আহা যৌতুক ! কতিপয় ফকিরের বাচ্চা...

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৫ আগস্ট, ২০১৫, ০২:৫২:০৪ দুপুর

>আগে মনে করা হত যৌতুক বুঝি গ্রামে- গঞ্জের অশিক্ষিত মানুষেরা নেয় , তারা শিক্ষার আলো নেই দেখে অত্যাচার করে! কিন্তু এখন কি গ্রাম কি শহর/ কি শিক্ষিত/ কি অশিক্ষিত শ্রেনীর কিছু ফকিরের বাচ্চা মেয়ের বাপ-মায়ের কাছে হাত পাতে ! আর হাত পেতে ভিক্ষা না পেলে মেয়ের উপর নেমে আসে নির্যাতন ! এমন কি হত্যাও করে ফেলে!

> যৌতুকের কারনে কুমিল্লা মেডিক্যালের ছাত্রীকে হত্যা (খবর-ইত্তেফাক, ২ আগস্ট, পৃষ্ঠা -২) ! এর আগেও এক ডাক্তার কে মেরে ফেলা হয়েছিল! এরকম রোজ-ই খবর আসে পেপারে! যৌতুক নেয়া যাবে না আইন আছে না কি? কিন্তু তার প্রয়োগ নাই!

>সে যাক- আমার শুধু জানতে ইচ্ছে করে, যে পুরুষ সব দিক দিয়ে নারীর থেকে নিজেকে যোগ্য মনে করে, সেরা মনে করে, মহাপুরুষ ভাবে নিজেকে, সেই পুরুষরা কি করে মেয়ের বাপের কাছে ভিক্ষার জন্য হাত পাতে? আর সেই পুরুষের বাপ- মা তারা কি? তাদের লজ্জা করে না, মেয়ের বাপের কাছে ভিক্ষা চাইতে? থুঃ থুঃ সেসব পুরুষ আর তার পরিবারকে যারা বড় বড় লেকচার ছেড়ে ভিক্ষার জন্য হাত পাতে মেয়ের বাপের কাছে! এইসব পুরুষ আর তার পরিবারকে জনসম্মুখে মুড়া বাড়ুন দিয়ে পিটিয়ে হাত কেটে নেয়া উচিৎ ! যে হাত দিয়ে তারা একটা নারীর উপর অমানুষিক নির্যাতন করে!

বিষয়: বিবিধ

১১০১ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333874
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৮
নৈশ শিকারী লিখেছেন : যৌতক দাতা এবং যৌতক গ্রহীতা উভয়ের জন্য ফাঁসির আইন কার্যকর করা হলে এই অভিশাপ থেকে হয়তো অনেকেই মুক্তি পেতো।
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০০
276215
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আইন আছে কিছু কিন্তু প্রয়োগ নেই! আমাদের দেশে অপরাধের বিচার হয় না ঠিক মত তাই এ অবস্থা!
333875
০৫ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১৪
হতভাগা লিখেছেন : আর যে সব নারীরা শরিয়তের বাইরে গিয়ে স্বামীর উপর বসিং করে তাদের জন্য কি মিসাল ?

স্বামীর বাবা মা ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ করিয়ে দেয় ? পিতা মাতার প্রতি কর্তব্য পরায়ন হলে স্বামীর সংসারে অশান্তি বইয়ে দেয় ------ সে সব মেয়েদের ও তার বাবা মায়েদের কি করা উচিত ?
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৫:১৪
276109
কাহাফ লিখেছেন : এমন প্রশ্ন আমারও........ ----- সে সব মেয়েদের ও তার বাবা মায়েদের কি করা উচিত ?
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০০
276216
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আপনার কাছ থেকে এমন- মন্তব্য -ই আসবে জানতাম! কারন আগেও মেয়েদের প্রব নিয়ে লিখলে আপনি সেই প্রব কে নীচুতা দেখিয়ে অন্য প্রসংগ আনতেন! যৌতুক / ধর্ষণ / নারী ও শিশু নির্যাতন সমাজের চিহ্নিত সমস্যা ভাই! আর আপনি যা বলেছেন তার সাথে এটার মিল নেই! সেটাও একটা প্রব বৈকি ! কিন্তু এই সমস্যা আর সেটা এক নয়!
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০১
276217
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : কাহাফ আপনার জন্য ও উপরের উত্তর
০৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৫
276237
হতভাগা লিখেছেন : আমার জিজ্ঞাসা এমনই ।

আর যে সব প্রশ্ন করি সেগুলোর সদুত্তর দেবার মত যোগ্যতা শুধু আপনার কেন , কোন মহিলারও নেই । কারণ এটা যে তাহলে স্ববিরোধিতা হয়ে যাবে !

নারী নির্যাতনকে ছাপিয়ে গেছে এখন পুরুষ নির্যাতন । একজন বোন চায় তার ভাই নারী নির্যাতনের বিপক্ষে সোচ্চার থাকুক । কিন্তু সে কি কখনও তার ভাবী যে তার ভাইকে প্রতি নিয়ত মানসিক নির্যাতন করে সেটার প্রতিবাদ করে ? তার সদা হাসি খুশি , চন্চল ও কেয়ারিং ভাইটি হঠাৎ করে চুপ হয়ে যায় সেটার কারণ কি কখনও বের করে দেখে ? না , কারণ সেও তো আরেক পরিবারে তার ভাবীর মতই অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে!

নিজেদের প্রতি অন্যায়ের ব্যাপারে চিল্লা ফাল্লা করবেন , গালাগাল করবেন বিপরীত লিঙ্গের লোককে । কিন্তু নিজেদের কৃত অন্যায়ের ব্যাপারে বলার কথা আসলে পিছলাবেন ।

মহিলারা এটা তো ভালই পারে , এটাই তো তাদের যোগ্যতা ।

এক সমস্যাকে পাত্তা না দিয়ে আরেকটাকে নিয়ে শোরগোল করবেন যেখানে একটার সাথে আরেকটা রিলেটেড - এভাবে সমস্যার কোন সমাধান তো হবেই না বরং বাড়বে এবং এসব জিনিসে নতুন মাত্রা মাত্রা যোগ হবে।
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:২৯
276284
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ভাল করে পড়ে দেখুন সেখানে পরিবার বলতে ছেলের বাবা- মা কে বুঝিয়েছি, যদি মেয়েদের ( ছেলের মা) ও দোষ না দিতাম তাহলে এটা লিখতাম না! আপনি আসলেই বোকা! আপনার বোকামীর যোগ্যতা দেখে হাসতে হয় বৈকি ! তা না হলে পোস্ট রিলেটেড কথা না বলে ভিন্ন প্রসঙ্গে গেলেন কেন? ওটা সমাজ চিহ্নিত সমস্যা নয়! এটুকু বুঝলে আপনার কমেন্ট এমন হত না!
০৭ আগস্ট ২০১৫ সকাল ০৯:০৬
276369
হতভাগা লিখেছেন : আসল জায়গায় টান দিয়েছি তো - এখন তো বোকা সহ আরও কত উপমা আসবে !

স্বামীকে মানসিকভাবে বিপর্যস্ত করবে , তারা বাবা মায়ের সাথে খারাপ সম্পর্ক বজায় রাখবে , রাখাবে , সাধ্যের বাইরে খরচ করাবে ---- এগুলো সমাজ চিন্হিত সমস্যা না !!!!

আর কারও কাছে যেতে হবে না , আপন ভাইয়ের কাছ থেকেই জানতে পারবেন কি হচ্ছে ।

সব দোষ শুধু ছেলেদের , ছেলের মায়েদের !!! মেয়ে ও মেয়ের মা ও তার পরিবারের লোকেরা তো খুবই পুত পবিত্র !!

কেন , ছেলের সাধ্যের অতীত দেনমোহর ধরা হয় না মেয়ে তার আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবে না এটা বলে ? সংসারে এসে কি স্বামীর ইনকামের চেয়ে বেশী খরচ করায় না মেয়েরা ?

এগুলো তো কোন আলাপেই আসে না ! এগুলো তো কোন সমস্যাই না !!

এসবের সমাধান না করে নিজেদেরটা সমাধান করার কথা চিন্তা করা তো ঠিক না ।

আপনাদের এই দ্বিমুখী মানসিকতার জন্যই তো আপনাদের সাফারিংস কখনই কমে না , কেন না আপনারা আপনাদের সমস্যাটাকে সমাজ চিন্হিত বলে দাবী করেন , আরেকজনেরটাকে পাত্তা দিতে চান না ।

এগুলো একটার সাথে আরেকটা খুব রিলেটেড , একটাকে বাদ দিয়ে আপনি আরেকটার সমাধান পাবেন না ।

পোস্ট রিলেটেড একেবারে বেসিক কথা গুলোই বলেছি। একেবারে রুট থেকে সমাধান করা শুরু করলে সমস্যাকে সমূলে উতপাটিত করা খুব সম্ভব । কথাগুলো যে রিলেটেড সেটা আপনার মত চালাকদের বুঝতে মোটেই অসুবিধা হবার কথা নয় ।

কিন্তু ঐ যে - নিজেদের ''আমি কি হনুরে '' একটা লুকে আনেন , সবাই পাত্তা (হুদাই) দেয় বলে একটা অহমিকা ভাব চলে আসে এবং সর্বোপরি ধরা খেলে পিছলানোর অভ্যাস - এসবই অন্যের সমস্যা গুলোকে সমাজ চিন্হিত বলে মনে করতে দেয় না ।
333883
০৫ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : যৌতুকের থাবা বন্ধ হোক, আইনের প্রয়োগ হোক এটাই কামনা।
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০১
276218
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : কামনা আমরা করি কিন্তু ফল পাই না!
০৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৩
276239
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ফল পাবেন আপনার ভাইকে আগে সচেতন হতে বলুন! আপনার ভাই সচেতন হলে আপনার ভায়ের বন্ধুকে সচেতন করতে বলুন.... এভাবে একদিন..।
333884
০৫ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১১
পুস্পগন্ধা লিখেছেন :
আপু, আমি এমন অনেক মেয়েকে দেখেছি যারা শশুর বাড়ি থেকে কিছু না চাইলেও নিজের বাবার বাড়ি থেকে নিজে চেয়ে চেয়ে নিজের পছন্দ মত যৌতুকের থেকেও আরো অনেক বেশি কিছু নেয়। মনে করে তার বাবার সামর্থ্য আছে তাই নিচ্ছে..।
তারা এটাকেই স্বাভাবিক মনে করে.....


০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০২
276219
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু আমিও সেরকম দেখেছি! কিছু ক্ষেত্রে বাবারা নিজেকে জাহির করে আর কিছু ক্ষেত্রে মেয়ের কথা চিন্তা করে এমন করে, কিন্তু এটাও এক প্রকার যৌতুক দেয়া!
333897
০৫ আগস্ট ২০১৫ বিকাল ০৫:২১
আকবার১ লিখেছেন : মুড়া বাড়ুন দিয়ে পিটিয়ে হাত কেটে নেয়া উচিৎ। পুরুষা সারা জীবনের জন্য চাকর।
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০২
276220
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : বুঝলাম না!
333903
০৫ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
প্রবাসী মজুমদার লিখেছেন : হীনমন্যতা লোকগুলো এমনই। এরা পুরুষ নয় অকর্ম্যন্যা। সত্যি কথা বলতে কি, বউয়ের বাড়ীর একটা বদনা ও লজ্জাজনক।
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০২
276221
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : অবশ্যই লজ্জাজনক! কিন্তু সব ক্ষেত্রে সেটা ভাবাও ঠিক নয় যখন বউ এর বাবা- মা আপনাকে ছেলে ভেবে কিছু উপহার দেয়!

333943
০৫ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তথাকথিত সামাজিক প্রথাই আমাদের জাতিগতভাবে শেষ করছে।
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০২
276222
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু রাইট! আর এটা থেকে আমরা বের হতে পারছি না!
333972
০৫ আগস্ট ২০১৫ রাত ১১:০১
আবু জান্নাত লিখেছেন : শুধু পুরুষকে নয়, এধরনের লালসা আছে এমন অনেক নারীকেও থুথু মারতে ইচ্ছে করে।
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০২
276223
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু অবশ্যই ! সে কারনেই বলেছি পরিবারের কথা কারন অই পরিবারের বাবা-মা যখন-...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File