একটা কবিতা কি লিখতে পারি তোমার জন্য ?? ?
লিখেছেন লিখেছেন কাজী লোকমান হোসেন ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০২:১২:৫২ দুপুর
দুরের আকাশে লুকিয়ে থাকা ঐ সন্ধ্যা তারা
তোমারি জন্য হয়েছি আমি এতই দিশেহারা
বুজিনি এই অপরূপ সৌন্দর্য এততা কাঁদাবে ,
একাকি নির্জনতায় অন্ধকারে তুমি হারাবে ,
এই মন জানে কতটা বেসেছি ভালো
তোমাকে হারিয়ে আজ খুঁজে বেড়াই আলো ,
আমি নয়তো নন্দন হয়ে যাবো অভ্যন্তরী
তাইতো চেপে থাকা কষ্ট নিয়ে হয়েছি দেশান্তরী ,
ও কষ্ট গুলো আজ বেঁধেছে জমাট ফিরে পাওয়ার আশায় ,
বৈষম্যের পৃথিবীতে আঁটকে আছি আমি এক অজানা খাঁচায় ,
তাইতো আজ গেয়ে বেড়াই বিরহের গান
শুনতে কি পাও তুমি আমি অধমের আহ্বান ।।
--------------নন্দিনী --------------------
------------------------------------------------------------------------
দীপাবলি কি আজো মনে পড়ে আমায়
ঐযে দেখা হয়েছিলো এক নির্জন সন্ধ্যায় ,
একাকী দাঁড়িয়ে থাকা শহরের ল্যাম্পোস্ট
তোমাকে নিয়ে দেখি কত শত ব্লগ পোস্ট ,
দীপাবলি শুনতে কি পাও এই ব্লগারের গান
এক স্টিক গোলাপ হাতে করতেছে আহ্বান
বন্ধুমহল ছেড়ে যে ধরেছে তোমার হাত
প্রতিদানে হচ্ছে আজ হৃদয়ে রক্ত পাত ,
দীপাবলি একটা কবিতা লিখেছি পড়বে কি
কবিতায় এখন আর নেই চন্দ খুলবে কি খিড়কী ,
অভিমান করে পেয়েছ কি ধরণীর সুখ ,
আজো মনে পড়ে সেই অভিমানী মুখ,
-----------দীপাবলি------------
---------------------------------------------------------------------
যে ফাগুনে তুই হারালি মনের দুঃখ এঁকে
ভাবিনী কখনো চলে যাবে তুমি মন থেকে ।।
অন্ধকারে বাতিঘরের মত এসে ছিলে সেদিন
আজ কেন হায় হারালে নিভিয়ে দিয়ে প্রিদিম,
একটা কবিতা লিখেছি তোমার জন্য ,
পকেটের শূন্যতায় বিক্রি করে আমি ক্ষুণ্ণ ,
এখনো হৃদয়ে বাজে সে অভিমানী শব্দ গুলো ,
নন্দন এসেছে প্লীজ নন্দিনী দরজা খুলো ..................
----------নন্দিনী ----------------------------
বিষয়: বিবিধ
১৬৬৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর হয়েছে।
আমিও আমার পুতুলের জন্য একটা কবিতা লিখছি।
ধন্যবাদ
দোয়া করি যেন আপনার কাব্য/সাহিত্যচর্চা মন্দ থেকে সুরক্ষিত থাকে
মন্তব্য করতে লগইন করুন