বাড়ন্ত মেয়ে শিশুর পোশাকের দিকে খেয়াল রাখুন...
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৩ আগস্ট, ২০১৫, ০৩:১০:৩৯ দুপুর
>ইদানিং কিশোরী/ নারী ধর্ষিত হওয়ার সাথে সাথে শিশুরা ধর্ষিত এবং নির্যাতিত হচ্ছে! আমি কখনোই বলবো না ধর্ষণের কারনের জন্য পোশাক দায়ী! তার কারন যারা নিজেদের চোখকে সংযত রাখতে পারে না নিজের ঈমান ঠিক রাখতে পারে না, তারাই ধর্ষণের পেছনে নারীর পোশাক কে দায়ী করে! আবার এটাও অস্বীকার করবো না যে - কিছু নারীর অশালীন পোশাক সত্যিকার অর্থে লজ্জিত করে! কিন্তু তাই বলে পোশাক ধর্ষণ বা নির্যাতনের কারন হতে পারে না, এটার কারন কুরুচিপূর্ণ মনোভাব! যাক যে প্রসঙ্গে এসেছি সেটা হল-
> যেহেতু এখন কিশোরী+ নারীর সাথে সাথে শিশুরা নির্যাতিত হচ্ছে তাই সে সব শিশুর বাড়ন্ত শরীরের দিকে খেয়াল করে তাকে টেক কেয়ার করুন! স্কুলে বাচ্চাদের ইউনিফর্ম ছাড়া পাঠালে এমন কোন পোশাকে পাঠাবেন না যাতে তার বাড়ন্ত শরীর কার কুনজরে এসে যায় তেমনি কোচিং এ পাঠানোর সময় ও এটা খেয়াল রাখুন! বাচ্চা ছোট বয়স অল্প কিন্তু তার শরীরে বাড়ন্ত ভাব ফুটে উঠছে পোশাকের কারনে এবং স্কুল বা কোচিং এ সে একা যাচ্ছে আসছে এমন বাচ্চারাই মূলত অইসব জানোয়ারদের কুনজরে এসে যায়... আবার যে কোন অবস্থায় যেকোন মুহূর্তে আপনার শিশু অইসব জানোয়ারদের দ্বারা নির্যাতিত হতে পারে, তাই জানোয়ারদের কোন সুযোগ না দিয়ে নিজেই সচেতন হোন!
>> আমার স্কুলের বাচ্চাদের কথাই ধরি, অবাক করার মত ঘটনা হল যে এখানে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর কিছু বাচ্চার বাড়ন্ত শরীরের দিকে তাকিয়ে আমি নিজেই ভয় পাচ্ছি, স্কুল ইউনিফর্ম ছাড়া যখন তারা স্কুলে আসে তখন তাদের পোশাকের মধ্য দিয়ে তাদের বাড়ন্ত শরীর ফুটে ওঠে... নিজ দায়িত্বে আমরা তাদের সচেতন করেছি এবং তাদের অভিভাবক কেও সচেতন হতে বলেছি! কিন্তু একটা ব্যাপার এ ব্যাপারে যদি মা সচেতন না হয় এবং নিজের বাচ্চার বাড়ন্ত শরীরের দিকে খেয়াল না করে যেকোন পোশাক পড়িয়ে তাদের স্কুল বা কোচিং এ একা ছেড়ে দেয় সেক্ষেত্রে সেইসব বাচ্চা যেকোন মুহূর্তে বিপদে পড়তে পারে যেহেতু আমাদের চারপাশে এখন জানোয়ারে ভরে গেছে!! ( আমার আশে-পাশে থাকা পরিচিত বেশ কয়েকজন বাচ্চার এমন নির্যাতনের শিকার হওয়ার ঘটনা দিন দিন ভাবিয়ে তুলছে)
>>> তাই বলি কি নিজের বাচ্চার প্রতি নিজে সচেতন হোন আগে!
বিষয়: বিবিধ
১৬২২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যদি এরকম হয় তাহলে মেয়েকে বিয়ে করিয়ে দেওয়াই হবে বেস্ট অপশন ।
মন্তব্য করতে লগইন করুন