ফরমালিন
লিখেছেন লিখেছেন সাইলেন্ট কিলার ২০ জুন, ২০১৪, ০৯:২৪:০১ রাত
বাজারে গেলাম মুরগী কিনতে , মুরগীর হাড়ে, মাংসে ক্রোমিয়াম ,
মাছ কিনতে গেলাম , ফরমালিনের বালতিতে চুবাইয়া ভিজাইয়া রাখছে ।
সবজি ফরমালিন যুক্ত । আপেল , মাল্টা , আঙ্গুর , নাসপাতি , আম , জাম , সব
কিছুতে ফরমালিন । এমনকি তৈরি খাবার রসমালাই , মিষ্টি এগুলোতেও নাকি
ফরমালিন , প্যাকেট জাতিয় খাবার জুস তাও ভেজাল । শিশু খাদ্য দুধ,
তাও ভেজাল. #লে_হালুয়া_মুড়ি_খা । তাও সোডা যুক্ত এই সব
দেখার জন্য নাকি
ভ্রাম্যমাণ আদালত আছে ...... তাদের খুঁজিয়া পাওয়া যায় "না" নগরীর
চিপা-চাপায় অলিতে- গলিতে ।
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
একটা ব্যাপার খুব মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন ,
আপনে হুট করে মরে গেলে কারো কোন আপত্তি নাই , ক্ষতিও নাই ।
কিন্তু আপনে এই সব কারনে ৫৫ বছরের মাথায় ক্যান্সারে আক্রাত
হয়ে ৬০ বছরের মাথায় মারা গেলেন । কিন্তু এই পাঁচ বছরে চিকিৎসা জনিত
কারনে আপনে আপনার জমি-জামা , টাকা পয়সা সব খুইয়ে ,
বাকি সব মানুষ গুলোকে বিপদে ফেলে গেলেন ।
হে আল্লাহ তুমি আমাকে হুট করে একটা স্বাভাবিক মৃত্যু দিও ।
আমি আমার পরিবার কে বিপদে ফেলতে চাই না ,
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
দুইটা কথাঃ-
১/ খাদ্য যারা ভেজাল মেশায় তাদের তিন থেকে পাঁচ বছরের জেল সাথে ২০ লাখ
করে জরিমানা করেন ।
২/ যেই সব ম্যাজিস্ট্রেট এই সব তদারকি করে তাদের স্পেশাল পাওয়ার দেন ।
পা** চামড়া যেন ফাটাইয়া ডুগডুগি বাজাইতে পারে ।
আর ভালো লাগে না ।
আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম জনাব হিটলার সাহেব ??
বিষয়: বিবিধ
৮৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন