একজন প্রবাসী হিসেবে আমি লজ্জিত
লিখেছেন লিখেছেন কাজী লোকমান হোসেন ২১ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০৩:২৭ রাত
রহীম মিয়া গত ২৪ বছর যাবৎ প্রবাসে আছেন , প্রবাস জীবনের অনেক প্যারা অতিক্রম করে যখন গেলেন দেশে , ছেলের বয়স দেখে বাবা মা বেশ ঘটা করেই করিয়ে দিলেন বিয়ে , ছয় মাস পর যথারীতি তিনি ফিরে গেলেন তার কর্মস্থলে , তাদের দাম্পত্য জীবনের এই ক্ষুদ্র মিলনের ফল হিসেবে জন্ম নেয় একটা ফুটফুটে ছেলে সন্তান , রহীম মিয়া ফিরে আসার পর তার ভাগ্য পরিবর্তন হয়ে গেলো , কয়েক দিনের মধ্যে কাড়ি কাড়ি টাকা পয়সার মালিক হয়ে যান , যার ধরন তিনি তার বাগিনা , সালা , ভাতিজা অনেক কে নিয়ে আসতে সক্ষম হন , কিন্তু এই বান্দার একটাই সমস্যা গত ১০ টি বছর এই বান্দা একবারের জন্য হলেও দেশে যায় নাই , ইভেন তার যে একটা ছেলে আছে বয়স ১০ বছর অন্তত তাকে দেখতেও যায় নাই , এই বান্দা এখন ঘুমের মাঝেও দেখে টাকা আর টাকা , নিজ স্ত্রীর সাথে ছয় মাসে নয় মাসে একবার কথা বলেন , তারপরেও গ্রামের সহজ সরল মেয়ে বলে এখনো সতী এবং এখনো পালতু লোকটার জন্য পথ ছেয়ে বসে আছে , এই বান্দা তার ভাই বোন আর মা বাবাকে যেমন কেয়ার করেন তার যদি ২% বৌ ছেলেকে করতেন তাহলে অন্তত তারা সুখি থাকতেন , তার ছেলে ফোন করে বলে তুমি কেমন বাবা জন্মের পর থেকে একবারও দেখি নাই , একজন স্কুল ছাত্রের সবচেয়ে আনন্দের দিন ঐ দিন যে দিন সে পাশ করার পর তার রেজাল্ট তার বাবা নিয়ে আসে , যাই হোক তার ছেলেটা হয়তো অনেক শিক্ষিত হবে কিন্তু বাবার আদর না পেয়ে একদিন দুঃখ ভুলার জন্য মাদক কে আশ্রয় হিসেবে গ্রহন করবেন , সেটা যেন না হয় দোয়া করি , এখন প্রশ্ন করতে পারেন তিনি তো তার মা বাবা ভাই বোন কে কেয়ার করে ভুল কিছু করছেন না , ঠিক আছে এতে আমরা বিশেষ করে আমি তাকে সাধুবাদ জানাই কিন্তু সাথে এইটাও বলতে বাধ্য হচ্ছি যে কেমন বাবা মা ভাই বোন তার ? যে ভাই/ছেলে বিগত ১০ বছর দেশে যায় না , তারা কি একবারের জন্য বলতে পারেনা তাকে দেশে আসার জন্য ?
ঘটনাটি সম্পূর্ণ বাস্তব আমার নিজের চোখে দেখা , এবং আমাদের এলাকার মেয়েকে বিয়ে করায় আমার আগ্রহ একটু বেশী
তাই প্রবাসী ভাইয়েরা দয়া করে এই লোকের মত অর্থ লোভী নিকৃষ্ট মন মানুষীকতার লোকের ন্যায় প্রবাসে পড়ে থাকবেন না , প্লিজ প্লিজ প্লিজ , কারন বলে রাখি কিছু কিছু নারী আছে তারা লোভী না , তাদের কোটি কোটি টাকার চেয়ে স্বামীর ক্ষণিকের সঙ্গ অনেক দামী ................................
বিষয়: বিবিধ
১২২৩ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সব জামাই-বউ-সন্তান সুখী হোক দোয়া করি ...
আফসোস ভাই , পোস্ট মনে হয় না পড়েই শিরোনাম দেখে মন্তব্য করেছেন
আর সবার শেষে, সবার জন্যই দোয়া দিয়ে শেষ করেছি ...
ভালো লাগ্লো...
"ভাই.....আমার বউ তো কথা শুনে না,বানানো এক ভাইয়ের সাথে ঘুরাঘুরি করে বিভিন্ন জায়গায়,৮বছর হল মাত্র আর ২বছর পরেই চলে আসছি বললে বলে টাকা নিয়েই থাক তুমি।"
প্রবাসী একজনের কথা এগুলো।ছুটিতে যাওয়ার বিষয়ে জিগ্যেস করলে জবাবে এমন শোনায়।এই ধরণের প্রবাসীদের কারণেই সকলের দূর্ণাম হয়।
সহমত!
মন্তব্য করতে লগইন করুন