ঘৃণা করে এড়িয়ে না গিয়ে সল্যুশন দিন
লিখেছেন লিখেছেন কাজী লোকমান হোসেন ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:০৬:২৭ দুপুর
প্রিয় পাঠক বিষয় টা অত্যন্ত সেন্সেটিভ এবং দায় এড়িয়ে যাওয়ার প্রয়াস মাত্র , আপনি বিশ্বাস করেন কিংবা না করেন বর্তমানে বাংলাদেশে যে গণতন্ত্রের চর্চা হচ্ছে তা যে কেউ ঘৃণা করবে এটাই স্বাভাবিক ,
বর্তমানে যদি কেউ কোন স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাধারণ ছাত্রকে জিজ্ঞেস করে সে কোন রাজনৈতিক দল কে পছন্দ করে , সে সঙ্গে সঙ্গে বলে দিবে আমি রাজনীতিকে ঘৃণা করি , কিন্তু রাজনীতি তো ঘৃণা করার কোন বিষয় নয় , রাজনীতি যে কোন দেশের যে কোন নাগরিকের মৌলিক অধিকার , একজন নাগরিক হিসেবে আপনি রাষ্ট্র থেকে নাগরিক সুবিদা ভোগ করে থাকেন কিন্তু প্রতিদানে আপনি রাষ্ট্রকে কি দিয়েছেন ?/
আপনি রাজনীতিকে হাজার বার ঘৃণা করেন তাতে কারো কিছু যায় আসেনা কিন্তু নাগরিক সুবিদা ভোগ করে আপনি দায় এড়িয়ে যেতে পারবেন না , এতে করে আপনার পরের প্রজন্ম আপনাকেই অভিশাপ দিবে। তাই নয় কি ? আপনি যেই যায়গা থেকে আপনার বিচুক্ষুনতা দিয়ে ঘৃণা করছেন ঠিক একই যায়গা থেকে নিজেকে প্রশ্ন করুন আপনি কি পারেন না নতুন কোন ফর্মুলা কিংবা সল্যুশন দিতে যাতে করে বাংলাদেশে বর্তমানে রাজনীতির নামে যেই অপরাজনীতি চলছে তার আমূল পরিবর্তন আনা যায় ?
আপনার নাগরিকত্ব কি শুধুই দায় এড়ানোর জন্য ? আপনার কি একবারের জন্যও লজ্জা করেনা রক্তে অর্জিত স্বাধীন দেশের রাজনীতির নীতিনির্ধারক হিসেবে বিন্দেশিদের দেখতে ? আর যে বিদেশীরা আমাদের দেশের রাজনীতির নীতিনির্ধারক হিসেবে আমাদের দেশের রাজনীতিবিদদের রাজনীতি শেখাচ্ছেন একবারের জন্য কি দেখেছেন তাদের দেশে রাজনীতি কেমন ? না সেটা দেখার আপনার প্রয়োজন কি? দায় এড়ানোই আপনার জন্য সহজ এবং সরল পন্থা ,
আপনার কি একবারের জন্য প্রশ্ন জাগেনা যেই সংসদে মিনিটে ২৫,০০০ টাকা খরচ হয় সেই সংসদে বসে আপনার প্রতিনিধি আপনার জন্য কি মঙ্গল বয়ে আনছেন ? আমরা তো দেখি মিনিটে ২৫,০০০ হাজার টাকা খরচ করে সাংসদ রা মেতে উঠেন কুৎসা রটানো নিয়ে , কে জাতীর পিতা , কে স্বাধীনতার ঘোষক , কে পাকিস্তানী দোসর , কে কত টাকা মূল্যে ব্রা পরে , কে কার সাথে লিভটুগেদার করে এই ধরণের অশ্নিল কুরুচিপূর্ণ বক্তব্য দিতেই পারঙ্গম , কিন্তু আপনি কি একবারের জন্য আপনার আসন থেকে যিনি প্রতিনিধিত্ব করতেছেন তাকে প্রশ্ন করেছেন তারা কেন আপনার দেওয়া ট্যাক্সের টাকা দিয়ে সংসদে এহেন কর্ম করে ?
সেটা না করে আপনি বলে দিলেন 'HATE POLITICS' এটাই সমাধান ? আমি যদি বলি আপনি একটা সল্যুশন দিলে আপনার দেখা আরেকজন সল্যুশন দিবে এতে করে আস্তে আস্তে যখন সবাই সল্যুশন দিতে থাকবে , সেখান থেকে সিংহভাগ মানুষের সল্যুশন এক হয়ে গেলে সেই সল্যুশন কে হাইলাইট করে রাজনীতির মাঠ পরিবর্তন করে নিন , তার পর দেখুন রাজনীতিবিদেরা কিভাবে তীরের মত সোজা হয়ে যায় ,
তাই প্রিয় পাঠক রাজনীতিকে ঘৃণা না করে আপনার ফেসবুক স্ট্যাটাসে , আপনার ব্লগ পোস্টে , একটা সল্যুশন দিয়ে দিন , এটা কিন্তু আইচ বাকেট চ্যালেঞ্জ ও রাইচ বাকেট চ্যালেঞ্জের মত সারাদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব , যদি একজন নাগরিক হিসেবে দেশের প্রতি কিঞ্চিৎ দায়িত্ববোধ থাকে ,
বিষয়: বিবিধ
১৪৪৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর বিষয়ে দিক নির্দেশনা মুলক লেখনী।
এর জন্যে সবাই কে এক হতে হবে এবং নেক হতে হবে।রাজনীতিতে আদর্শিকতার প্রসার ঘটিয়ে সর্বাত্বক প্রচেষ্টা চালাতে হবে সবার।
অনেক ধন্যবাদ উপস্হাপনার জন্যে।
মন্তব্য করতে লগইন করুন