এক চুন্নিকে দেখে আসুন !

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২১ ডিসেম্বর, ২০১৪, ০৩:৩২:৩৯ দুপুর

নানারকম ঝামেলায় বেশ কিছুদিন ফেবু এবং ব্লগে আসিনি! কাল একজন ফোন দিয়ে বলল- আপু আপনার লেখা আবার চুরি করেছে সেই চুন্নি! এই চুন্নি সাহা চিটগাইয়া মাইয়া না পোলা না হিজড়া জানা নেই! এর আগে লেখা চুরি করেছিল যখন, তখন তাকে ধোলাই যারাই দিয়েছে তাদের সে ব্লক করেছে, এরপর আমি যখন ফেবুতে তাকে নিয়ে লিখেছি, সে উল্টো আমার স্ট্যাটাস এ এসে আমাকে গালি দিয়েছে, তারপর ও সে লেখা ডিলেট করেনি, সেই লেখাও এই ব্লগে আছে ! এরপর আমি তাকে ব্লক করি কিন্তু এইবার সে এই ব্লগ থেকেই লেখা নিয়ে শুধু ব্লগার ভাইরা কথাটা বাদ দিয়ে মাইরা দিয়েছে, যদিও এইবার সে নীচে আমার নাম দিয়েছে ভয়ে কিংবা অন্য কোন কারনে! তার স্ট্যাটাস এ আমার পরিচিত একজন লেখার লিঙ্ক সহ তাকে চোর বলেছে, সে তাকেও ব্লক করেছে কিন্তু লেখা ডিলেট করে নাই!

লেখা চুরি অহরহ হচ্ছে, ব্লগ থেকে আমার লেখা পত্রিকাতেও গেছে, আমি জানি নাই! এরকম বহু মানুষের লেখা চুরি হচ্ছে! এখন এটা হয়ত কোন ব্যাপার না কিন্তু চোরকে হাতে-নাতে ধরার পরও যখন সে লজ্জিত হয় না তখন ভাবতে হয়- এরা কোন কুত্তা না শুকরের ঘরে জন্ম নিয়েছে? নীচে এই চুন্নির আইডি লিঙ্ক, আমার লেখা চুরির লিঙ্ক, এবং ব্লগে থাকা সেই লেখার লিঙ্ক দিলাম! একটু ঘুরে আসবেন সবাই এবং পারলে রিপোর্ট বা অন্য কি করা যায় সে ব্যাপারে বলবেন!

https://www.facebook.com/ayesa.chiddika

https://www.facebook.com/ayesa.chiddika/posts/1511766359090477

http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/9314/Epshi/58350

https://www.facebook.com/epshita.chowdhury/posts/4978311913412

বিষয়: বিবিধ

৯৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296209
২১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৯
নোমান২৯ লিখেছেন : ওকে নিয়ে প্রশ্ন থাকতেই পারে ।
কিন্তু ঘরকে নিয়ে থাকাটা ভাল দেখায় না ।
ধন্যবাদ । Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File