আবুবকর ছিদ্দিক (রাদিঃ) বনাম লতিফ ছিদ্দিক (লা’নতুঃ)

লিখেছেন লিখেছেন বঙ্গবীর ০১ অক্টোবর, ২০১৪, ০৮:৩২:২৫ রাত

আবুবকর ছিদ্দিক (রাঃ) মুসলমান আর লতিফ ছিদ্দিকও মুসলমান। পার্থক্য আকাশ-পাতাল। আবুবকর ছিদ্দিক (রাঃ)ইসলাম প্রতিষ্ঠার জন্য আপ্রাণ প্রচেষ্টা করেছেন, লতিফ ছিদ্দিক ইসলামকে ধ্বংসের জন্য মরিয়া হয়ে উঠেছে। একজন মক্কায় ইসলামের জন্য কাফিরদের হাতে নির্যাতিত হয়েছেন, অন্যজন হজ্ব প্রথার বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেছে। একজন ইসলামের জন্য বাড়ির ছাইশুদ্ধ দান করেছিলেন, অন্যজন ধর্মের লেবাসে জীবনের যাবতীয় উপকরণ লাভ করে ধন্য হয়েছে। একজন একনিষ্ঠ মুমিন ও মুসলিম হওয়ার জন্য চেষ্টা করেছেন আজীবন। পরিনামে জান্নাতের মেহমান হয়েছেন, অন্যজন মুনাফিক এখন মুরতাদ; যার উপর হদজারি ওয়াজিব হয়েগেছে। তাওবা ব্যতীত তার মৃত্যুদন্ড অনিবার্য।ইহুদি, খ্রিষ্টান, হিন্দুরা যেসব কাজ করছে না সেসব কাজ মুসলমানরা করছে। আল্লামা ইকবালের ভাষায় “আগে আজরের ঘরে ইব্রাহিম পয়দা হতো এখন ইব্রাহিমের ঘরে আজর পয়দা হচ্ছে”। এর কারণ ইংরেজদের প্রদত্ত শিক্ষা ব্যবস্থা ও ধর্মনিরপেক্ষতা। এই উপমহাদেশে ইংরেজ কর্তৃক শিক্ষা ব্যবস্থা চালুর উদ্দেশ্য ছিল “এর মাধ্যমে এমন একদল শিক্ষিত জন-সমাজ গড়ে তোলা হবে, যারা চামড়ায় ভারতীয় আর চিন্তা-চেতনা ও ধ্যান ধারণা তথা মানসিকতাই হবে ইংরেজ। ফলে এই শিক্ষিত সমাজের কাঁধের উপর ভর করে ধর্মনিরপেক্ষতা এদেশের মানুষের জীবন ব্যবস্থায় প্রবেশ করল। আর পয়দা হতে লাগল সালমান রুশদি, তাসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, দাউদ হায়দার, সৈয়দ শামসুল হক, জাফর ইকবাল, মতিউর রহমান, আবেদ খান, ইমরান সরকার, আব্দুল গফ্ফার, শাহরিয়ার কবিরসহ হাজারো নাস্তিক, মুরতাদ; যাদের হাতে আল্লাহ, রাসুল, নবি, কুরআন, হাদিস, ধর্ম, ধর্মের বিভিন্ন কার্যাবলি, পীর-বুজুর্গ, আলেম, আহলে বাইত লাঞ্চিত ও অপদস্থ হচ্ছে। এরা এমন সব কাজ করছে যেগুলো শয়তানও করেনি। আসলে আওয়ামী লীগে নাস্তিক-মুরতাদ, কমিউনিস্ট, চোর-ডাকাত, বদমাইশ, অভদ্র, বে-আদব, চিটিং-বাটপার, মুনাফিক, কাদিয়ানি, বিধর্মী সবাই একত্রিত হয়েছে। তা না হলে আল্লাহর-রাসুল(সঃ) কে গালি দানকারি রাজিবের বাসয় গিয়ে তাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহিদ উপাধি কেমনে দেয় ? আর যারা আল্লাহর রাসুলের সম্মান রক্ষার্থে সমাবেশ করে তাদেরকে নির্বিচারে হত্যা করে কেমনে ? নেত্রী বলে, আমাদের মা দুর্গা হাতিতে চড়ে এসেছে বলেই এ বছর ফলন ভাল হয়েছে।মূলত আওয়ামি লীগ যারা করে তাদের সবার মনের অবস্থা লতিফ ছিদ্দিকের মত। তবে কেউ প্রকাশ করে আর কেউ করে না। কারণ ধর্ম নিয়ে রাজনীতি করতে হবে। তাই মসজিদ-মন্দির, কাবা-গয়া, রহিম-রাম, গরুদান-পাঠাদান, সমানতালে চালিয়ে যেতে হবে; যাতে দাদাবাবুরা খুশি হয় আর মুসলমানরাও বেজার না হয়। আমার দাবি হল তাকে শুধু পদচ্যুত নয় হয় তওবা করে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করাতে হবে অন্যথায় তাকে ফাঁসি দিতে হবে। এটাই তার প্রাপ্য পুরস্কার।

বিষয়: রাজনীতি

১১৪০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270599
০১ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৫
প্রবাসী মজুমদার লিখেছেন : কোথায় আকাশের চাদ আর কোথায় হাসিনার মার খেরের পারা। হিছামার তার কপালে যে কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করে। এ সরকারের পোষ্য সব মন্ত্রীগুলোই যেন এক একটা ইসলাম বিরোধীদের দালাল। ছি।
270626
০১ অক্টোবর ২০১৪ রাত ১০:২১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
270636
০১ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৮
সত্যলিখন লিখেছেন :

270641
০১ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৮
শিশির ভেজা ভোর লিখেছেন : জাজাকাল্লা Rose Rose Rose Rose
270654
০১ অক্টোবর ২০১৪ রাত ১১:২৪
ফেরারী মন লিখেছেন : ভালো বিশ্লেষণ। অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File