" স্বপণীল ভালোবাসা "
লিখেছেন লিখেছেন সালমান আলী ফাহিম ২৭ জুন, ২০১৪, ০৩:৪৬:৪২ দুপুর
একই বিদ্যালয়ে পড়ে তুষার এবং রুম্পা ।তবে কেউ ই কাউকে তেমন চেনে না ।তুষার বিজ্ঞান বিভাগের সুনাম ধর্মী ছাত্র ।এবং রুম্পা মানবিকের হাসি খুশি একটি মেয়ে । তবে তুষার ৯ম শ্রেনীতে পড়ে এবং রুম্পা ১০ম শ্রেনীতে । একদিন বাগানে কাজ করার সময় রুম্পা এত ছেলের মাঝে দেখে তুষারকে ।সে খুব ভিন্ন প্রকৃতির এত মেয়ের মাঝে সে কারো দিকে দেখছে না শুধু ই কাজে মন । শুরু হয় ভালো লাগা ।এরপর আর তেমন কথা বার্তা হয়নি ।রুম্পার হৃদয়ে হতে থাকে তুষারের জন্য ভালোবাসা । এস .এস .সি পরীক্ষার বিদায় অনুষ্ঠান ।তুষার রুম্পাদের উদ্দেশ্যে বক্তব্য রাখে কারন , সে বিজ্ঞান বিভাগের রোল নম্বর ১ । রুম্পার ভালোবাসা বাড়তে থাকে । সে প্রতিজ্ঞা করল এবার তাকে বলতেই হবে ,খুব আসা নিয়ে সে গেল তুষারকে তার মনের কথা বলতে । তুষার সব শুনে , কেন জানি সে তাকে ফিরিয়ে দেয় ? রুম্পা না পাওয়ার আসা বুকে নিয়ে চলে যায় ,এরপর আর তাদের দেখা হয়নি । অনেক দিন পড়ের ঘটনা রুম্পা এখন একজন বেরিস্টার । যেদিন থেকে তুষার তাকে ফিরিয়ে দিয়েছে ঐ দিন থেকেই সিদ্ধান্ত নেয় জীবনে এগিয়ে যাবেই এবং পিছন ফিরে তাকাবে না জীবনে কাউকে ভালোবাসবে না তবে ১ম ভালোবাসা নাকি ভুলা যায় না ।খুব জানতে ইচ্ছা করে তুষার কেমন আছে ? তবে কেউ ই তো তার খবর জানে না ।হয়তো ডাক্তার বা ইন্জিনিয়ার হয়ে গেছে ,হয়তো আজ সে খুব বড় হওয়াটাই স্বাভাবিক খুব বুদ্ধিমান ছেলে ছিল ।কাল রুম্পার বিয়ে , খুব কষ্ট হচ্ছে ছেলেটার জন্য ।ধুর কি আর লাভ ঐ ছেলেকে নিয়ে ভেবে যে তাকেই ফিরিয়ে দিয়েছে ? বাবা মার পছন্দই ভালো । বিয়ে হয়ে গেল বিয়ের রাতে রুম্পা ,তার স্বামীর ড্রয়ারে তার ছোট বেলার এস .এস .সি সার্টিফিকেট নেয়ার ছবি দেখতে পেল । তার স্বামী সিভিল ইন্জিঃ সে তার স্বামী কে বলল মেয়েটি কে ?তার স্বামী বলল মেয়েটি আমার এক বর্ষ সিনিয়র ছিল ,আমাকে ভালোবেসে ছিল খুব । তবে তার পরীক্ষার সময় খুব কাছে বিধায় তার উজ্জল ভবিষ্যত্বের জন্য তাকে ফিরিয়ে দেই ।এরপর শুধু দূর থেকে তার গোল্ডেন পাওয়া ছবি তুলেছিলাম ।তখনই বুঝে গিয়েছি সে এখন অনেক উপরে যাবে । রুম্পা বলল মেয়েটির নাম রুম্পা ছিল ?তাই না ? তুষার অবাক হয়ে বলল আপনি কীভাবে জানেন ? রুম্পা বলল পাগল আমিই তোমার রুম্পা । তুষার তাকে জরিয়ে ধরে বলল দেখো আমি তোমার উজ্জল ভবিষ্যত্ব কামনা করেছি ।রুম্পা বললঃ আমার সবই তুমি ।
মন্তব্যঃ ১। মেয়ে বড় ছেলে ছোট এমন অবস্থায় ও প্রেম হতে পারে অসম্ভব কিছু না ।
২।বয়সের ব্যবধানে ১নং এর ন্যায় বিয়েও হতে পারে ।
৩।পরের জন্য ভাবুন আল্লাহ আপনার জন্য ভাববে ।
৪।বাবা মা পছন্দে বিয়ে করুন ,কোন না কোন ভাবে সফল হবেন ।
৫।সত্যি কারের ভালোবাসা সবর্দা জয়ি হয় ।
ব্লগার সালমান আলী ফাহিম ।
বিষয়: বিবিধ
১২২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন