যা বলবেন না – (১)

লিখেছেন লিখেছেন বঙ্গবীর ২১ আগস্ট, ২০১৪, ০৭:৪৭:১৫ সন্ধ্যা

লাকি সেভেন, আনলকি থার্টিন। আমরা অনেকেই না বুঝে এই শব্দসমূহ বলে থাকি।কিন্তু আমরা চিন্তা করি না এর ফলে আমাদের কি ক্ষতি হচ্ছে?ইংরেজদের তথ্য সন্ত্রাসের মধ্যে এটিও একটি।ইংরেজি বর্ণমালায় G বর্ণটি যিশুর নামের প্রথম অক্ষর।আর এটি ক্রমিকে সাত নম্বরে।তাই একে লাকি (বরকতপূর্ণ/সৌভাগ্যের প্রতীক) সেভেন বলা হয়। পক্ষান্তরে M বর্ণটি মুহাম্মদ (সঃ) নামের প্রথম বর্ণ এবং এটি ক্রমিকে তের নম্বরে। তাই ইংরেজরা মুহাম্মদ (সঃ) কে কটাক্ষ করে M কে আনলাকি (দুর্ভাগ্য/হতভাগ্যের) প্রতীক হিসেবে চিহ্নিত করে। এই জন্য এরা বলে লাকি সেভেন, আনলাকি থার্টিন।আমরা ও এগুলো না জেনে বলি।কিন্তু জানি না মনের অজান্তে আমাদের নবিকে অপমানিত করছি। তাই বিনীত অনুরোধ কোন মুলসলমান এই শব্দদুটি বলবেন না।

বিষয়: বিবিধ

১২৪৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256841
২১ আগস্ট ২০১৪ রাত ০৮:০৮
তিমির মুস্তাফা লিখেছেন : Jesus doesn't start with G!
256844
২১ আগস্ট ২০১৪ রাত ০৮:১৭
আজিম বিন মামুন লিখেছেন : ধন্যবাদ,শিক্ষামূলক পোষ্ট পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।
256867
২১ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৯
বাজলবী লিখেছেন : jesus
256903
২১ আগস্ট ২০১৪ রাত ১১:৩১
একপশলা বৃষ্টি লিখেছেন : ধন্যবাদ। একটি শিক্ষণীয় পোস্ট।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File