...বদনা বন্ধনা...
লিখেছেন লিখেছেন বদনা চোর ০৮ জুলাই, ২০১৪, ০১:০০:২৯ দুপুর
বদনা পানি বহন করার জন্য ব্যবহৃত এক প্রকারের পাত্র যা সাধারণত বাংলাদেশ এবং ভারতের কিছু অঞ্চলে ব্যবহৃত হয়। বদনার আকৃতি সাধারণত গোলাকার, তবে এর নিচের দিক থেকে সামান্য বাঁকা একটি নলাকার অংশ বেরিয়ে আসে। পানিভর্তি বদনা কাত করলে এই নল থেকে পানি বের হয়। মূলত কম পরিমাণে পানি, দুধ সহ যেকোনো তরল স্থানান্তরের কাজে বদনা ব্যবহৃত হয়ে থাকে। ভারত উপমহাদেশের লোকজন সাধারণত পানি ব্যবহারে নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে, তাই শৌচকার্যে এ অঞ্চলের মানুষ পানির পাত্র হিসেবেও বদনা ব্যবহার করে থাকেন। - উইকিপিডিয়া।
ও পরানের বদনারে তোরে ছাড়া বাঁচি কেমনে। গানের কলির ব্যাঙাত্বক সংস্করন। তবে যথার্থতা টের পাওয়া যায় যখন জরূরী কাজে হাতের কাছে বাবা বদনাকে পাওয়া না যায়। হ্যাঁ ভাই, এই বদনাই আপনাকে প্রশান্তির শীতল ছায়া দিতে পারে যখন আপনি নিম্নচাপে অস্থির হবেন।শৈচকার্যের মতো কঠিন কাজ করার পাশাপাশি আরো যে কাজগুলো খুব সহজেই বদনা দ্বারা সফলতার করা হয় সেগুলো নিম্নে দেওয়া হলো:-
=> অজু করার পাত্র
=> পানি পানের পাত্র
=> দুধ পাত্র
=> পূঁজার পাত্র
=> শৈচকর্মের পাত্র
এত্তো জরুরী ও অতীব গুরত্বপূর্ন একটা পাত্র "বদনা" চুরি করার সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে।
বিষয়: বিবিধ
১৯৪৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বদনা চোরের বাড়িতে
দাওয়াত দিলাম তাতে
বসতে দেবো পিড়িতে
খেতে দেবো হাঁড়িতে।
কি কন ভাই গ্যাঞ্জাম খান?
দিল হইয়া যায় খান খান
ফুটা বদনা থুইয়া যান
নতুন বদনা লইয়া যান।
.
হাহাহাহা সহমত
মেঘের কোলে রোদ হেসেছে
মেঘের ভেলা ভাসে
মেঘ ভেঙে রোদ এসেছে
চিত্ত আহা হাসে।
তাইরে-নাইরে না।
এই চোরদের জ্বালায়
টিকা হলো দায়...
সুইজব্যাংক ভরে যায়
চুরি-ছ্যাচরের টাকায়।
মন্তব্য করতে লগইন করুন