রোজা এবং পিরিয়ড... পুরুষেরা বিরত থাকুন বিব্রতকর প্রশ্ন করা থেকে... আর মেয়েরা... ?
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২০ জুন, ২০১৫, ০৩:১৯:৪২ দুপুর
>এমনিতেই পিরিয়ড নিয়ে মেয়েদের লাজ-লজ্জা কাটেনি এই সমাজের মানুষের-ই তৈরি কিছু নিয়ম-কানুনের কারনে... এখনো এটা কিছু ছেলেদের কাছে হাস্যকর/ মজাদার/ চটকদার বিষয় আর মেয়েদের কাছে লুকানো- ছুপানো- যন্ত্রনার বিষয় ! এই সমাজ ব্যবস্থার কারনেই মেয়েরা এখনো এই প্রাকৃতিক নিয়মটাকে সহজভাবে মেনে নিয়ে স্বাচ্ছন্দে চলতে পারেনা... বলতে পারে না... সেখানে রোজার সময় ছেলেদের মেয়েদের কাছে করা এই প্রশ্ন- রোজা আছেন কি না এটা বেশ বিব্রতকর!! (বেশির ভাগ মেয়ের কাছেই)
> রোজা থাকলে সহজেই হয়ত বলা যায় কিন্তু পিরিয়ডকালীন রোজা ভংগ হলে আর এই প্রশ্নের মুখোমুখি দাঁড়ালে - মেয়েটা বিব্রত হয়, হাতে - গোনা কয়েকজন ছাড়া বাকিদের মিথ্যের আশ্রয় নিতে দেখা যায় কিংবা বেকুবদের বেহুদা প্রশ্নে বিব্রত হয়!
>> তাই আমি বলি কি পুরুষেরা অহেতুক নারীদের - রোজা আছেন কি না? এই প্রশ্ন করা থেকে বিরত থাকুন! আর মেয়েদের ও বলি- পিরিয়ডকালীন এইসব বেহুদা প্রশ্নের শিকার হলে , অইসব বেহুদ্দাদের চোখের দিকে তাকিয়ে সত্যিটাই বলবেন- না রোজা রাখিনি তারপর দেখবেন- বেহুদ্দারা কতক্ষন তাকিয়ে থাকতে পারে আপনার শীতল চোখের দিকে!
বিষয়: বিবিধ
১৮৯৭ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইমাম বুখারি রহ ৬ষ্ঠ অধ্যায় রচনা করেছেন হায়জ সম্মন্ধে। এত লজ্জার হলে তো এভাবে আসতো না। আর যারা মজা নেয় তাদের ভাবা উচিত এটি নাহলে তাদের জন্মে ব্যাঘাত ঘটতো।
তবে মানুষের মাঝেও শয়তান আছে।
হুমম, অনেকে তো লজ্জার কারণে সারাদিন অফিসে না খেয়েই থাকে, এমনকি পানিও খায় না। এটা যেন একটা পরীক্ষার মত মনে হয় অধিকাংশ মেয়ের কাছে.....।
যাহক, আল্লাহ তায়ালা সবাইকে সুবুদ্ধি দিক....।
মন্তব্য করতে লগইন করুন