আমার কাছে মনে হয়... এবং সেহরীতে...
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৭ জুন, ২০১৬, ১১:১৫:২১ সকাল
আমার কাছে মনে হয় রোজা এলেই হোটেল রেস্তোরায় পর্দা প্রথার প্রচলনের দরকার নেই! কারন একজন রোজাদারের পরীক্ষা সেখানেই! সংগত বা অসংগত কারনে যারা রোজা রাখে না কিংবা দিনের বেলায় পানাহার করে তারা তাদের কাজ করছে আর যারা রোজা রাখে তাদের, তাদের কাজ করতে হবে! সারাদিন পানাহার বন্দ রেখে আল্লাহ্ তো এটাই পরীক্ষা নেন আমাদের!! তাহলে কে খাচ্ছে কে পান করছে তাতে আমার কি যাই আসে? বাড়িতেও তো আমাদের অনেকেই রোজা রাখতে পারেন না সংগত কারনে আমরা তাদের বলি না লুকোচুপি করে খেতে, তারা তাদের মত কাজ করছে , খাচ্ছে , আমরা আমাদের মত চলছি।। একবার ও মনে হয় না তাদের খাওয়া দেখে খেতে,আসলে যার যার ঈমান তার তার কাছে, পানাহার বন্দ রাখার পরীক্ষায় বান্দা তোমাকে নিজেকেই উত্তীর্ণ হতে হবে!! তার জন্য এই সেই বাহানা প্রযোজ্য নয়, কে খাচ্ছে, কে খাবারের ছবি আপলোড করেছে, কোথায় কোন হোটেলে পর্দা নেই এইসবে মত্ত না হয়ে নিজের পরীক্ষা নিজেই দাও সুন্দরভাবে
এবং সেহরীতে অনেকেই খোশ গল্পে মাতোয়ার হয়, খানাপিনার পরে! ফোনে/ স্কাইপে/ ইমো এই সেই এরপর তো ফেবু আছেই, কি খাইছো, কি করছো এই সেই!!!
আমি বলি কি-- এসময় টাতে কোরআন পড়েন খোশ গল্প বাদ দিয়ে , অনেকেই তো সারা বছর এক অক্ষর কোরআন পড়ে না, এই সেই অজুহাত দেয়, এই সময়টাতে কোরআন পড়ার দারুন একটা সুযোগ থাকে এরপর নামায পড়ে ঘুমান, দেখবেন মনে অনেক শান্তি পাচ্ছেন।
বিষয়: বিবিধ
১২১৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ সেহরীর পর ফযরের নামাজ পড়া মাত্রই তো ঘুমাতে চলে যাওয়া উচিত । না হলে সামনের ১৫-১৬ ঘন্টা মাথানষ্ট হবার সমূহ সম্ভাবনা থাকে।
যদি পরিক্ষার জন্যই বলেন তাহলে রোজার মাসে সানি লিওনি-কারিনা-ক্যাটরিন - মালাইকা , শাহরুখ - রণবীর কাপুর/সিং -অক্ষয় এদেরকেও বাংলাদেশে এনে Unleashed করে দেওয়া হোক । দেখা উচিত কার ঈমান কেমন ?
বা মার্কেটে মার্কেটে রোজার প্রথম দিন থেকেই ভারতীয় সিরিয়ালের পোশাক আনা হোক ও জুয়েলারীগুলোতে মেগা সেল লাগানো হোক - দেখা যাক কার ঈমান কেমন ?
ব্লগে রমজান নিয়ে একটা আয়োজন চলছে। অংশ নিতে পারেন আপনিও। আপনি আমার পছন্দের ব্লগারদের একজন। তাই অনুরোধটা কিন্তু অধিকারের জায়গা থেকেও।
প্লিজ, যদি সম্ভব হয়, আগামী কালকে একটা লেখা পোস্ট করুন রমজান নিয়ে।
জাযাকাল্লাহু খাইর।
জেনে ভালো লাগলো আমি আপনার প্রিয় ব্লগার! কিন্তু কথা দিতে পারলাম না ভাই! কারন আমার মামনী খুব সিক, এরপর রোজা, বাসার সব কাজ করতে হয়,আবার স্কুল, সব মিলিয়ে সময় একদম নেই বললেই চলে! যদি সময় করতে পারি চেষ্টা করবো... !
আর আমাদের জন্য দোয়া করবেন কিন্তু ...! ভালো থাকবেন!
আপনার সাথে একমত।
আপনার লিখায় (>>>>>) এই চিহ্ন গুলো থাকায় পুরো লিখাটি পর্দায় ভাসে। ধন্যবাদ
গ্যাঞ্জাম লাগানোর মওকা আর পেলেন না?
সারা দিনে মাথায় কাপড় নেই ,আজান শুনলেই মাথায় কাপড় উঠে আসে এটা আজানের সন্মানে হয় তেমনি রোজার মাসে হোটেলে পর্দা আসে সেটা রোজার সন্মান ।
যারা পর্দার আড়ালে খেতে পারে তারা পর্দা না দিয়ে ও খেতে পারবে এতে তাদের বিবেকে বাধবে না তবে অনন্ত এ সন্মানটুকু দিক এটা আমি চাই ।
অনেক দিন পরে কেমন আছেন আপু ।
হু দ্বিমত করবো না !! কিন্তু এই নিয়ে হাঙ্গামা করাটা ও ঠিক না! আমি রোজাদার! আমি আমার কাজ করে যাবো, কে খাচ্ছে, কোথায় কোন হোটেলে পর্দা নেই এসব ভাবলে কি আমার চলবে? আমি শুধু সেটাই বোঝাতে চেয়েছি!
হু আপু অনেকদিন পর! পারিবারিক ঝামেলা, জব/ মায়ের অসুস্থতা সব মিলিয়ে সময় দিতে পারছি না ব্লগে!! আপনি কেমন আছেন?
মন্তব্য করতে লগইন করুন