শীতের সময় দান হিসেবে শুধু কম্বল- কেন... ?
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৬ ডিসেম্বর, ২০১৬, ০৬:৫৮:৫২ সন্ধ্যা
এই আমি দিনাজপুর/ রংপুর/ ঠাকুরগাঁ / পঞ্চগড় / কুড়িগ্রাম এর শীতের কথা শুধু জানি না, এখানে থেকেছি, আছি! আমি জানি কি অসহ্য শীত এখানে সইতে হয় ছিন্নমূলদের কি অসহায় অবস্থায় কাটায় কিছু মানুষ... কুঁকড়ে কিভাবে শুয়ে থাকে ষ্টেশনে , কিভাবে কেউ কেউ কাগজ পুড়িয়ে আগুন জ্বালিয়ে সারারাত কাটায় কিভাবে দিনের বেলা তারা শীতে কাতর হয়ে কাটায়!
শীতের দান হিসেবে সবাই শুধু কম্বল ই বেছে নেয়, তাও আবার কেউ কেউ ২০০/৩০০ টাকার পাতলা কম্বল! যা আমরা বিছানায় বিছিয়ে রাখি ! শীতের দান হিসেবে দুঃস্থদের জন্য কি শীত বস্ত্র বেছে নেয়া যায় না? কিনুন না কিছু সোয়েটার, চাদর/ মোজা/ কান টুপি/ মাঙ্কি টুপি/ টাইস... যা পরিধান করে সারাদিন কিছু মানুষ স্বস্তিতে কাটাতে পারবে! কিনে ফেলুন কিছু ঔষধ ! বিশেষ করে স্যালাইন সহ শীতের অসুখের কিছু ঔষধ ! এরপর দান করুন, দেখবেন এইসব জিনিস কত কাজে লাগে!
এছাড়াও দিতে পারেন আপনার ব্যবহৃত কিছু পুরনো কাপড় যা এখন ব্যবহার করছেন না!
ঢাকার মানুষদের টিপস দেই একটা- চলে যান গাউসিয়া কিংবা ম্যারাদিয়া হাটে ( বনশ্রীতে) ! খুব অল্প দামে এবং বেশ ভালো শীতের কাপড়/ কাথা/ লেপ সহ অনেক কিছুই পাবেন! শুধু আপনাকে একটু বেছে নিতে হবে ভালো জিনিসটা! এরপর এসে সেগুলো দান করুন শীতার্ত অঞ্চলে! দেখবেন ওই কম্বলের থেকে এসব জিনিস খুব কাজে দেবে তাদের! বিশেষ করে ম্যারাদিয়া হাটে অল্প দামে বেশ ভালো বস্ত্র কিনতে পারবেন!
আমি নিজে সেখানে গিয়েছি এবং অনেক কিছু কিনেছি শুধু খুঁজে নিতে হয় আর বেছে নিতে হয়! এছাড়াও আমাদের দিনাজপুরে কাচারী মার্কেট নামে একটা মার্কেট আছে যেখানে অল্প দামে শীত বস্ত্র বেশ ভালো পাওয়া যায় আমি সেখান থেকেও কিনি দান করতে এছাড়াও নিজের পুরনো কিছু কাপড় / শীত বস্ত্র ও প্রতি বছর দিয়ে থাকি শুধু কম্বলেই সীমাবদ্ধ থাকি না...!
*** আপনি ও ভেবে দেখতে পারেন... আইডিয়া কিন্তু মন্দ দেইনি...হু...
বিষয়: বিবিধ
১৫০৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন