শিশুকে আদর করুন/ তাদের আবদার রাখুন কিন্তু...
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৪ আগস্ট, ২০১৫, ০৩:০৭:০৭ দুপুর
>তাদের মাথায় তুলবেন না! একটা শিশুকে ছোটবেলা থেকেই সঠিক ভাবে গড়ে তুলুন... কয়েকটি ঘটনার কথা বলছি- এসব শিশুকে বিগড়ে দেয় বৈকি - !
>> ঘটনা -১- আমার পরিচিত এক চাচী! তার ১ বছর ২ মাস বয়সের বাচ্চা আধো আধো কথা বলা শিখেছে কিন্তু অবাক করা ব্যাপার হল- সেই বাচ্চা কোথা থেকে যে “বাল” কথাটা শিখেছে তা কেউ জানে না, এই বাচ্চাটার সাথে কেউ কথা বললে, দুষ্টামি করলে কিংবা আনমনে বাচ্চাটা হুট-হাট “বাল” বলে! আশ্চর্যের বিষয় হল- এই বিষয়ে সেই চাচীকে অনেকেই সাবধান করে দিলেও তিনি তার বাচ্চা বলে শাসন করেন না কিংবা বাচ্চা যে এটা বলছে এবং এই কথাটা শিখে ফেলছে এব্যাপারে তাকে যে কিছু করতে হবে এই চিন্তা তার মধ্যে দেখিনা! তিনি বলেন ও তো মাসুম বাচ্চা, ওকে কি বলবো ? সত্যি অবাক হতে হয়! এখন থেকেই যদি এই বাচ্চাকে বুঝিয়ে বা ধমক দিয়ে এই কথাটা বলা ছাড়ানো না যায় তাহলে কি আদৌ এই বাচ্চাটা সঠিক পথে যাবে?
>>ঘটনা -২- পরিচিত এক মামী! তার কাছে নিজের বাচ্চা এতটা আদরের ছিল যে তিনি বলতেন, আমার বাচ্চা যা খেতে চাইবে , যখন-ই খেতে চাইবে আমি তা তখন-ই তাকে বানিয়ে খাওয়াবো! (স্বাভাবিক প্রত্যেক মা-ই তা চায়) এবং সত্যি সত্যি তার বাচ্চা মাঝ রাতে ঘুম ভেঙ্গে যদি পরোটা খেতে চেয়েছে তিনি বানিয়ে খাইয়েছেন, এছাড়া যখন-ই যা খেতে চেয়েছে তিনি দিয়েছেন, ফলে বাচ্চাটা ধীরে মোটা হতে হতে অসম্ভব মোটা হয়ে গিয়েছিল, বাচ্চাটা এটা আমাকে দিতেই হবে এই জেদটা নিজের মধ্যে গড়ে তুলেছিল, ফলাফল এখন সেই বাচ্চা আউট অফ কন্ট্রোল ! কাজটা কি তিনি ভাল করেছিলেন? >ঘটনা -৩- পটুয়াখালী থাকাকালীন একদিন এক আঙ্কেল/ আন্টি বেড়াতে আসেন তাদের ৩ বছরের বাচ্চাকে নিয়ে! সে সময় আমার মামনী/ বাপি অফিসে ছিলেন! কিছুক্ষনের মধ্যেই সেই বাচ্চা আমাদের তালাবদ্ধ শোকেসের মধ্যে থাকা একটা খেলনার জন্য অইরকম কান্নাকাটি শুরু করেন এবং আঙ্কেল তার বাচ্চাকে না বুঝিয়ে, শাসন না করে, (মানে অন্যের বাসার জিনিস যে ধরতে হয় না ) উলটো আমাকে চাপ দিতে থাকেন শোকেস খুলে সেই খেলনা তাকে বের করে দিতে!! আমি যে তাকে এতবার বলছি- চাবি নেই আমার কাছে এরপর ও জেদাজেদি করেছিলেন তিনি! এইটা কি তার ঠিক হয়েছিল? এরপর সেই বাচ্চা যেখানেই যেত সেখানেই যা দেখত তাই নিতে চাইত!!
>>> বাবা- মা-ই যদি সন্তানকে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এই শিক্ষাটা ছোট্ট বেলা থেকেই না দেন তাহলে সেই শিশুটা কি শিখবে...? বলতে পারেন? ইদানিং কালের অনেক বাবা- মা’কে দেখি এরকম! করছে করুক ছোট বাচ্চা এই মনোভাব! আসলেই কি আপনারা ঠিক কাজ করছেন? ভেবে দেখুন একবার!
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
(আপনার পোস্টে না ঢুকেই বাইরে থেকে পড়া যায়)
অনেকেই আদর এর নামে বাচ্চাকে অনিয়ন্ত্রিত করে তুলেন আবার অনেকে শাসন এর নামে বাচ্চা কে করে ফেলেন ব্যাক্তিত্বহিন জড়োসরো। আসলে দুইটাই পরিহার করা উচিত। বাচ্চার সামনে যদি মা বাবা গালাগালি করে তবে বাচ্চা তাই শিখবে সেটাই স্বাভাবিক।
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
যথার্থ বলেছেন, ছোটকাল থেকে বাচ্চাদের সঠিক পথে না রাখলে বড় হলে আর পারা যায় না। সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন