পরপুরুষ আর পরনারীতে আসক্ত হয়ে তারা ...
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৪ আগস্ট, ২০১৬, ০২:৩৮:১৭ দুপুর
লুকোচুরি খেলে! কি আছে অই পরপুরুষ আর পরনারীতে যে নিজের স্বামী/ স্ত্রী/ সন্তান ফেলে , সাজানো সংসার ছেড়ে কেউ কেউ এক্কা-দোক্কা আর লুকোচুরি খেলতে এইসব পর দের সাথে নিজেদের যুক্ত করে?
মাঝে মাঝে ভাবি- কতটা ভালোবাসার অভাব, সেক্সুয়াল চাহিদার অভাব, দূরত্ব কিংবা কতটা কুড়কুড়ি ওঠে অইসব পুরুষ/ নারীর, যে তাদের নিজের সংসার, স্বামী / স্ত্রী/ সন্তান সব কিছুকে তুচ্ছ মনে হয়? তখন সেই পর’টাই আপন হয়?
নিজ চোখে দেখা এমন নারী/ পুরুষ বহুত দেখেছি!! কারো কারো ক্ষেত্রে প্রতিবাদ ও করেছি নিজ অবস্থান থেকে কিন্তু অইসব লুচুন আর লুচুনীদের তাতে কোন যায় আসে না!
আরে মরারা আপন ছেড়ে যেসব পরের গলায় ঝুলিস একদিন সেই পর - পরের থেকেও যে পর হবে না তার কি কোন নিশ্চয়তা আছে ? তবু তোরা ঝুলিস আবার একদিন সেই ঝুলুনী থেকেও ঝুল ঝুল কইরা পইড়া যাস!
পরিচিত এক সুন্দরী আপু, স্বামী/ স্ত্রী দুজনেই জব করে, ঘরে এক ছেলে এক মেয়ে, সেই আপুর সংসার ভাঙ্গার পথে কারন স্বামী পরকীয়ায় লিপ্ত! বাচ্চাদের মুখের দিকে চেয়ে আপু দাঁতে দাঁত চেপে সংসার টিকিয়ে রাখতে চাইছে কিন্তু অই লুচুন শয়তান এর সেদিকে হুশ নেই!
সত্যি বলতে কি, আমার কাছে মনে হয় এসব লুচুন আর লুচুনীদের রুচি আর মানসিকতায় প্রব আছে তা না হলে কেন এরা পর এর সাথে যুক্ত হয়!
বিষয়: বিবিধ
১৯৯৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রুচি আর মানসিকতার সমস্যা এখন বিশ্বজুড়ে ব্যাপৃত, এই নিয়ে কথা বলে কাজ নেই, বরং সুযোগ কমিয়ে দিতে হবে।
আমি শুধু একটা উপায়ের কথা বললাম, আরো নানান উপায় আছে, তা বের করে প্রয়োগ করতে হবে।
মন্তব্য করতে লগইন করুন