মডু মামা/মামীদের ধন্যবাদ

লিখেছেন লিখেছেন বদনা চোর ০৫ জুলাই, ২০১৪, ০২:১৯:৫৩ দুপুর

ব্লগে নতুন আগমন, চুরিতে অত্যন্ত দক্ষ ও বিচক্ষন, চুরি কাজে নিষ্ঠাবান, স্ব-ঘোষিত-স্ব-সম্মানে সমোন্নিত মাননীয় বদনা চোরকে প্রথম পাতায় লেখার অনুমতি প্রদান করায় মডু মামা/মামীদের আন্তরিক ধন্যবাদ অত:পর আমার চুরি করা টেকসই মজবুত বদনা মডু মামা/মামীদের জন্য বিশেষ উপহার -



প্রিয় বিডিটুডের ব্লগবাসী আশা করছি সবাই সাগত জানাবেন আপনাদেরই প্রিয় হতে যাওয়া বদনা চোরকে। বদনা চোর নিকটি নেহায়তই মজা করার জন্য নেওয়া হয়েছে। ব্লগীয় ফান করার মাধ্যেমে আশা করছি রাজনৈতিক ও ক্যাচালপূর্ন পোষ্টগুলোর একঘেয়েমী থেকে কিছুটা হলেও সহায়তা করবে বদনা চোর নিকটি।

কি ধরনের পোষ্ট পেতে পারেন এই নিক থেকে -

=> চুরি করা বিভিন্ন ধরনের কৌতুক

=> চুরি করা রম্য গল্প/কবিতা

=> চুরি করা বিভিন্ন গুরুত্বপূর্ন টিপস

=> চুরি করা বিজ্ঞান ভিক্তিক আর্টিকেল

এক কথায় বদনা চোর আপনাদের জন্য বিভিন্ন উৎস থেকে মজাদার ও গুরুত্বপূর্ন চুরির মাল পরিবেশন করবে যা পাঠে শতভাগ উপকৃত হবার গ্যারান্টি দেওয়ার চেষ্টা করছি।

তো আর দেরি কেন এখনি সাগত জানান আপনাদের প্রিয় হতে যাওয়া বদনা চোরকে।

বিষয়: বিবিধ

১৪১৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241911
০৫ জুলাই ২০১৪ দুপুর ০২:২৬
গ্যাঞ্জাম খান লিখেছেন : গ্যাঞ্জাম লাগানোর মতলব আছে নাকি অন্তরে? চুরি করা জিনিস চুপিসারে হজম করেন। খামোখা চুরির মাল দিয়ে জাকাত বিতরণ করে হাতেম তাই বনার ফন্দি করেন কিল্লাই?
০৫ জুলাই ২০১৪ দুপুর ০২:৩২
187803
বদনা চোর লিখেছেন : ভাই গ্যাঞ্জাম খান, অভিন্দন আপনাকে আমার পোষ্টে প্রথম মন্তব্যকারী হবার জন্য।

সঠিক ধরেছেন চুরির মাল একা হজম না করে সবার মধ্যে বিতরন করা ইচ্ছে আছে। Happy
241916
০৫ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৪
মহিলা কর্ণার লিখেছেন : আপনি তো বদনা চোর তাহলে অন্য কিছু চুরি করতে চাচ্ছেন কেনো।
০৫ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৮
187804
বদনা চোর লিখেছেন : বদনা চোর একটা মানদন্ড যে আপনি কি মানের চোর। আমি তোর আর রাজনীতিবিদদের মতো দেশের টাকা চুরি করে সুইজ ব্যাংকে পাঠাতে পারবোনা। যাহা চুরি করা সহজ কাজ তাহাই বদনা চোরের কাজের আওতায় পরে। বোঝা গেল ব্যাপারটা?
241924
০৫ জুলাই ২০১৪ দুপুর ০২:৪৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৫ জুলাই ২০১৪ দুপুর ০৩:২২
187819
বদনা চোর লিখেছেন : ভবিষ্যত পোষ্টগুলোতে বদনা চোরের সাথে সাথী হবার আহবান রইলো।
241928
০৫ জুলাই ২০১৪ দুপুর ০২:৫৯
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : উহু চুরি করা কিছু না ভাল কিছু দেখতে চাই!
০৫ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৩
187820
বদনা চোর লিখেছেন : চুরির মাল পরিবেশন ছাড়াও বদনা চোর নিজের তৈরি পন্য থাকবে পাঠের জন্য। ধন্যবাদ বদনা চোরের পোষ্টে আপনার উপস্থিতির জন্য।
241935
০৫ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৯
ওবায়েদ উল্লাহ সোহেল লিখেছেন : বদনা চোরকে স্বাগতম
০৫ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৪
187821
বদনা চোর লিখেছেন : ও.উ.সোহেল ভাইকেও আন্তরিক ধন্যবাদ বদনা চোরের বাড়িতে পদার্পনের জন।
242006
০৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
প্যারিস থেকে আমি লিখেছেন : দেখেন বদনা চোর হইছেন আবার অন্য কিছু চোরি কইরেন না।
০৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
187875
বদনা চোর লিখেছেন : বদনা চোর হইলেও অত্যাধিক নম্র-ভদ্র তাই অন্য কিছুতে নজর দেবার চিন্তা নাই।
242037
০৫ জুলাই ২০১৪ রাত ০৮:৩৯
আফরা লিখেছেন : খাল কেটে কুমীর আনতে কে চায় !কিন্তু আপনি তো এসেই পড়েছেন কি আর করা সু-স্বাগতম ।
০৬ জুলাই ২০১৪ দুপুর ১২:৪৩
188086
বদনা চোর লিখেছেন : আফরা আফা, বহুত বহুত শুকরিয়া।
242042
০৫ জুলাই ২০১৪ রাত ০৮:৪৯
ছিঁচকে চোর লিখেছেন : পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি। তুই যাবি নাকি পিটানি দিমু। Time Out Time Out
০৬ জুলাই ২০১৪ দুপুর ১২:৪৪
188087
বদনা চোর লিখেছেন : আপনি এসব কি বলিতেছেন ওস্তাদ?
242737
০৮ জুলাই ২০১৪ রাত ০৩:৫৭
প্রবাসী মজুমদার লিখেছেন : স্বাগত হে বদনা চোর
নেই তুলনা যার,
বদনা নিত্য কাজে লাগে
সারে সব কারবার।
বাথরুমে যাই বদনা নিয়ে
জ্বরের মাথায় পানি,
গভীর রাতে বদনা দিয়ে
সারি পেটের গ্লানি।
বদনা ছাড়া কেমনে চলি
বদনা নিত্য চাই,
বদনা চোরকে স্বাগতম হে
বদনা মোদের ভাই।
০৮ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৭
188572
বদনা চোর লিখেছেন : Love Struck Love Struck Love Struck
ভালবাসায় সিক্ত হলাম
পেয়ে কিউট কবিতা
দিল উজারে করবো চুরি
লোটা-বদনা যা পাই তা।
Love Struck Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File