...বদনা বন্ধনা...

লিখেছেন লিখেছেন বদনা চোর ০৮ জুলাই, ২০১৪, ০১:০০:২৯ দুপুর



বদনা পানি বহন করার জন্য ব্যবহৃত এক প্রকারের পাত্র যা সাধারণত বাংলাদেশ এবং ভারতের কিছু অঞ্চলে ব্যবহৃত হয়। বদনার আকৃতি সাধারণত গোলাকার, তবে এর নিচের দিক থেকে সামান্য বাঁকা একটি নলাকার অংশ বেরিয়ে আসে। পানিভর্তি বদনা কাত করলে এই নল থেকে পানি বের হয়। মূলত কম পরিমাণে পানি, দুধ সহ যেকোনো তরল স্থানান্তরের কাজে বদনা ব্যবহৃত হয়ে থাকে। ভারত উপমহাদেশের লোকজন সাধারণত পানি ব্যবহারে নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে, তাই শৌচকার্যে এ অঞ্চলের মানুষ পানির পাত্র হিসেবেও বদনা ব্যবহার করে থাকেন। - উইকিপিডিয়া।

ও পরানের বদনারে তোরে ছাড়া বাঁচি কেমনে। গানের কলির ব্যাঙাত্বক সংস্করন। তবে যথার্থতা টের পাওয়া যায় যখন জরূরী কাজে হাতের কাছে বাবা বদনাকে পাওয়া না যায়। হ্যাঁ ভাই, এই বদনাই আপনাকে প্রশান্তির শীতল ছায়া দিতে পারে যখন আপনি নিম্নচাপে অস্থির হবেন।শৈচকার্যের মতো কঠিন কাজ করার পাশাপাশি আরো যে কাজগুলো খুব সহজেই বদনা দ্বারা সফলতার করা হয় সেগুলো নিম্নে দেওয়া হলো:-

=> অজু করার পাত্র

=> পানি পানের পাত্র

=> দুধ পাত্র

=> পূঁজার পাত্র

=> শৈচকর্মের পাত্র

এত্তো জরুরী ও অতীব গুরত্বপূর্ন একটা পাত্র "বদনা" চুরি করার সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে।

বিষয়: বিবিধ

১৯৬৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242865
০৮ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৭
ইমরান ভাই লিখেছেন : Big Grin ছিচকে চোর এখন দেখি বদনা চোর Big Grin কিছুদিন পরে আসবে ব্লগ চোর Big Grin
০৮ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৮
188612
বদনা চোর লিখেছেন : Love Struck Love Struck Love Struck
বদনা চোরের বাড়িতে
দাওয়াত দিলাম তাতে
বসতে দেবো পিড়িতে
খেতে দেবো হাঁড়িতে।
Love Struck Love Struck Love Struck
242871
০৮ জুলাই ২০১৪ দুপুর ০৩:০৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
242872
০৮ জুলাই ২০১৪ দুপুর ০৩:১২
গ্যাঞ্জাম খান লিখেছেন : চালিয়ে যান বদনা চুরি। তবে খেয়াল রাইখ্যান যেই বদনার তলদেশ ফুটো হয়ে গেছে হেইডা যেন চুরি করে কাউরে দান না করেন। অবশ্য নিজের ব্যবহারের জন্য রাখলে আমাগো আপত্তি নেই।
০৮ জুলাই ২০১৪ বিকাল ০৪:১০
188613
বদনা চোর লিখেছেন : .
কি কন ভাই গ্যাঞ্জাম খান?
দিল হইয়া যায় খান খান
ফুটা বদনা থুইয়া যান
নতুন বদনা লইয়া যান।
.
242894
০৮ জুলাই ২০১৪ বিকাল ০৪:১১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ইমরান ভাই লিখেছেন : Big Grin ছিচকে চোর এখন দেখি বদনা চোর Big Grin কিছুদিন পরে আসবে ব্লগ চোর Big Grin

হাহাহাহা সহমত
০৮ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪০
188644
বদনা চোর লিখেছেন : ছিঁচকে চোরের লগে আমার কোন দহরম-মহরম নাইক্কা।

মেঘের কোলে রোদ হেসেছে
মেঘের ভেলা ভাসে
মেঘ ভেঙে রোদ এসেছে
চিত্ত আহা হাসে।
তাইরে-নাইরে না।
০৮ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৩
188645
মেঘ ভাঙা রোদ লিখেছেন : চোর কি কখন স্বীকার করবে। তবে দুজন যে একই ব্যক্তি তাতে কোনো সন্দেহ নাই। সব চোরের একই কোয়া। phbbbbt phbbbbt
০৮ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৬
188647
বদনা চোর লিখেছেন : বদনা চোরের এককথা। বাঁশডলা দিলেও কথার নড়চড় হইবোনা। সম্মানিত ছিঁচকে চোর আর বদনা চোর একই ব্যাক্তি না। Yawn Yawn Yawn
০৮ জুলাই ২০১৪ রাত ১১:১৬
188722
আফরা লিখেছেন : ছিঁচকে চোর আর বদনা চোর একই ব্যাক্তি না।চোরে চোরে খালাতু ভাই ।
242896
০৮ জুলাই ২০১৪ বিকাল ০৪:১৮
নীল জোছনা লিখেছেন : চোর ছ্যাচরে দেশ ভরে যাচ্ছে। কেউ ছিচকে, কেউ ইচকে, কেউ বদনা, কেউ পুকুর,,, একমাত্র নিজেই ভালো আছি দেখছি।
০৮ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৩
188646
বদনা চোর লিখেছেন : হাছা কতা কইচেন নীলাভাবৃত জোছনা।

এই চোরদের জ্বালায়
টিকা হলো দায়...
সুইজব্যাংক ভরে যায়
চুরি-ছ্যাচরের টাকায়।
243012
০৯ জুলাই ২০১৪ রাত ১২:১৫
আফরা লিখেছেন : বদনার বন্ধনা ভাল লাগল ।
১০ জুলাই ২০১৪ দুপুর ০১:০৪
189048
বদনা চোর লিখেছেন : দিল থেইক্কা দোয়া রইলো গো বইন। বালা থাইক্কো।
243026
০৯ জুলাই ২০১৪ রাত ০২:৫৫
বৃত্তের বাইরে লিখেছেন : ভাইজান, কানাডায় কিছু বদনা সাপ্লাই দেওন যায়না! এত্ত ধনী দ্যাশ! সব আছে,ওয়াশরুমে বদনা নাই।
১০ জুলাই ২০১৪ দুপুর ০১:০৫
189050
বদনা চোর লিখেছেন : হেই কষ্টের কতা কারতন কইতাম? শুধু কি কানাডায়? হেথায় দেশেও শুরু হইয়া গেছে হ্যান্ড শাওয়ার, বদনার বেদনা কেউ আর বুঝেনা। Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File