খোলা চিঠি..............

লিখেছেন লিখেছেন রেড সিগনাল ১৩ জুলাই, ২০১৪, ১১:৪৪:৩৯ সকাল



মাননীয় প্রেসিডেন্ট ওবামা

ইসরাইলের নৃশংস হত্যাযজ্ঞের শিকার

শত শত শিশুর লাশের স্তূপের ভেতর

নিজের দুই কন্যার মুখ একটি বার

কল্পনা করুন তো..কি? পারছেন

কল্পনা করতে? জানি,কখনো পারবেন

না। অথচ এই নিরপরাধ শিশুদের লাশ

তাদের মা বাবার মনের কোন

কল্পনা নয়। তারা যা দেখছে তা চরম

বাস্তব। ইসরাইলের

ছোঁড়া প্রত্যেকটা বোমা,

প্রত্যেকটা বুলেটের

যোগানদাতা আপনি।

আপনি খুনি

হ্যাঁ,, আপনি

স্টপ ইট নাও মুসলিম হিসেবে না

একজন বিবেকবান মানুষ

হিসেবে গাজার মানুষের

পাশে দাঁড়ান ।

বিষয়: বিবিধ

১৩১৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244331
১৩ জুলাই ২০১৪ দুপুর ০১:৪২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
244336
১৩ জুলাই ২০১৪ দুপুর ০১:৪৫
রেড সিগনাল লিখেছেন : ধন্যবাদ সুশিল ভাই।
244340
১৩ জুলাই ২০১৪ দুপুর ০২:৫৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : কাকে কি বলছেন। ওরা কি এসব শুনবে?
244344
১৩ জুলাই ২০১৪ দুপুর ০৩:০৬
পুস্পিতা লিখেছেন : ওবামা শুনবে না কিছু। তার শোনার প্রয়োজনই বা কি? কিন্তু সৌদি বাদশা, ইজিপ্টের নব্য ফেরাউন সিসি, বাংলাদেশের হাসিনা ওরা কেন কিছু শুনছে না, দেখছে না?!
244352
১৩ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৯
রেড সিগনাল লিখেছেন : আমি জানি ওরা কেউ শুনছেনা। তারপরও মন মানেনা কি করব@মেঘ ভাঙ্গা রোদ
244353
১৩ জুলাই ২০১৪ দুপুর ০৩:৩২
রেড সিগনাল লিখেছেন : ওরা তো বিশ্ব মুরতাদ। মুখোশের আড়ালে সুবিধাবাদী ভন্ড মুসলমান।ওরা গননার বািহরে @ পুষ্পিতা আপু।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File