ভালবাসা মানুষকে একা করে দেই..................

লিখেছেন লিখেছেন রেড সিগনাল ২৪ জুন, ২০১৪, ১১:৪১:১৮ সকাল

মাঝে মধ্যে দু' একটা মিথ্যে বলতে হয়। স্বার্থপরের মত শুধু নিজেরটা ভাবলে হয়না।আসলে আমরা মনে হয় একজন আরেকজনের জন্য। তা না হলে এত ঝগড়ান মনকষাকষি, একজন আরেকজনকে কষ্ট দেয়া সত্ত্বেও আমি কেন ওকে এত ভালবাসি? ও আমাকে অনেক ভালবাসে সেটা আমি বুঝতে পারি। কিন্তু আমি ওকে কতটা ভালবাসি তা একমাত্র শুধু আমি আর আমার আল্লাহ জানে। কিন্তু দূর্ভাগ্য আমার আমি ওকে আমার ভালবাসার কথা বুঝাতে পারিনা। জানিনা ও বুঝতে পারে কিনা। কারণ মাঝে মাঝে আমি ওর সাথে এমন আচরণ করি যে ও ভেবে নেয় আমি ওকে একটুও ভালবাসিনা।তখন নিজেকে খুব একা মনে হয়। খুব কষ্ট লাগে যে এই ভেবে, ও শুধু আমার রাগটাই দেখল, আমার ভালবাসা না........................

বিষয়: বিবিধ

১৪৬৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243816
১১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
আফরা লিখেছেন : বেশী পিরিতির বেশী জ্বালা .......।
243883
১১ জুলাই ২০১৪ রাত ১১:০৯
রেড সিগনাল লিখেছেন : এখন তাই মনে হচ্ছে @আফরা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File