হঠাৎ গুম হয়ে যাওয়া
লিখেছেন লিখেছেন কাজী লোকমান হোসেন ১১ অক্টোবর, ২০১৪, ১২:৫৮:৫৫ রাত
আসসালামুয়ালাইকুম ব্লগার , কেমন আছেন সবাই ? আশাকরি আল্লাহ্র অশেষ কৃপায় প্রত্যেকে নিজ নিজ অবস্থানে ভালই আছেন এবং ভালো থাকার প্রত্যাশা করি ।
হঠাৎ গুম হয়ে গিয়েছিলাম নিজের অজান্তে কারন দুর্ভাগ্যবশত ঈদের ঠিক দুই দিন আগে আমার আনলিমিটেড নেট লাইন টি কেটে দেওয়া হয়েছিল তাই টানা ৫ দিন ঈদের ছুটি পেয়েও ব্লগিং করতে পারিনি প্রবাস জীবনে ঈদ বলতে কিছুই নেই শুধু শুধু অলস সময় পার করানো , ঈদের নামাজ পড়ে ঘুম দিয়ে অলস সময় কাটালাম , এই অলসতার মাঝে অনেক গান কনসার্ট হয়েছে অপছন্দনিয় বলে সেটাতে যাওয়া হয় নি, নিজের গাড়ি থাকা সত্ত্বেও কোথাও ঘুরতে যাওয়াও হয়নি কারন আবহাওয়া প্রতিকূল ছিল ,
বিকাল বেলা বের হলাম একেকজন একেক বিল্ডিং থেকে, কুশল বিনিময় আর আলিঙ্গনের মাঝেও ছিল আত্মীয় স্বজন থেকে দূরে থাকার কষ্ট, কিন্তু সেটা ছিল সুপ্ত কেউ কাউকে বুজতে দেয় নি , আসলে জীবনের ১৩ তম ঈদ দেশের বাহীরে বলে আমি তেমন বিচলিত হইনি ,কারন কখন যে নিজের অজান্তে নিজেই পাথর হয়ে গেলুম , দূর দুরান্ত থেকে সবাই শহরে আসে আত্মীয়র সাথে দেখা করতে তাদের সাথে কুশল বিনিময় আর আলিঙ্গন করার পর এক ধরনের অনুভূতির সৃষ্টি হয় যা ঠোঁটের কোনে এক হ্রাস কষ্টের হাসির মধ্যে প্রতীয়মান , ব্যাস ঐ একদিন কোন রকম পার করা যায় কিন্তু বাকী দিন গুলো কাটে কষ্ট আর একাকীত্বের মধ্য দিয়ে , এক কথায় বোরিং জীবন ,
যাই হোক এই কয়দিনে হয়ত কয়েকটা ব্লগ পোস্ট করা হত , ভালো লেখকদের কে মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়া হত , কিছুই হয়নি কিন্তু এখন থেকে সবসময় ব্লগারদের সাথে থাকার চেষ্টা করবো , ধন্যবাদ সকল কে ,
বিষয়: বিবিধ
১২৮৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার ঈদ-বোনাসসহ বকেয়া পোস্টগুলো প্লিজ...
কুম খুন গুম ঘুম
চুম ছুম জুম ঝুম ... শব্দগুলো কেমন যেন
গুম থেকে ফিরে আসা সৌভাগ্যের প্রতিক ভাই,বাংলাদেশের বিবেচনায় অসম্ভব ব্যাপার। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি ভাই.....।
প্রবাস জীবনে ঈদ হল কিছু কথামালার আদান-প্রদান প্রিয়জনদের সাথে,এর চেয়ে বেশী কিছু নয়। প্রিয়দের মুখে হাসি ফুটাতেই প্রবাসীদের পথচলা।
ভালো থাকবেন- অনেক ভালো,এই কামনা.....
আপনার ঈদ-বোনাসসহ বকেয়া পোস্টগুলো প্লিজ... Hurry Up Angel
মন্তব্য করতে লগইন করুন