কবির ভাষায় ওরা পথের ফুল। সাহিত্যিকের ভাষায় ওরা স্বপ্নের ইন্দ্রজাল।

লিখেছেন লিখেছেন সাইলেন্ট কিলার ২৬ জুন, ২০১৪, ১১:১৯:৪১ সকাল





কবির ভাষায় ওরা পথের ফুল। সাহিত্যিকের ভাষায় ওরা স্বপ্নের ইন্দ্রজাল।

সাধারন মানুষের কাছে ওরা টোকাই।

উচ্চ সমাজের মানুষের কাছে ওরা নিকৃষ্ট প্রানি।

গড ফাদার, মাফিয়ার কাছে ওরা এক একটা ব্যাবসায়িক উপাদান। ওদের কে ব্যাবহার করে লাখ লাখ টাকা আয় করে সন্ত্রাসি নামক কিছু রাস্তার কুকুর। ঐ সকল গড ফাদার বসবাস করে কোটি টাকা দামের এসি ফ্ল্যাটে। আর যাদের কারনে সে আজ কোটি টাকার মালিক তারা ঘুমায় কোনও এক রেলষ্টিশন এর ফুটপাতে। তাদের মাথার উপর হইতো এসি নেই, কিন্তু আছে বিশাল নীল আকাশ, তাই তারা উদার হতে জানে, যা আমরা জানি না। তাদের বিছানা বিশাল তেপান্তরের মাঠের মত সবুজ ঘাসে আঁকা চির অম্লান এই বাংলার মাটি। তাই তারা দেশ কে ভালবাসতে জানে অকৃত্রিম ভাবে, যা আমরা পারি না।

তাদের চোখের দিকে তাকিয়ে দেখ কোটি টাকার স্বপ্ন নেই,

সে দু’চোখে আছে একটা নিরব আকুতি,

ভাবলে ভাবতে পারো এই তাদের মিনতি.........

তারা কোটি টাকার দামের ফ্ল্যাট চায় না, চায় একটা ভাঙ্গা কুড়ে ঘর।

তারা কে.এফ.সি, ( KFC ) সোনার গাঁও কিংবা শেরাটন এর দামি খাবার খেতে চায় না।

সে সকল হোটেলে আমরা যে সকল খাবার নষ্ট করি তার দাম দিয়ে তারা দু’মুটো ডাল-ভাত খেতে চায়।

তাদের চোঁখে স্বপ্ন অনেক, কিন্তু সাধ্য নেই।

তারাও চায় আমাদের মত পড়ালিখা করে বড় হতে............

কিন্তু তাদের কি এই স্বপ্ন দেখা মানায় যাদের দশ টাকা দামের একটা আদর্শ লিফি বই কিনার সাধ্য নেই.......?

বিষয়: বিবিধ

১৪৪১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239044
২৬ জুন ২০১৪ সকাল ১১:৪৪
প্রবাসী আশরাফ লিখেছেন : ওদের দিকে দেখার কেউ নাই। সরকার তো নিজের ভুড়ী ভোজনেই দিনাতিপাত করে তাদের দিকে নজর দেবার সময় নাই। অথচ রাষ্ট্র চাইলেই তাদের পূর্নবাসন করতে পারে। শুধু রাষ্ট্রের উপর ভর করে না থেকে যদি সচ্ছল ব্যাক্তিবর্গ তার এগিয়ে আসতো তবেও কিছুটা সহায় হতো এদের।
239056
২৬ জুন ২০১৪ দুপুর ১২:২১
হতভাগা লিখেছেন : কাকার আমলে এদের জন্য স্কুল খুলেছিল ।

কাকা এদেরকে ''পথকলি'' নামে ভূষিত করেছিলেন ।
২৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
185616
সাইলেন্ট কিলার লিখেছেন : ভালো না ভালোটো ..। তো আপনি কি কোরছেন, আর তাদের কি নামে ভূষিত করবেন ..... phbbbbt Winking)
২৬ জুন ২০১৪ রাত ০৮:৩৭
185641
হতভাগা লিখেছেন : আমি বা আপনার কারও কিছু করার নেই । এদের জন্য করবে সরকার ।

এদের জন্য করতে গেলে বেশ কিছু অনাকাঙ্খিত ঝামেলা এসে হাজির হবে যা আগের স্বতষ্ফুর্ততাতে একেবারে জল ঢেলে তো দেবেই উল্টো উটকো ঝামেলাও পোহাতে হতে পারে ।

এদের জন্য সবারই কোন না কোন সময়ে সিমপ্যাথী গ্রো করে । কিন্তু ঐ পর্যন্তই , কারণ পরের সিকুয়েন্স এর জন্যই কেউ আর বেশী চিন্তা করে না ।

এদেরকে টোকাই ডাকতে চাই , এটা এদের সাথে যায়ও ভাল ।

ছোট একটা প্রেডিকশন আছে যদিও সবার জন্য এপ্লিকেবল নাও হতে পারে - এরা বড় হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ে , যা এদের প্রতি কারও মমত্ব প্রকাশ্যে আনতে বাধা দেয় ।
239067
২৬ জুন ২০১৪ দুপুর ১২:৫৩
চিরবিদ্রোহী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
185620
সাইলেন্ট কিলার লিখেছেন : ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে "০০০০০০০০০"
239084
২৬ জুন ২০১৪ দুপুর ০২:১৭
আমি মুসাফির লিখেছেন :


এদেরকে কি নামে ডাকা হবে ?


239168
২৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
জোনাকি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File