রক্ত দিয়ে নাম লিখেছি বীর শহীদের নাম
লিখেছেন লিখেছেন মেঘবালক ২২ নভেম্বর, ২০১৫, ০৪:৪৫:৫৮ বিকাল
সোনার বাংলার ছেলেদের আজ হায়েনার হাতে প্রাণ দিতে হচ্ছে। তোমাদের নাম রক্তে রঞ্জিত হয়ে সাদাকালো স্বপ্নের মাঝে রঙ্গিন হয়ে থাকবে। চীরদিন ঐ রঙ্গিন পথে চলতে সাহস যোগাবে। প্রিয় জান্নাতী কাফেলার সাথীবৃন্দ, তোমার চলে যাওয়া পথে আজ হাজারও পথিক বীর দর্পে পা ফেলে এগিয়ে আসছে।
ফরিদপুরের আকাশ আজ বেদনার নীল রংয়ে ছেয়ে আছে। চারদিকের কোলাহল আজ সুনসান নিরবতা বিরাজ করছে। মনে হচ্ছে, কোলাহল দুরে গিয়ে আমাদের প্রিয় শহীদ ভাইয়ের ঘুমুতে যেন বিঘ্নতা না ঘটে সে ব্যবস্থা করছে।
বিষয়: বিবিধ
১১৪৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন