এ যুগের ছেলে/মেয়েরা কয়জনে...
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৫ আগস্ট, ২০১৬, ০২:৪৪:২৩ দুপুর
পড়াশুনার পাশাপাশি মক্তবে গিয়ে আরবী শিখেছে, কিংবা বাসায় কোরআন, নামায পড়া শিখে? এ যুগে বাচ্চার বয়স ৩ হতে না হতেই বিশাল সাইজের এক ব্যাগ নিয়ে গাদা গাদা বই নিয়ে কিন্ডার গার্টেন থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানো হয়! কিন্তু সেই ছোটকাল থেকেই যে তাকে আরবী পড়া শেখাতে হবে তা আর শেখায় না এ যুগের বাবা মা’রা!
অথচ আমাদের সময়ে আমরা সেই ভোরে উঠে মক্তবে গিয়েছি, আরবী পড়া শেষ করে বাসায় এসে খেয়ে দেয়ে স্কুলে গেছি, স্কুল থেকে ফিরে খেলাধুলা করেছি! বয়স বেড়েছে বাসায় মাস্টারনী দাদী রেখে কোরআন পড়া শেখানো হয়েছে আর তাই তো ক্লাস থ্রিতে বসেই কোরআন খতম করতে পেরেছি! সেই ছোটবেলা থেকেই নামায পড়ে আসছি!
আবার স্কুল করে বাসায় এসে ফ্রেশ হয়ে দৌড় দিয়েছি মাঠে এক্কা-দোক্কা, লুকোচুরি, দাঁড়িয়াবান্দা, গোল্লাছুট , ডাংগুলি , এলোন্টি-লন্ঠন, ব্যাডমিন্টন আরো কত খেলা খেলেছি! আর আজকালকার বাচ্চারা মুপাইল টিপে, কম্পিউটারে বসে গেমস খেলে , চার দেয়ালে বন্দী থাকে! বয়স বাড়লে এফবিতে আর গুগল এইতো আর কি!
আমরা পড়াশুনার পাশাপাশি, খেলাধুলা, কালচারাল প্রোগ্রাম সব কিছুতেই পার্টিসিপেট করেছি, একাধারে ভালো রেজাল্ট করেছি, বিতর্ক থেকে উপস্থাপনা, লেখালেখি,আবৃতি , গিটার বাজানো , শখের সাম্রাজ্য গড়ে তোলা সবকিছুই করেছি, বাবা- মা’র সহযোগিতা পেয়েছি!
কিন্তু এখনকার বাচ্চারা না এসব এ আগ্রহী না তাদের বাবা মা’রা তাদের সময় দিয়ে সবকিছুতে এক্সপার্ট করার চিন্তা করে? এখনকার বাচ্চারা যেন জন্ম এর পর থেকেই অই মুপাইল আর কম্পিউটারে অভ্যস্ত হয়ে যাচ্ছে!!
বিষয়: বিবিধ
১৪৯২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই চিত্র এখন সব ঘরেই। এরা একটু বড় হবার সাথে সাথে নামী স্কুলে ভর্তি হবার জন্য ভর্তিযুদ্ধে নেমে যাবে। আমি আমার বাসাতেই নীচ তলায় ছোট একটা ছেলেকে পড়াতাম, বাচ্চাটা সেই ভোর বেলায় উঠেই বাসায় টিচারের কাছে তারপর স্কুল, এরপর কোচিং, তারপর আবারো বাসায় রাত ১১ টা ১২টা পর্যন্ত টিচারের কাছে পড়ে। সন্তান এ প্লাস না পেলে ভাই-বোন, বান্ধবীদের কাছে সন্মান থাকবেনা তাই এ অবস্হা। তাই কোরান-হাদিস শেখার সময় কই? যাইহোক এসব বলে লাভ নেই। হতাশা প্রকাশ করে তো আর কিছু করতে পারবেননা। আপনার কথা যে বুঝবে সেও তা আমল করবেনা তাই নিজের হাতে যতটুকু সামর্থ্য আছে, আপনি সেটাই করুন। আপনার নিজের সন্তানকে যেন এমন সমস্যায় পরতে না হয়, সে দিকে নজর দিন।
মন্তব্য করতে লগইন করুন