আর কত নিচে নামলে মুসলমান করবে অসহ্য
লিখেছেন লিখেছেন কাজী লোকমান হোসেন ২০ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৫৬:৩৬ দুপুর
আর কতদুর পথ পাড়ি দিলে হতে পারি নির্লজ্জ!
আর কত নিচে নামলে মুসলমান করবে অসহ্য।
ধর্মকামী সুফী সাধক বার আওলিয়ার এই দেশে,
নব্বই শতাংশ মুসলমান ঘুমিয়ে আছে ভদ্রবেশে!
ঈমানের সেই দাবী আর মর্দে মুজাহিদরা কোথায়?
লুটেরা আঘাত হানে ঈমানের বক্ষে ও দ্বারগোড়ায়।
শান্ত সবুজ বাংলার প্রান্তর হবে নাকি কারবালা!
নিশি এখনো হয়নি তবে সন্ধ্যা হতেও নেই বেলা!
কোথা হতে আসে এই অসুর দানবীয় পাপী প্রেতাত্মা?
কার এ সাহস? ধর্মহীন করে দেবে বীর ঈমানী আত্মা?
এখনো বেঁচে আছে কিছু মুসলমান যুবক বীর শার্দুল,
পাঞ্জেরী জাগো, তৈরী হও ঠিক করো তরীর মাস্তুল।
হানিবো আঘাত দুর্বার, প্রানিবো শতত মুনাফেক,
ক্ষ্যান্ত শান্ত হবে যোদ্ধা সাফ করে শত্রু, চেয়ে দেখ। ) )
!!! আবারো আল্লাহর হকুম হিজাব পরিধান, নিষিদ্ধকরণ !!!
এবার বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত মেডিক্যাল কলেজ “আর্মড ফোরসেস মেডিক্যাল কলেজ” এ নোটিস দিয়ে হিজাব নিষিদ্ধ করেছে প্রশাসন”।
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী “বাংলাদেশ সেনাবাহিনীতে” আল্লাহর বিধান হিজাব পরিধান নিষিদ্ধকরণ কার্যকর করার ষড়যন্ত্র চলছে!!!
বাংলাদেশ কি ধীরে ধীরে চুড়ান্ত ধর্মহীনতা বা সেক্যুলারিস্ট রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে চলেছে?
নব্বই শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন বা মতবাদ প্রতিষ্ঠিত হতে পারেনা। পারেই না!!!
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আর ধর্মহীনতা বা সেক্যুলারিস্টদের নিকুঁচি করি।
উপরিউক্ত লেখাটি ফেসবুকে আমার এক সহযুদ্ধা ভাই পোস্ট করেছেন , আমি তার সাথে সহমত পোষণ করে সেখ সাদী সাহেবের এই বানী বলতে চাই , " এমন একটা দিন আসবে যখন মূর্খরা উদ্ভট আদেশ জারি করে দেশ শাসন করবে । নির্বোধেরা তাদের নির্বুদ্ধিতার জন্য গর্ব অনুভব করবে । পণ্ডিতেরা তাদের পান্ডিত্যের জন্য অনুশোচনা বোধ করবেন ।দুর্নীতিপরায়ণরা তাদের দুর্নীতির জন্য উল্লাস নৃত্য করবে " যা
এখন এই বংগদেশে ঘটে চলেছে
বিষয়: বিবিধ
১৮১৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাঞ্জেরী জাগো, তৈরী হও ঠিক করো তরীর মাস্তুল।
কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ
----------------------
এর দায়বার আমাদের উপর বর্তায় ,
------------------------------
এইযে আপনি বলে দিলেন বলে আর লাভ কি , একবার ভেবে দেখেছেন এই আপনার আমার মত এই রকম দায়িত্বহীন ভাবে এড়িয়ে যাওয়ার ধরন আজকে মুসলিমদের একতা গঙ্গার জলে
মন্তব্য করতে লগইন করুন