জীবন কেন এমন হয়
লিখেছেন লিখেছেন রেড সিগনাল ২২ জুন, ২০১৪, ১০:৪০:১১ রাত
মাঝে মাঝে ভাবি জীবন এত বিচিত্র কেন।আজব জীবন।ভাবতেই অবাক লাগে। জীবনে এত দুঃখ,কষ্ট, বেদনা কেন?মাঝে মাঝে মনে হয় জীবনটাকে শেষ করে ফেলি।আবার চিন্তা করি এ আমি কি করছি।কেন আমি আমার জীবনটাকে শেষ করব।এটাতো সৃষ্টিকর্তার দেওয়া একটা অপূর্ব উপহার।তখন নিজে নিজেকে সান্তনা দেই এই বলে যে, জীবনে কষ্ট না থাকলে কখনো সুখ কে অনুভব করা যেতনা।মানুষের জীবনে সুখ দুঃখ ওতপ্রোতভাবে জড়িত্। আসলে এই কথা গুলো অনেক কষ্ট পেয়ে লিখেছি।যেকোন একটা কিছুকে নিজের জীবনের সাথে আপন করতে আপ্রান চেষ্টা করেছি। কিন্তু পারিনি সফল হতে।জানিনা নিজের চাওয়াতে কোন ভুল ছিল কিনা।তারপরও হাল ছাড়ি নাই। সৃষ্টিকর্তার কাছে এখনও চেয়ে যাচ্ছি। জানিনা জীবনে তা পাব কিনা।তারপরও আশায় আছি যে একদিন পাব। সুসময়ে না হোক দুঃসসময়ে পাব। তাই শুধু স্বপ্ন দেখে যায়। কারণ স্বপ্ন দেখতে মানা নাই।........................
বিষয়: বিবিধ
১১৪৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন