মডু মামা/মামীদের ধন্যবাদ
লিখেছেন লিখেছেন বদনা চোর ০৫ জুলাই, ২০১৪, ০২:১৯:৫৩ দুপুর
ব্লগে নতুন আগমন, চুরিতে অত্যন্ত দক্ষ ও বিচক্ষন, চুরি কাজে নিষ্ঠাবান, স্ব-ঘোষিত-স্ব-সম্মানে সমোন্নিত মাননীয় বদনা চোরকে প্রথম পাতায় লেখার অনুমতি প্রদান করায় মডু মামা/মামীদের আন্তরিক ধন্যবাদ অত:পর আমার চুরি করা টেকসই মজবুত বদনা মডু মামা/মামীদের জন্য বিশেষ উপহার -
প্রিয় বিডিটুডের ব্লগবাসী আশা করছি সবাই সাগত জানাবেন আপনাদেরই প্রিয় হতে যাওয়া বদনা চোরকে। বদনা চোর নিকটি নেহায়তই মজা করার জন্য নেওয়া হয়েছে। ব্লগীয় ফান করার মাধ্যেমে আশা করছি রাজনৈতিক ও ক্যাচালপূর্ন পোষ্টগুলোর একঘেয়েমী থেকে কিছুটা হলেও সহায়তা করবে বদনা চোর নিকটি।
কি ধরনের পোষ্ট পেতে পারেন এই নিক থেকে -
=> চুরি করা বিভিন্ন ধরনের কৌতুক
=> চুরি করা রম্য গল্প/কবিতা
=> চুরি করা বিভিন্ন গুরুত্বপূর্ন টিপস
=> চুরি করা বিজ্ঞান ভিক্তিক আর্টিকেল
এক কথায় বদনা চোর আপনাদের জন্য বিভিন্ন উৎস থেকে মজাদার ও গুরুত্বপূর্ন চুরির মাল পরিবেশন করবে যা পাঠে শতভাগ উপকৃত হবার গ্যারান্টি দেওয়ার চেষ্টা করছি।
তো আর দেরি কেন এখনি সাগত জানান আপনাদের প্রিয় হতে যাওয়া বদনা চোরকে।
বিষয়: বিবিধ
১৪১৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সঠিক ধরেছেন চুরির মাল একা হজম না করে সবার মধ্যে বিতরন করা ইচ্ছে আছে।
নেই তুলনা যার,
বদনা নিত্য কাজে লাগে
সারে সব কারবার।
বাথরুমে যাই বদনা নিয়ে
জ্বরের মাথায় পানি,
গভীর রাতে বদনা দিয়ে
সারি পেটের গ্লানি।
বদনা ছাড়া কেমনে চলি
বদনা নিত্য চাই,
বদনা চোরকে স্বাগতম হে
বদনা মোদের ভাই।
ভালবাসায় সিক্ত হলাম
পেয়ে কিউট কবিতা
দিল উজারে করবো চুরি
লোটা-বদনা যা পাই তা।
মন্তব্য করতে লগইন করুন