সমাজকল্যাণমন্ত্রী নাকি অসমাজকল্যাণমন্ত্রী

লিখেছেন লিখেছেন সাহসী বালক ১০ আগস্ট, ২০১৪, ১১:২৮:৫৭ সকাল

গতকাল সিলেটে আদিবাসীদের এক অনুষ্ঠানের আলোচনা সভায় মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর বক্তৃতা শুনে আমি হতবাক।মন্ত্রী বলেন,‘ সাংবাদিকদের ঠিক করতে নীতিমালা হয়েছে। ওই দিন

কেবিনেট মিটিংয়ে আমি থাকলে সাংবাদিকদের ...

(অশালীন শব্দ) দিয়ে বাঁশ ঢুকাতাম।সাংবাদিকদের এখন এমনভাবে ঠিক করা হবে যাতে নিজের স্ত্রীকে পাশে নিয়েও শান্তিতে ঘুমাতে পারবে না।এখানে আমার ছোট একটা প্রশ্ন মহিলা সাংবাদিকরা তাদের স্বামীর সাথে কি ঘুমাতে পারবে? তিনি তা বলে ক্লান্ত হয় নি আরও বলেন

সাংবাদিকরা বদমাইশ, চরিত্রহীন,লম্পট,খবিশ ও চরিত্রহীন।এখন আমার প্রশ্ন উনার মেয়ে একটা সাংবাদিক। তার মানে এই হল উনি 'খবিশ' ও 'চরিত্রহীন' দের বাপ।তিনি তার বক্তৃতায় আরেকটা কথা জোর দিয়ে বলেন ‘আমার নেত্রী শেখ হাসিনা আমাকে ডেকে বলেছেন,হাসানুল হক ইনু ১৪ দলের নেতা, আর

তুমি আওয়ামী লীগের তৃণমূল নেতা। সাংবাদিকরা যা ইচ্ছে লিখুক, তাতে কিছু যায়-আসে না।তুমি চালিয়ে যাও।’ তাহলে কি খুটির জোর টা ঐখানে?

এই মন্ত্রী প্রায় বেফাস কথা বলেন,যার প্রমাণ টাঙ্গাইলের যৌনপল্লি উচ্ছেদের বিরোধিতাকারীদের নিয়ে কটূক্তি।

ভাবতে অবাক লাগে এ রকম ব্যাক্তি আমাদের রাষ্টের সমাজের কল্যাণ কাজের প্রধান শক্তি, ছি!

মন্ত্রীমহোদয় ছি!

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252811
১০ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৩
কাহাফ লিখেছেন : এদের কাছ থেকে এর চেয়ে ভাল আশা করাই বোকামি...........।
252813
১০ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৫
হতভাগা লিখেছেন : বাংলাদেশের এখনকার ম্যাক্সিমাম সাংবাদিকদের চারিত্রিক বৈশিষ্ট্যই হচ্ছে মন্ত্রী মহসিন যা বলেছেন তাই ।

উনাকে তার এই অপ্রিয় সত্য কথা বলার জন্য এবং সাংবাদিকদের সর্বোচ্চ সন্মান দিয়ে কথা বলার জন্য আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ।


252832
১০ আগস্ট ২০১৪ দুপুর ০১:১২
মোস্তাফিজুর রহমান লিখেছেন : অধিকাংশ সাংবাদিকই তেমন যেমনটা বলেছে, কিন্তু অশ্লিল শব্দ চয়ন না করে সাংবাদিকদের সংশোধন করার পরিবর্তে বিড়ি মন্ত্রী নিজের চরিত্রই প্রকাশ করল।
252844
১০ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪১
কাজি সাকিব লিখেছেন : মোস্তাফিজুর রহমান লিখেছেন : অধিকাংশ সাংবাদিকই তেমন যেমনটা বলেছে, কিন্তু অশ্লিল শব্দ চয়ন না করে সাংবাদিকদের সংশোধন করার পরিবর্তে বিড়ি মন্ত্রী নিজের চরিত্রই প্রকাশ করল।
252848
১০ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৬
মুক্ত বাক্য লিখেছেন : আসলেই উনি অসমাজকল্যাণ মন্ত্রী....
252850
১০ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৭
বুড়া মিয়া লিখেছেন : সব সাংবাদিক খারাপ তা বলি না, তবে অনেক সাংবাদিক খারাপ এটা সত্য এবং তাদের কান্ডজ্ঞান নেই একদম-ই, যদিও অনেক বয়স তাদের! সাংবাদিক তারা এ পরিচয়ে তাদের ব্যবসা করা উচিৎ না, আর মন্ত্রী যে বাজে বলেছেন, সেটা - ঐ বয়সের লোককে বলা মানায় না!
252894
১০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতভাগা যা বললেন তাও এড়িয়ে যাওয়া মুশকিল!


আমি বলব তিনি একজন কুশিক্ষিত মন্ত্রী।

১০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০২
197063
আহ জীবন লিখেছেন : আপনে একা কেন? আপনারা তো দুইজন। কেডা আওয়াজ দিলেন ছ্যারা না ছেরি?
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১০ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৮
197093
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মন্তব্যের জবাব অন্য গুলো দেয়া দরকার..... হ্যাপায়া বইসা গেলেন কেন? আমি আব্দুর রহিম
252972
১০ আগস্ট ২০১৪ রাত ০৮:১৭
শেখের পোলা লিখেছেন : বাঁশ ঝাড় সমাজ নোংরা করে৷ তাই মনতিরি প্রথমেই তা পরিষ্কার করে যথাস্থানে দিতে ঘোষনা দিয়েছেন৷ আর কি আশা করেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File