নারীর স্তন্য আর যোনী নিয়া কত লেখা অথচ .....

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০২ অক্টোবর, ২০১৬, ০২:৫২:০২ দুপুর

নারীর অঙ্গ ছাড়া কিছু কবিদের কবিতা হয় না, নারীর অঙ্গ ছাড়া কিছু আঁকিয়ের ক্যানভাস রাঙ্গা হয় না,নারী ছাড়া কিছু পন্য চলে না,হয় না বিজ্ঞাপন!

অথচ এই নারীর অঙ্গেই রয়েছে কত না অসুখ... সেইসব নিয়ে লেখা হয় না!

নারীর স্তন্য আর যোনী নিয়া কত লেখা অথচ এই স্তন্য আর যোনী ক্যান্সারে কত নারী মরছে সেই সচেতনতা নিয়ে লেখা নেই!

লেখকেরা/ আঁকিয়েরা রসিয়ে রসিয়ে নারীর অঙ্গের বর্ণনা দেন,পাঠক/ দর্শক তা টুপ করে গিলে না, একদম চিবিয়ে চিবিয়ে রসিয়ে খায় অথচ এই নারীর সেইসব অঙ্গে যে কত না অসুখ বাঁধে বাসা তার সচেতনতা নিয়ে কেউ লিখে না !

এমন কি যে স্বামী স্ত্রীর স্তন্যে আর যোনীতে পৃথিবীর সর্বচ্চ সুখ খুঁজে পায় সেই স্বামী স্ত্রীর স্তন্যে কিংবা যোনীতে ক্যান্সার বা অন্য কোন অসুখ হলে দূরে ঠেলে দেয় ( ৯৯%) ! অথচ সেই সময়টাতে একজন স্বামীর বন্ধু হয়ে স্ত্রীর পাশে থাকা খুব জরুরী! বছরের পর বছর যে স্বামী স্ত্রীর স্তন্যে আর যোনীতে সুখাতাচ্চার ( সুখের অত্যাচার) চালায় ( অনেক স্বামী স্ত্রীর ইচ্ছে না থাকলেও তাকে বাধ্য করে কিংবা ধর্ষন করে - তাই বলা ) চালায় তারা বেশির ভাগ-ই কখনো জানতে চায় না... তোমার কোন প্রব্লেম বা কষ্ট হচ্ছে না তো?

যেটা বলতে চাচ্ছিলাম- নারীর এই বিশেষ অঙ্গ নিয়ে যেমন লেখালেখি বা আঁকা হয় বেশ তেমন তাদের এই বিশেষ অঙ্গের সমস্যাগুলো নিয়ে সচেতনতামূলক লেখা বা আঁকা ও আসা দরকার কারন ইদানিং নারীরা স্তন্য ক্যান্সার সহ যোনীতে বিভিন্ন রোগে ভুগছে বেশি!

বিষয়: বিবিধ

১৭৮৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378193
০২ অক্টোবর ২০১৬ দুপুর ০৩:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনার পোষ্টটের মুল বক্তব্যটি সম্পুর্ন সমর্থন করি। তবে একমত নই যে সব স্বামি স্ত্রীকে অসুখ হলে দুরে ঠেলে দেয়। বরং এমন ও দেখেছি সাময়িক ভাবে আহত স্বামীকে স্ত্রী ত্যাগ করে চলে গেছে।
378200
০২ অক্টোবর ২০১৬ বিকাল ০৪:২০
হতভাগা লিখেছেন : নারীর সৌন্দর্য্যের অর্ধেকেরও বেশী
এসবে । এদের দ্বারা সে পুরুষকে তার প্রতি আকৃষ্ট করে নিজের ফায়দা হাসিল করে ।

পুরুষের কাছে নারীর আরাধ্য হচ্ছে পুরুষের টাকা আর নারীর কাছে পুরুষের আরাধ্য হচ্ছে নারীর কায়া ও সৌন্দর্য্য । প্রত্যেকেই নিজেদের অস্ত্র যথেষ্ট যত্নের সাথে মোক্ষম ব্যবহার করে এবং এর পরিচর্যাও করে।

পুরুষের টাকা খতম হয়ে গেলে যেমন তার কদর পড়ে যায় তেমনি নারীর রুপ সৌন্দর্য্যে ভাটা পড়লে কেউ তার কাছে ঘেঁষতে আসে না।

তাই একজন আরেকজনের কাছ থেকে সুবিধা পেতে গেলে নিজ নিজ অস্ত্রের দেখভাল রাখতে হবে এবং নিয়মিত শান দিতে হবে।

( অনেক স্বামী স্ত্রীর ইচ্ছে না থাকলেও তাকে বাধ্য করে কিংবা ধর্ষন করে - তাই বলা )


০ স্বামীর এই শরিয়ত সন্মত চাওয়াকে আপনাদের মত আধুনিক মহিলারা ধর্ষনের কালার দেন ।

আপনারা যখন স্বামীকে তার আয়ের বাইরেও খরচ করান তার আপত্তি বা অনিচ্ছা সত্ত্বেও , সেটার কি কালার হতে পারে ?
378205
০২ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:২৪
আকবার১ লিখেছেন :
378208
০২ অক্টোবর ২০১৬ রাত ১১:২২
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার শিরোনাম দেখে পেট ভরে গেছে!!!!!! ভেতরে যাওয়ার সাহস হয়নি।
378209
০২ অক্টোবর ২০১৬ রাত ১১:২৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার শিরোনাম দেখে পেট ভরে গেছে!!!!!! ভেতরে যাওয়ার সাহস হয়নি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File