¤ দেশপ্রেম ¤
লিখেছেন লিখেছেন সালমান আলী ফাহিম ০১ আগস্ট, ২০১৪, ০৭:১৮:২০ সন্ধ্যা
অনেক দিন আগে ভারতের এক বন্ধুর সাথে কথা হলো , কথার মাঝে কথাটা একটি কথা এমন ছিল , ভাই বাংলাদেশে থাকাকালীন এর মায়া বুঝতাম না ।একে মূল্য দিতাম না ।তবে এখন বুঝি বাংলাদেশ কী ?ভারতে কোন মনুষ্যত্ব নেই ।
এরপর একজন American বন্ধুকে তাদের দেশ সর্ম্পকে জিজ্ঞাস করলাম ,উনি বনর্নার শেষে বললেনঃ ভাই এখানে এশিয়ান তথা আপনাদের দেশের মানুষরা অসহায় , তাদের পক্ষে কখনোই আইন যায় না ।
আমার বাবা ব্রুনে নামক একটি ছোট দেশে থেকে এসেছেন ,এটি এমনই একটি দেশ যেই দেশ তেল বিক্রি তে ৩য় ।এবং এদের সব কিছু বাহির থেকে কেনে ,অর্থাত্ তেল এদের আয়ের মূল উপাদান । বাবা প্রায়ই বলেনঃ বাবা বিদেশ বিদেশই , ওখানে কোন বাঙালি তথা ভারতীয়দের মূল্য নেই । সবাই অতিথি পাখি ।যদিও দেশটি মুসলিম তবুও তারা দেশের মানুষকে প্রাধান্য দেয় ।
কিছুক্ষন আগে প্রবাসীদের নিয়ে একটি অনুষ্ঠান দেখলাম ,দেখলাম তাদের ঈদ উদযাপন ।তারা কেদেঁ উঠছে ।
এর তুলনায় আমরা কত সুখে শান্তিতে আছি ।এমন একটি দেশে আমাদের জন্ম যেখানে আমরা শিখতে পেরেছি মনুষ্যত্ব ও মায়া মমতা ,যা লাখ টাকা দিয়ে ও পাবো না অন্য কোথাও ।আমি নিজের শেষ নিশ্বাঃস টা এই বাংলার মাটিতে ত্যাগ করতে চাই । আলহামদুলিল্লাহ আজ হয়তো পরবাসী হতে হয়নি আমাদের মহান আল্লাহর করুণায় ।
===Eng Salman Ali Fahim===
বিষয়: রাজনীতি
১১২৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বরূপ সবসময়ই সস্থানেই বিকশিত হয় সর্বোচ্চ-মাত্রায়।
"জাতিপ্রেম ছুটিয়াছে মৃত্যুর সন্ধানে,বাহিসার্থতরি গুপ্ত পর্বতের পানে"।
০ আপনারা কি ভারতীয় বাংগালী ?
মন্তব্য করতে লগইন করুন