের খোলা চিঠি নামে বিডি ব্লগে একটি আইডি খুলেছিলাম। আমার এ আইডি দিয়ে নিয়মিত বিডিটুডে ব্লগে একটিভেট থাকার চেষ্টা করি। এখন থেকে আমি গ্যাঞ্জাম খান দিয়েই ব্লগে একটিভ থাকবো।
আমার এ আইডিটা ওপেন করার সাথে সাথে ব্লগ কর্তৃপক্ষের সেই রেডি মেইড মেইলটা যথারীতি আমার নতুন একাউন্টে পৌছেছে। তাতে লেখা রয়েছে।
প্রিয় ব্লগার,
টুডে ব্লগের সাথে থাকার জন্য ধন্যবাদ। টুডে ব্লগে আপনি লগইন করে পোষ্ট করতে পারবেন। আপনার লেখাগুলো পর্যবেক্ষণে থাকবে। কমপক্ষে তিনটি মৌলিক লেখা দেয়ার পর আপনাকে প্রথম পাতায় অনুমোদন দেয়া হবে। এক্ষেত্রে এক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে।
শুভ ব্লগীং
টুডে ব্লগ টিম
নতুনভাবে এটি তৈরীর কারণ হচ্ছে আমি যে ইমেইল একাউন্ট দিয়ে গ্যাঞ্জাম খানের খোলা চিঠি আইডি খুলেছিলাম তা ভুলে গেছি। এ ছাড়াও আমার আইডির নামটা বেশ লম্বা। তাই খোলা চিঠি বাদ দিয়ে শুধু গ্যাঞ্জাম খান নিক নামেই অত্র আইডি তৈরী করেছি। এখন থেকে বেশীর ভাগ ব্লগ/মন্তব্য/প্রতিমন্তব্য এ আইডি দিয়েই চালিয়ে যাবো।
তবে গ্যাঞ্জাম খানের খোলা চিঠি আইডিটার সত্বও কাউকে দিইনি। এটিও হয়তো মাঝে মধ্যে ব্যবহার করবো।
আমার পরবর্তী যাবতীয় পোস্টগুলোর শিরোনাম থাকবে গ্যাঞ্জাম খানের খোলা চিঠি-১, ২, ৩, ৪ ইত্যাদি নামে।
পরিশেষে বিডি ব্লগ কর্তৃপক্ষ এবং মডারেশন ডিমের সদস্যদের কাছে অনুরোধ করবো যেহেতু আমি নতুন আইডি দিয়ে অত্র ব্লগটি পোস্ট করছি তাই নিয়ম অনুযায়ী আমার তিনটি লেখা আপনাদের অবর্জাভেশনের পরই হয়তো আমাকে ব্লগিং সুবিধা দেওয়া হবে। যদিও বা আমার অত্র আইডিটা নতুন তবও যেহেতু পূর্ব থেকেই আমি অত্র ব্লগের সাথে সংশ্লিষ্ট আছি তাই আজ থেকেই আমাকে ব্লগিং সুবিধা দেয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।
যদি আমার আবেদনটি আপনাদের সদয় বিবেচিত হয় অত্র আইডি দিয়ে পোস্ট করা এ লেখাটি পরবর্তীতে সরিয়ে ফেলবো এবং নতুন লেখা পোস্ট করবো।
সবাই সুস্থ্য থাকুন। ভাল থাকুন। সকলের শুভ কামনায়
গ্যাঞ্জাম খান
অন লাইন থেকে।
বিষয়: বিবিধ
১৩৬০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তা দাওয়াত দিলেন না
এবার কন ইফতারী এবং সাহরীর জন্য কি রেডি কইরছেন? মুই আইতাছি আপনার সীমানার বিত্রে। যে কুনো মুহুর্তে হামলা দিমু।
মন্তব্য করতে লগইন করুন