অপ্রিয় হলেও সত্য
লিখেছেন লিখেছেন কায়েনাত ২৯ জুন, ২০১৪, ১০:৩১:৪৬ সকাল
আমাদের আপুদের কাছে মিডিয়াগুলো যা তুলে ধরছে তা-ই যেন তাদের মন মগজে গেথে যাচ্ছে। বাংলার মুসলিম নারীদের কাছে বিভিন্ন পত্রিকা আর টিভি চ্যানেলগুলি নিজেকে দেখানোর মনোভাব তুলে ধরছে। এই কাপড়ে আপনাকে ভীষণ সুন্দর লাগবে, এই রংয়ে সবাই চোখ চেয়ে তাকাবে! হোক না একটু টাইট ফিট তাতে কি আর এসে যায়! আপনার শরীরের সৌন্দর্য্য তো আপনার নিজেকে উপস্থাপনের সহায়ক হবে। এমন আরো কত কথা!
আমরা যারা ভাইয়ারা আছি আসুন নিজ পরিবারে আপুদের কাছে কুরআনের হিজাবের বিধান তুলে ধরি। আমাদের করণীয় আছে অনেক, আমরা ভাইয়েরা থাকতে আমাদের আপুদের মন মগজ পত্রিকার ফ্যাশন পাতায় আর টিভি চ্যানেলের সুন্দরী প্রতিযোগীতায় বরাদ্দ হয়ে যাবে এর চেয়ে লজ্জাকর আর কী হতে পারে!
বিষয়: বিবিধ
৯৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন