বাচ্চাদের করা বিব্রতকর প্রশ্নকে এড়িয়ে যাবেন না......।।
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:১২:৫২ দুপুর
কিংবা ধমক দিয়ে এমন কিছু বলবেন না যাতে তাদের সেই বিষয়ে আরো বেশি আগ্রহের সৃষ্টি হয়! এই যেমন ধরুন, টিভি দেখতে বসেছেন সে সময় স্যানোরার অ্যাড দেখালো আর আপনার বাচ্চা তার বাচ্চাসুলভ অভ্যাসে জিজ্ঞেস করলো- এটা কি? আপনি বিব্রত না হয়ে এবং বিব্রত হলেও সেটা তাকে বুঝতে না দিয়ে বলুন- বাবা/ মা, এটা বড়দের ন্যাপি! Nappy for adults! দেখবেন কিচ্ছা শেষ!
ধরুন বাচ্চার সাথে টিভি দেখছেন সে সময় পিলের অ্যাড চলে আসলো আর বাচ্চা জিজ্ঞেস করলো - এটা কিসের ঔষধ ? আপনি বিব্রত না হয়ে বা তাকে ধমক না দিয়ে বলুন বাবা/ মা, এটা ঘুমের ঔষধ বা জ্বরের ঔষধ!
এতে করে হবে কি, আপনি নিজেও বিব্রত হওয়া থেকে প্রশান্তি পাবেন এবং বাচ্চার আগ্রহ ও মিটে যাবে! কিন্তু প্রব হলো- অনেকেই সেটা করে না, তারা ধমকে- ধামকে বাচ্চাদের বলে- এত কিছু জানতে হবে না বা এড়িয়ে যায়, চ্যানেল পাল্টায়! একটা কথা কি We have to educate them and I know it's embarrassing
এরকম বিভিন্ন বিষয়ে বাচ্চাদের করা প্রশ্নগুলোকে ধমকে ধামকে চুপ করিয়ে দিয়ে কিংবা এড়িয়ে না গিয়ে কৌশলে এমনভাবে বলুন যাতে তারাও সন্তুষ্ট হয় আর প্রশ্ন করতে না পারে!
আমার স্পস্ট মনে আছে, আমি তখন নাইন এ, খালার বাসায় ছিলাম, রাতে টিভি দেখতে বসে হুট করে স্যানোরার অ্যাড শুরু হয়, আর পাশে থাকা ফাইভ পড়ুয়া কাজিন বলে ওঠে ওর মা’কে- আম্মু এটা কি? আমার খালা কোনরকম বিব্রত না হয়ে বলে - ওটা ঘর মোছার কাপড় বাবা! আমি বিব্রত হতে গিয়ে ভেতরে ভেতরে হেসে মরি! কিন্তু পরে বুঝি- খালা দারুন একটা কাজ করেছেন! সেই থ্রি পড়ুয়া ভাই এর আগ্রহ এবং তার বিব্রতকর প্রশ্নের উত্তর বেশ ভালো ভাবেই দিয়েছেন!
অনেকের বিব্রত হওয়া শুনে লিখলাম, আর একটা ব্যাপার যেহেতু আমাদের প্রয়োজনেই এই বিজ্ঞাপনগুলোর অ্যাড হয় এবং এটা আমাদের দেখতে হয় সো বিষয়টা সেভাবেই বাচ্চাদের সাথে ডিল করুন!
বিষয়: বিবিধ
১৪৩৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন