মুসলিম নারীদের প্রতি আহবান
লিখেছেন লিখেছেন কায়েনাত ২৭ জুন, ২০১৪, ০৯:৩৪:৪৭ রাত
প্রিয় মুসলিম বোনেরা…
অভিশপ্ত পাশ্চাত্য সংস্কৃতির বিষাক্ত ছোবল নারীদেরকে পৌঁছে দিয়েছে পতন ও ধ্বংসের চূড়ান্ত স্তরে । যে নারী ছিল সম্মান ও মর্যাদার আবরণে আবৃত, সে নারী আজ নগ্ন কিংবা অর্ধনগ্ন । যে নারী ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার মর্যাদাকর বেষ্টনীতে, সে নারী আজ নিরাপত্তাহীনতা ও লাঞ্চনাকর আতংকের খোলা ময়দানে । যে নারী ছিল কন্যা, জায়া, জননীর সম্মানজনক আসনে, সে নারী আজ হোটেলে ও শপিং মলের রিসিপশনে ।
ইসলাম নারী জাতিকে দান করেছে এক বিশেষ মর্যাদা । একমাত্র ইসলামই প্রতিষ্ঠা করেছে নারীর পূর্ণ অধিকার । তাকে দিয়েছে তার নিজস্ব গন্ডিতে ব্যাপক স্বাধীনতা । মহান রবের পক্ষ থেকে নারী পুরুষের মাঝে সাওয়াব ও প্রতিদানের ক্ষেত্রে কোন প্রকার তারতম্য সৃষ্টি করা হয়নি ।
পবিত্র কালামে আল্লাহ তাআলা ইরশাদ করেন : হে নবী তুমি তোমার স্ত্রী, কন্যা ও মুমিনদের স্ত্রীদেরকে বল, তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টেনে নেয়, এতে করে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না । আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু । (সূরা আহযাব, আয়াত :৫৯)
বিষয়: বিবিধ
৯৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন