হ্যাপ্পি পয়দা দিবস বিল্লি টিকটিকিটা!
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৯ ডিসেম্বর, ২০১৪, ০২:২৪:৩৭ দুপুর
উরাধুরা ক্ষ্যাপাটে পাগলাটা ... জানি হাজারো মেসেজে... আর শুভেচ্ছাবার্তায় ডুব দিয়েছিস... ! কতশত শাঁকচুন্নি আর কটকটিরা জানু-মানু বলে ভালোবাসা উছলিয়ে দিচ্ছে...নিতে থাক... শুধু এই একজনের শুভেচ্ছা দূর থেকেই দেখ... তোর ঠিকানায় গিয়েও সেটা ফিরে আসুক নিজের কাছেই...। আমি সব সময় চেয়েছি... আমার শুভেচ্ছা আর ভালোবাসাটাই সবার আগে যাক... কিন্তু ইচ্ছে করেই তাকে এগিয়ে দিয়ে পিছিয়ে আনতে হয়... তোর উপর আমার অনেক রাগ-অভিমান ক্ষোভ জমে থাকলেও এসব কিছুকে উপচিয়ে ভালোবাসাটাই ছিলো সবচেয়ে বেশি... আজো কমেনি তা... ! অদ্ভুদ ভাবেও বলতে পারি- দূরে থেকেও ভালোবাসা যায়... যদি কেউ ভালবাসতে জানে।। কষ্টের পরিমাণটা অনেক বেশি হলেও মনে হয় তবুও তো তাকে ভালোবাসি ... পাশে নেই তুই তবুও কেন জানি অনুভব করি মাথার উপরে একটা ছায়া আছে... কেন জানি মনে হয়... কেউ একজন পাশেই আছে নীরবে গোপনে ... ছায়ার মত সে ঘুরঘুর করছে... ! তুই কি জানিস, আজো তোকে ভাল আছিস দেখলে আমার ভাল লাগে... তুই যখন হাসি-ঠাট্টায় মেতে উঠিস... আমি হাসি তোর কাছে গিয়ে... তোর মন খারাপ দেখলে... একাকী বসে কেঁদে ফেলি এখনো... সারারাত ঘুম হয় না তোর মন খারাপ দেখে...এই সেই অজুহাতে আবার তোকে ডেকে ফেলি-- তৎপর হই কারণটা জানতে ...। জানিস তুই? এই কথাগুলি লিখার সময় আমি হাউমাউ করে কাঁদছিলাম ... একসময় ভয় পেয়ে যাচ্ছিলাম দরজার ওপাশ থেকে কেউ শুনে ফেলে যদি...? কি এমন কথা লিখছি বল।।? নিজেদের কথাই তো--- কষ্ট কষ্ট সুখে তলিয়ে যাচ্ছিলাম রে পাগলা!
কি দেবো, কিভাবে তোকে উইশ করবো... ছোট্ট কেকটাতে কি লিখবো কিছুই বুঝে পাই না... ! শেষমেষ একা একাই কেকে মোমবাতি জ্বালিয়ে ফুঁ দেই... একা একা কেকটা কাটি... একা একাই ছবি তুলি... আর বলি- হ্যাপ্পি পয়দা দিবস বিল্লি টিকটিকিটা! বদের হাড্ডি ...পাজী... শয়তান... হারামী সব সময় এভাবেই আমাকে কষ্ট দিতে থাকিস... আর সেই কষ্ট কষ্ট সুখেই যেন আমি ডুবতে থাকি... সব সময় এসে হুমকি আর ঝগ্রা করতেই থাকিস হুমকিবাজ ঝগ্রু...! আর গালি? তাও দিতে থাকিস, তা না হলে আমি কাকে গালিবাজ বলে ডাকবো? এবারো তোকে গিফট করার টাকাটা রেখে দিলাম... আচ্ছা কোনদিন কি এসব দেয়া হবে তোকে ? আমার যে খুব ইচ্ছে করে- তোকে অন্যরকম ভাবে একটা জন্মদিন আর গিফট উপহার দিতে... আমি দেখতে চাই- সেসব দেখে সবকিছু বুঝে উঠতে তোর কত সময় লাগে? তুই কিভাবে ভয়াবহ খুশি হয়ে যাস... কথা বলতে পারবি না... অদ্ভুদ এক মায়াবী চোখে আমার দিকে তাকাবি... আমি তোর চোখ-মুখে সেই অদ্ভুদতা দেখে প্রচন্ড আবেগে কেঁদে দেবো...... তুই সব কিছু ফেলে আমাকে এসে বুকের সাথের জড়িয়ে নিবি...
প্রিয় মানুষটাকে খুশি দেখলে অদ্ভুদ একটা ভাললাগা কাজ করে রে পাগল... চোখের ভেতর চিকচিক করতে থাকে পানি... ঝাপসা হয়ে যেতে থাকে সবকিছু... আমারো হচ্ছে তোকে দেখে---অন্যদের শুভেচ্ছা আর ভালোবাসায় তোকে ভাসতে দেখে... ! থাকুক না আমার শুভেচ্ছা আর ভালোবাসা এভাবেই এখানে পড়ে ...
বিষয়: বিবিধ
২৯৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলেই সত্যি বলেছেন। ধন্যবাদ
অসাধারণ!
মন্তব্য করতে লগইন করুন