হায় রে গতবার ছিল পাখি ড্রেসে মৃত্যু এবার কিরণমালায় ...
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২২ জুন, ২০১৫, ০২:৪৭:২৪ দুপুর
>কি ছিল অই পাখি তে ? শুধু নামে নামে “বোঝে না সে বোঝে না” সিরিয়ালের পাখির কারনেই ড্রেসটাও বিখ্যাত হয়ে যায় আর সেই সাথে যারা এই ড্রেস বানিয়ে নাম দিয়েছে তাদের ও গণমাধ্যমের প্রচারের কারনেই পাখি পাখি সরব ওঠে... আর শেষে এই পাখির কারনে কত নিষ্পাপ আত্মহত্যা করে বসে...!! আরে নীজের জীবনের থেকেও কি অই পাখি ড্রেস বড় ছিল রে গাধারা...?
> এবার শুরু হয়েছে কিরণমালা ! এবং মাত্র ৪ রোজাতেই কিরণমালার জন্য লক্ষ্মীপুরের রামগঞ্জের ৭ম শ্রেনীর ছাত্রীর আত্মহত্যার খবর পেপারে !!!!! এই টুকু একটা বাচ্চা মেয়ে মৃত্যু সম্পর্কে যার ভাল মত ধারনা থাকার কথা না সে কি না ঝোকে ঝোকে অই কিরণমালা ড্রেসের জন্য নিজের জীবনটাই নিজে নিয়ে নিল!!!!! (আজকের ইত্তেফাক- ৫ পৃষ্ঠায় দেখুন খবর!)
> পরিবারের সকলের এখুনি সবাধান হওয়ার সময়... চেষ্টা করুন সব বাবা- মা যাতে এই ড্রেস নিয়ে আর কোন সন্তান বা যে কেউ যেন আত্মহত্যা করে না বসে! এবং গণমাধ্যমে কিরণমালা ড্রেসের গুন গান না গেয়ে যেন এই ড্রেস নিয়ে মাতামাতি না হয় সেই চেষ্টা করুন!
> যে যেভাবে পারুন এখুনি এই সচেতনতা জাগিয়ে তুলুন...
বিষয়: বিবিধ
৯২০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হিন্দি সিরিয়ালে আসক্ত মা বাবারাই দায়ী।
ঘরে টিভি কি না রাখলে নয়!
হিন্দি সিরিয়াল কি না দেখলে নয়!
এসব বেহুদা কাজের কারণে সন্তানরা আত্ম হত্যা করছে।
এর জন্য মা বাবাকে আল্লাহর দরবারে জবাব দিহি করতে হবে।
সুন্দর এবং শিক্ষণীয় পোস্টটির জন্য অনেক ধন্যবাদ..
ধন্যবাদ ভাই! সচেতন হলেই সার্থকতা লেখার!
মন্তব্য করতে লগইন করুন