প্রাইভেট ইনভেষ্টিগেটর (ডিটেকটিভ)

লিখেছেন লিখেছেন প্রাইভেট ডিটেকটিভ ০৮ জুলাই, ২০১৪, ০২:১৫:২০ দুপুর

অপরাধ অনুসন্ধান প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে

বাংলাদেশী একটি প্রাইভেট ইনভেষ্টিগেটর (ডিটেকটিভ) এজেন্সি।

বাংলাদেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি চালানো খুবই কঠিন বিষয়। তারপরও আমরা কাজ চালিয়ে যাচ্ছি গুটি কয়েক প্রশিক্ষন-প্রাপ্ত প্রাইভেট ইনভেষ্টিগেটরের প্রচেষ্টায়।



আমরা জনগনের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি বটে;

কিন্তু সন্তোষজনক সেবা দিতে পারছি না প্রয়োজনীয় দক্ষ লোক না থাকার কারনে। হাতে প্রচুর কাজ জমা হয়ে আছে,

ঢাকার ভিতরের কাজগুলো আমরা সফলতার সাথে করতে পারলেও ঢাকার বাইরের কাজগুলো করতে বেশ বেগ পেতে হচ্ছে। অনলাইনে আমাদের এ্যাড দেখে

অনেকেই আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন

এবং আপনাদের সিভি পাঠিয়েছেন বটে,

কিন্তু আপনারা সবাই প্রাইভেট ডিটেকটিভ হিসেবে নিজেকে

পরিচিত করার জন্যই আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এই বিষয়টি আপনাদের সিভি দেখেই আমরা বুঝতে পেরেছি।

আপনাদের মনে রাখতে হবে প্রাইভেট ইনভেষ্টিগেশনের কাজ করতে হলে শুধু মাত্র ডিটেকটিভ মুভি, শার্লক-হোমস্ অথবা ফেলুদার ভক্ত হলেই হবে না;

বাস্তবে এই কাজগুলো বেশ কঠিন।

আপনাকে একই সাথে প্রখর বুদ্ধিসম্পন্ন, শক্তিশালী, উপস্থিত বুদ্ধিসম্পন্ন, জ্ঞানী হতে হবে।

অপরাধ বিজ্ঞান,পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান,

সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞানসহ
আরো বিভিন্ন বিষয়ের জ্ঞানও রাখতে হবে।

বাংলাদেশের প্রচলিত আইন সম্পর্কে কিছুটা ধারনা থাকতে হবে।

অাপনারা যারা নতুন তারা যেহেতু উচ্চমাত্রার গোয়েন্দা হওয়ার চেষ্টা করছেন না সেহেতু এগুলোর কোন কোন বিষয়ে হালকা

পাতলা ধারণা থাকলেই হবে।

তবে বেশ কিছু গুনাবলী আপনার থাকা জরুরী আর তা হচ্ছে:

সন্দেহপ্রবণতা, জানার আগ্রহ, অধ্যবসায়,পর্যবেক্ষন যোগ্যতা,

প্রখর স্মৃতিশক্তি, পরিচয় আত্মগোপন করা, ভালো ব্যবহার,

শোনার দক্ষতা, বডি ল্যাংগুয়েজ বোঝার ক্ষমতা.
.. ইত্যাদি।

এছাড়াও সব ধরনের পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার যোগ্যতা থাকাও জরুরী।

উপরের সবগুলো গুণের সাথে আরেকটি গুণ যেটি না থাকলেই নয় ! সেটি হচ্ছে নিজের উপর প্রবল বিশ্বাস ও আস্থা, আত্মবিশ্বাস না থাকলে কোন কাজেই সফলতা পাওয়া সম্ভব না। সফল হতে হলে অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখতে হবে। বাকি কাজের র্নিদেশনা আমরাই দেবো।

আাশা করি এখন আপনার যারা আমাদের কাছে সিভি পাঠাচ্ছেন তারা বুঝতে পারছেন আমরা কি ধরনের লোক চাচ্ছি। আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন তাহলে আমাদের ই-মেইল: ঠিকানায় আপনার বিস্তারিত পাঠিয়ে দিন।

আপনাকে মনে রাখতে হবে এটা আপনার পার্ট-টাইম জব।

আপনি মাসিক কোন বেতন পাবেন না,

আপনার কাজের ধরনের উপর আপনাকে সন্মানী দেওয়া হবে।

এই কাজের জন্য অবশ্য আপনার নিজেস্ব মোটর সাইকেল, ল্যপটপ ও ছোট সাইজের হেন্ডিক্যাম থাকা জরুরী।

প্রয়োজনে আমাদের ফেসবুক পেজে: http://www.facebook.com/AAPLC

অথবা ওয়েব-সাইট: http://WWW.AAPLC.INFO তে

যোগাযোগ করুন।

ধন্যবাদ

অপরাধ অনুসন্ধান প্রাইভেট লিমিটেড

প্রাইভেট ইনভেস্টিগেটর(গোয়েন্দা) এজেন্সি

রেজিষ্টেশন নং: সি-১১২৮৯৫

ঢাকা- বাংলাদেশ

Web: http://WWW.AAPLC.INFO

E-mail:



বিষয়: বিবিধ

১৪১১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242855
০৮ জুলাই ২০১৪ দুপুর ০২:২৫
242873
০৮ জুলাই ২০১৪ দুপুর ০৩:১২
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : এগিয়ে চলুন Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File