রোজা এবং পিরিয়ড... পুরুষেরা বিরত থাকুন বিব্রতকর প্রশ্ন করা থেকে... আর মেয়েরা... ?

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২০ জুন, ২০১৫, ০৩:১৯:৪২ দুপুর

>এমনিতেই পিরিয়ড নিয়ে মেয়েদের লাজ-লজ্জা কাটেনি এই সমাজের মানুষের-ই তৈরি কিছু নিয়ম-কানুনের কারনে... এখনো এটা কিছু ছেলেদের কাছে হাস্যকর/ মজাদার/ চটকদার বিষয় আর মেয়েদের কাছে লুকানো- ছুপানো- যন্ত্রনার বিষয় ! এই সমাজ ব্যবস্থার কারনেই মেয়েরা এখনো এই প্রাকৃতিক নিয়মটাকে সহজভাবে মেনে নিয়ে স্বাচ্ছন্দে চলতে পারেনা... বলতে পারে না... সেখানে রোজার সময় ছেলেদের মেয়েদের কাছে করা এই প্রশ্ন- রোজা আছেন কি না এটা বেশ বিব্রতকর!! (বেশির ভাগ মেয়ের কাছেই)

> রোজা থাকলে সহজেই হয়ত বলা যায় কিন্তু পিরিয়ডকালীন রোজা ভংগ হলে আর এই প্রশ্নের মুখোমুখি দাঁড়ালে - মেয়েটা বিব্রত হয়, হাতে - গোনা কয়েকজন ছাড়া বাকিদের মিথ্যের আশ্রয় নিতে দেখা যায় কিংবা বেকুবদের বেহুদা প্রশ্নে বিব্রত হয়!

>> তাই আমি বলি কি পুরুষেরা অহেতুক নারীদের - রোজা আছেন কি না? এই প্রশ্ন করা থেকে বিরত থাকুন! আর মেয়েদের ও বলি- পিরিয়ডকালীন এইসব বেহুদা প্রশ্নের শিকার হলে , অইসব বেহুদ্দাদের চোখের দিকে তাকিয়ে সত্যিটাই বলবেন- না রোজা রাখিনি তারপর দেখবেন- বেহুদ্দারা কতক্ষন তাকিয়ে থাকতে পারে আপনার শীতল চোখের দিকে!

বিষয়: বিবিধ

১৮৯৭ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326891
২০ জুন ২০১৫ দুপুর ০৩:৩৪
অনেক পথ বাকি লিখেছেন : তা আপনি কি রোজা আছেন? Big Grin Big Grin Big Grin
২০ জুন ২০১৫ রাত ০৮:১৭
269151
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : না নেই... ! উত্তরটা কিন্তু সত্যি! তবে আপনার প্রশ্নের ধরন দেখে বুঝে নিতে হল- আপনি অইসব বেহুদ্দা পুরুষদের দলে!
২১ জুন ২০১৫ দুপুর ০২:৩৪
269222
আবু মাহফুজ লিখেছেন : অনেক পথ বাকি, সত্যি তোমার জীবনকে বুঝতে অনেক পথ বাকি রয়েছে ভাই। এই আলোচনার পরও প্রকাশ্যে এ প্রশ্নটা করেই তুমি নিজকেই হেয় করেছ। লেখিকা/লেখক ঈপ্সিতা চেীধুরীর সাথে আমি একমত। আসলে এগুলো বিবেক বুদ্ধি এবং রুচীর ও ব্যাপার। আর সবচে বড় কথা হলো, পুরুষ হোক বা নারী, একজন রোজা আছে কি নেই সেটা কেমন ধরনের প্রশ্ন? যদি একান্ত প্রয়োজন নাই থাকে, বা একান্ত আপনজন না হয়। ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়া ভদ্রতার দৃষ্টিতেও এটা কটু।
326892
২০ জুন ২০১৫ দুপুর ০৩:৫১
এবেলা ওবেলা লিখেছেন : আপু আপনারে হাজার হাজার সালাম জানাচ্ছি--বিষয় টি নিয়ে এগিয়ে আসার জন্য -- আসলে এই বিষয় টি বলতে গিয়ে যে বিব্রতকর অবস্তায় পড়ে মেয়েরা আমি দেখছি আমার কর্মস্তলে অনেক কে--
২০ জুন ২০১৫ রাত ০৮:১৮
269152
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : এটা বাস্তবতা ভাই! না বলে পারলাম না! আমিও অনেকের কাছ থেকে এই নিয়ে জেনে এবং দেখে - এটা নিয়ে লিখলাম! ধন্যবাদ বিষয়টা বুঝেছেন এবং সমর্থন দিয়েছেন! ভাল থাকবেন!
326903
২০ জুন ২০১৫ বিকাল ০৫:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে বিষয়টা আল্লাহতায়লাই নির্ধারন করে দিয়েছেন সেটা নিয়ে কারো বাড়াবাড়ি কাম্য নয়। আরকেটা বিষয় ও জানা উচিত পিরিয়ড কালিন নারিদের শরির অশুচি থাকে বলে নয় বরং শরির এর প্রয়োজনিয় পূষ্টির ঘাটতি হতে পারে বলেই রোজা রাখা নিষেধ।
২০ জুন ২০১৫ রাত ০৮:১৮
269153
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : এটা আরেকটা প্রব ভাই! যে এখনো পিরিয়ড টাকে অশুচি কিছু বলে ধরে নেয়! হু এটা নিয়ে বাড়াবাড়ির কিছু নেই এটা একটা প্রাকৃতিক জিনিস যা আল্লাহ্‌ দিয়েছেন মেয়েদের! কিন্তু...
326906
২০ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
ছালসাবিল লিখেছেন : আপপপি Day Dreaming
ইমাম বুখারি রহ ৬ষ্ঠ অধ্যায় রচনা করেছেন হায়জ সম্মন্ধে। এত লজ্জার হলে তো এভাবে আসতো না। আর যারা মজা নেয় তাদের ভাবা উচিত এটি নাহলে তাদের জন্মে ব্যাঘাত ঘটতো। Unlucky

তবে মানুষের মাঝেও শয়তান আছে। Smug
২০ জুন ২০১৫ রাত ০৮:১৮
269154
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু মানুষের মাঝেই শয়তান আছে বলেই তারা মজা নেয়! আর আমিও মনে করি না এতে লজ্জার কিছু আছে! তবে কিছু পাব্লিক এর কারনেই এটা লেখা...
326946
২০ জুন ২০১৫ রাত ১১:১১
দ্য স্লেভ লিখেছেন : এটি স্বাভাবিক প্রক্রিয়া। আমার জানা নেই পুরুষরা নারীদের কাছে এসব প্রশ্ন করে বিব্রত করে কিনা। এতে বিব্রত করার কি আছে সেটা বুঝলাম না। আমার ধারনা বাংলাদেশের মুসলিম আর অন্য এলাকার মুসলিমদের কিছু পার্থক্য অঅছে। এখানে বেকারের হার বেশী। তাছাড়া কাজ না করলেও অনেকের চলে,তাই কিছু বেহুদা প্রশ্ন করে পাপী হওয়ার ইচ্ছা জাগা অস্বাভাবিক নয়
২২ জুন ২০১৫ দুপুর ০২:৫৪
269333
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ভাই আমি তো মেয়ে! তাই মেয়েদের সাইকোলজিটা ভাল বুঝি বলে মনে করি! এবং এটা আমার নিজের মত না শুধু আমি অনেকের কাছে এরকম বিব্রত হওয়ার কথা শুনে এই পোস্ট দিয়েছি! এবং আপনার নীচের কথাগুলি ঠিক!
326954
২১ জুন ২০১৫ রাত ১২:২০
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
২২ জুন ২০১৫ দুপুর ০২:৫৪
269334
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ওয়ালাইকুম সালাম!
326983
২১ জুন ২০১৫ দুপুর ১২:৩১
পুস্পগন্ধা লিখেছেন :
হুমম, অনেকে তো লজ্জার কারণে সারাদিন অফিসে না খেয়েই থাকে, এমনকি পানিও খায় না। এটা যেন একটা পরীক্ষার মত মনে হয় অধিকাংশ মেয়ের কাছে.....।

যাহক, আল্লাহ তায়ালা সবাইকে সুবুদ্ধি দিক....।
২২ জুন ২০১৫ দুপুর ০২:৫৫
269335
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু এরকম ঘটনা শুনেছি বলেই এবং নিজেও বিব্রত হয়েছি বলেই লিখেছি আপু! আল্লাহ্‌ সবাইকে হেদায়েত দান করুক এবং শুভ বুদ্ধি দিক! ভাল থাকবেন!
326993
২১ জুন ২০১৫ দুপুর ০২:৪১
আবু মাহফুজ লিখেছেন : বোন ঈপ্সিতার সাথে সাতথ পুপ্সগন্ধার মন্তব্যটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ। অফিস আদালত বা স্কুল কলেজে যদি কোন পুরুষের পরিচিত বা সহকর্মী বা সহপাঠিনীকে একজন পুরুষ যদি রোজার দিনে পানি বা কিছু খেতে দেখে সে ক্ষেত্রে প্রশ্ন করাটা একধরনের বেকুবী এবং অভদ্রতা, এমনকি বিবেক বর্জিত। পুরুষটির যদি কান্ডজ্ঞান থাকে তাহলে বুঝতেই তো পারছেন তিনি রোজা নেই সেখানে রোজা আছে নি নেই, কিংবা রোজা নাই কেন এটা একটা বেকুবের মত প্রশ্ন।
২২ জুন ২০১৫ দুপুর ০২:৫৫
269336
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু ভাই ঠিক বলেছেন! যারা বুঝদার তারা এমন বেকুবের মত প্রশ্ন করবে না! ভাল থাকবেন! দোয়া করবেন আমাদের জন্য!

327073
২২ জুন ২০১৫ দুপুর ১২:১৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : যারা এই ধরণের প্রশ্ন করে তারা আসলে কোন ধরণের মানুষ তা অতি সহজেই বোধগম্য! তাই তাদের প্রশ্নের জবাব সরাসরি এভাবেই দেয়া উচিৎ!! কিন্তু আমাদের এই সমাজে এইটুকু সাহস কয়টি মেয়ের আছে?!!!
২২ জুন ২০১৫ দুপুর ০২:৫৫
269338
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু আমিও সেটাই বলেছি আপু! উত্তর সরাসরি দাও মেয়েরা! কিন্তু কয়জনে সেই সাহস রাখে? ভাল থাকবেন!

১০
327081
২২ জুন ২০১৫ দুপুর ১২:৫৮
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : আসলে আমাদের মনমানসিকতার কিছুটা উন্নতি হওয়া উচিৎ! আনার ভাবি তো নিজ সেচ্ছায় বলে ওর সমস্যা টা হলে! তো কি হয়েছে? আমি উনার কষ্ট টা বুঝি বলেইতো আমাকে শেয়ার করে! আমাদের সকলের পরস্পর ভালো মন্দ গুলো বুঝা উচিৎ!!!
২২ জুন ২০১৫ দুপুর ০২:৫৫
269339
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু শুধু ভাল-মন্দ না সব দিক বিবেচনা করেও কথা বলা উচিত! ভাল থাকবেন!
১১
327393
২৫ জুন ২০১৫ রাত ০২:০৯

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File