হে রহমতের মেহমান ।
লিখেছেন লিখেছেন বাংলার ডানপন্থী ০২ জুলাই, ২০১৪, ০৩:৩৪:১২ দুপুর
আজিকে ধরণী হয়েছে ধন্য,
তোমার আগমনে ।
বিশ্ব-মুসলিম উঠিল মেতে,
তোমায় সম্ভাষণে ।।
চারিদিকে আজ পুলকিত মুখ,
করিল তোমায় বরণ ।
নব্যরূপে সাজিয়া নিখিল,
গড়িল রূপের তোরণ ।।
রহমত সুধায় মগ্ন আজি,
বিশ্বের মুসলমান।
পাপ কালিমা মোছনকরে,
পাইবে যে আহছান।।
আজিকে সকল গরীব দুঃখীর,
নেইকো কোন অভাব ।
রহমত বরকত এসেছে ধরায়,
পড়িল তারই প্রভাব ।।
আমির ফকির হচ্ছে শামিল,
একই কাতারে আজ ।
নেইকো তফাৎ মস্তকে সব,
একই নূরের তাজ ।।
দস্তরখানায় ইফতারীতে,
গরীব-ধনীর মেলা ।
ভূখা নাঙ্গা হইছে শামিল,
নেইকো অবহেলা ।।
উদর ভরি করিছে ভোজন,
মিসকীন হাতেম আলী ।
আপন গৃহে ফিরছে আজি
হস্ত নয়তো খালি ।।
মাসটি শেষে ফিরবে আবার,
দুঃখের দৈন্যদশা!
বারটি মাস, রোজা যদি হত,
এই হাতেমের আশা ।।
রমাজান এসেছে শুধাতে আবার,
ইসলাম মানেই শান্তি ।
তারই শিক্ষা দিচ্ছে ধরায়,
শুধরাতে সব ভ্রান্তি।।
বিষয়: বিবিধ
১০৮২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন