খাতার মলাট যখন ভারতীয় সিরিয়ালের ছবিতে ভরপুর... !!
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ৩১ আগস্ট, ২০১৫, ০৮:২১:২০ রাত
>তখন বিপথে কেন শিক্ষার্থীরা যাবে না...?
কালকের ইত্তেফাকের ৭ পৃষ্ঠায় ছবি সহ এই নিয়ে প্রতিবেদন দেখে ভেবেছিলাম আজ লিখবো...
তার আগেই স্কুলে গিয়ে দেখি আমার স্কুলের ছাত্রই এনেছে কিরণমালার কভারের খাতা... !
সেই খাতা নিয়ে বাচ্চারা হুড়োহুড়ি শুরু করেছিলো! কেউ কটকটির রোল,
কেউ সেনাপতি বিটকেল, কেউ “ মরে যাই, মরে যাই” এই ডায়লগে ব্যস্ত...
কেউ কিরণমালা ড্রেস কিনেছে এই গল্প...
এরপর তো সেই ছেলেকে সহ সবাইকে বলা হয়েছে
কেউ এধরনের কভারের খাতা নিয়ে স্কুলে আসতে পারবা না...
এ ব্যাপারে স্কুল সহ বাচ্চাদের বাবা-মা কেউ সচেতন হতে হবে, নইলে...
> এখন কথা হলো- এসব নিয়ে দেখার যে কেউ নেই তা জানি...
কিন্তু এভাবে শিক্ষার্থীদের বিপথে নিয়ে যাবার মানে কি...?
তাহলে তো কয়দিন পর বই এর মলাটে এইসব ছবি চলে যাবে!
আগে বাচ্চাদের খাতার কভারে ফুল/ ফল/পাখির ছবি থাকত
আর এখন শুধু ব্যাবসা বাণিজ্যের জন্য সবকিছুতেই যাচ্ছেতাই কাজ কারবার চলছে!
>> এইসব সিরিয়ালের নামে পোশাক এর কারনে কত দুর্ঘটনা ঘটলো, ঘটছে,
এবার কোমলমতি শিক্ষার্থীদের পড়াশুনার তেরোটা বাজাতে নতুন ফন্দি!!
>>> সত্যি দেশটার উন্নতি হচ্ছে বটে.........!
এতটাই উন্নতি যে প্রতি মুহূর্তে তব্দিত হচ্ছি......!
বিষয়: বিবিধ
১২৮৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন-
এ ব্যাপারে স্কুল সহ বাচ্চাদের বাবা-মা কেও সচেতন হতে হবে
কিন্তু স্কুল কিম্বা বাবা-মা যদি সেই পদের হন তবে??
মন্তব্য করতে লগইন করুন