বড়ো বেশি কাঁদো মেয়ে
লিখেছেন লিখেছেন বদনা চোর ২৬ জুন, ২০১৪, ০৮:৪৩:০৩ রাত
ইদানীং তুমি বড়ো বেশি কাঁদো মেয়ে।
তোমার চোখের জল গলে হয় নদী....
তার দুই তীরে যে বাগানখানি পড়ে-
সেইখানে চাষ করবে সে কোন মালি?
...তোমার কান্না একলা একাকী ঝরে,
প্রতিরাত শেষে
তোমার আকাশে
শুকতারা ঝরে যায়...
কেউ তো রাখেনি সে খবর আর-
কেউ দেখেনি সে ব্যথা
দিনে দিনে বাড়ে যে ব্যথা তোমার-
আঁধার আঁখির ছায় !
সেই দুঃসহ একাকী প্রহর কেটেছে তোমার যতো ,
আরো বেশি একা হয়ে গেছো তুমি-
একা একা মনে মনে....
সেই বারতা কি তোমার মনের
কাছের সে জন জানে?
তুমি বসে আছো তোমার মনের নির্জন বনমাঝে,
ঝাপসা দেখছো সেই পথখানি,
যে পথে তাহাকে চাও....
এতো অপেক্ষা দিয়েও
কি তাকে নিজের মতোন পাও???
বি:দ্র: বদনা মার্কা কবিতাটি চুরির মাল। ভাল মাল তাই সবার সাথে শেয়ার করলাম। :D/
বিষয়: বিবিধ
১১৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন