খন লুণ্ঠিত বিশ্ব মানবতা
লিখেছেন লিখেছেন কাজী লোকমান হোসেন ২৯ জুলাই, ২০১৪, ০২:২৪:১৯ রাত
ভাতৃতের বন্ধনে আবদ্ধ হয়েছি আরেকবার পড়ন্ত বিকেলে একেকজন একেক বিল্ডিং থেকে বেরিয়ে বুকে বুক মিলিয়ে কুশল বিনিময় , মুহূর্তে ভাবনায় চলে এলো প্রিয় স্বদেশের কথা , ঈদের আমেজ টুকু ক্ষণিকের জন্য বোধ হল , বাংলাদেশে ঈদের আনন্দের ধরণ টাই আলাদা , পৃথিবীর কোন দেশ এভাবে ঈদ উদযাপন করে বলে আমার নজরে আসেনি , এই দিক দিয়ে বলতে হবে আমরা মুসলিম হিসেবে গর্বিত জাতী , তবে ক্ষণিকের জন্য আনন্দ টুকু ম্লান হয়ে গেলো যখন ফেলেস্টাইনের ভাইদের কথা মনে পড়ে , আজ তামাম দুনিয়ায় যখন সবাই ঈদ উদযাপন নিয়ে ব্যাস্ত সেখানে ফেলেস্টাইনি ভাই বোনেরা জীবন বাঁচাতে মরিয়া , আসলে পৃথিবীটা বড়ই আজব একের সুখের দিনে অপরের সীমাহীন কষ্ট , কেন এত বৈষম্য এই পৃথিবীতে ?
তাইতো লিখলাম একটা কবিতা ...............................................................।।
চাইনা তো আর কোন রক্তপাত
চাই শুধু একটি সুন্দর সুপ্রভাত ।
যেখানে থাকবে না জাতী গত বৈষম্য
এই ধরণী হবে শান্তিময়
এটাই নিপীড়িত মানুষের কাম্য ।
যুদ্ধ নয় চাই শুধু শান্তি
জয় করবো এই ধরণীকে
আসুক যত ক্লান্তি ।
বাড়ীয়ে দাও সকলে মানবতার হাত ,
বন্ধ করে দাও সকল রক্তপাত
ভালবাসা দিয়া জয় করিব
সকল প্রতিবন্ধকতা ,
যেখানে লুণ্ঠিত বিশ্ব মানবতা ,
চাইনা তো আর কোন রক্তপাত
চাই শুধু একটি সুন্দর সুপ্রভাত ।
বিষয়: আন্তর্জাতিক
৮৭৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন