জন্মদিনের পার্টি না হয় নাই বা দিলি, কেক না হয় নাই বা পাঠালি, আমাকে কি উইশ করা যেত না?

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৮ নভেম্বর, ২০১৪, ০৮:১২:৩৯ রাত

@@ আচ্ছা, কথা তো ছিলো তুই আসলে আমার জন্মদিন আর তোর জন্মদিন এর পার্টি একসাথে হবে! অথচ দেখ তুই বেমালুম সে কথা ভুলে গেলি...! যেতে যেতে কেউ হয়ত কিছু বলল , যে বলে সে ভুলে যায় কি বলেছিলো, যাকে বলেছিলো, সে সেই কথাটাকেই আজীবন আগলে রাখলো ...! যেভাবে আমি রেখেছি! আমি জানি তুই আমার জন্মদিনের কথা মনে রেখে আমাকে উইশ করবি এমন সৌভাগ্য আমার কখনো হবে না, এটা জেনেও কি এক অজানা আকর্ষণে আমি প্রতীক্ষায় থাকি... ভাবি, একটা মিরাকল কি ঘটতে পারে না? এমন কি হতে পারে না, রাত ১২টায় তুই আমাকে ফোন করে বলছিস- হারামী তোর বাড়ির ঠিকানা বল? আমি বাস স্ট্যান্ডে !

আমি ঘুমের ঘোরে চমকে উঠি... থমকে গিয়ে বলতে থাকি-

আর কত কষ্ট দিবি আমায়?

তুই চিল্লাইতে থাকিস- শালা শয়তান্নী, তোর জন্য এত কষ্ট করে,

এতদূরে আসলাম, আর তুই কস কষ্ট দিতাছি? তোরে তিন তালাক শালা!

আমি লাফিয়ে বিছানায় উঠে বসি তোতলাতে থাকি- তুই এখানে?

এত রাতে কোথায় ঘুমাবি? কোথায় থাকবি রে?

আমি কি জানি হারামী? তোর বাড়ীর ঠিকানা বল?

আমি ভয় পেয়ে যাই, বলতে থাকি, এত রাতে তুই বাসায় আসবি?

কি বলছিস এসব? মাথা ঠান্ডা কর প্লিয!

শোন, বাস স্ট্যান্ড থেকে সোজা কোন হোটেলে চলে যা, ফ্রেশ হয়ে,

খেয়ে ঘুমিয়ে পড়, সকালে চলে আসিস! আমি বাসায় ম্যানেজ করবো কেমন?

তুই বুঝে যাস! ওকে বেবি! তোকে একটু ভয় দেখালাম,

আমি হোটেলেই আছি রে গাধি! তোর এখন আর ঘুমানো হবে না,

সারা রাত জেগে কথা বলবি আমার সাথে! তোর এতদিনের শখ, গতবার কত কমপ্লিন করলি- চুপি চুপি জন্মদিনের প্রথম প্রহর কাটিয়েছি তোর সাথে, তুই টের পাস নাই, এই সেই কত্ত কথা রে! দেখ, তোকে কেমন চমকে দিলাম, দেখলি?

চোখ দিয়ে টপাটপ পানি পড়তেই আছে, ও যাতে বুঝতে না পারে, সেই জন্য নিজেকে ধরে রাখার চেষ্টা করছি কিন্তু বদটা ঠিক-ই ধরে ফেলে,

বলে- কি রে নাক কাঁদুনে, কাঁদছিস তুই? দাঁড়া দেখা হোক, আগে তোকে জুতা দিয়ে পিটিয়ে নেবো তারপর অন্য কথা! আসলাম আমি তারপর ও কাঁদে! ইয়া ঢিশুম...চুপ করবি না কি এখনি তোদের বাসায় গিয়ে কলিম্বেল টিপবো হু?

কোনমতে বলে উঠি- তুই বুঝিস না- এটা কিসের কান্না?

হারামীটা হাসতে থাকে... বলতে থাকে পাগলী কোথাকার ! তোর চুল টেনেটুনে ছিঁড়ে ফেলবো দেখিস!

আমি বুঝি তোকে আস্তো রাখবো- বললাম? তোর ঠ্যাং কেটে হাতে ধরিয়ে দেবো!

অই অই ঠ্যাং কাটলে তো সারাজীবন আমাকে তোকে টানতে হবে? হাহা সব কাজ করতে হবে, আমি শুধু বইসা বইসা খাবো--হাআ?

এভাবেই রাত পার হয়ে যায়...নানা খুনসুটিতে ...... টপ টপ শব্দে চমকে উঠি...বুঝতে পারি পাশের বাসার টিনের চালে কুয়াশা বৃষ্টি পড়ার শব্দ ... নিজের মনেই বলে উঠি- কুয়াশা বৃষ্টি হচ্ছে রে পাজীটা টের পাচ্ছিস? ওহ্‌ তুই তো হোটেলের রুমে এই বলতে বলতে চমক ভাঙ্গে... কার সাথে কথা বলছি? ফোনটা কই আমার? দেখি পাশে রাখা মোবাইলটা অফ করা আছে...বুঝতে পারি... এতক্ষণ স্বপ্নে কথা বলছিলাম গাধাটার সাথে...

কথা ছিল, আমাকে শাড়ি পড়তেই হবে, কোন অজুহাত শুনবে না গাধাটা... বলেছিলাম, দুই ডজন চুড়ি চাই, হাত ভর্তি করে চুড়ি পড়বো... এক জোড়া পায়েলও কিন্তু চাই... , ঠিক আছে টাকাটা না হয় আমার পার্স থেকেই নিয়ে নিস, তবুও চাই... আমি কোন অজুহাত শুনবো না... ! আমার হাতের চুড়ি নিয়ে তোর খেলা করার কথা...ভাঙতেও চেয়েছিলি কিছু চুড়ি...কারন চুড়ি ভাঙার পর আমি কিভাবে কাঁদি ...মন খারাপ করি তোর সেটাই দেখার ইচ্ছে...।

হাহহা... ইচ্ছেগুলো / স্বপ্নগুলো কেমন স্বপ্নই থেকে গেলো... তাই না রে? আমাদের একসাথে জন্মদিনের পার্টি দেয়া হলো না... এভাবে এসে তুই আমাকে চমকে দিলি না... চুড়িগুলি ভাঙতে পারলি না... !

জন্মদিনের পার্টি না হয় নাই বা দিলি, কেক না হয় নাই বা পাঠালি, আমাকে কি উইশ করা যেত না? ২টাকা ৫০ পয়সা খরচ করে একটা মেসেজ পাঠিয়ে উইশ করতে এত্ত বড় মনের প্রয়োজন হয় না রে ফকিরটা! - মেসেজটা পাঠাতে গিয়েও পাঠালাম না কারন জানি তখন তুই লিখবি- আজ তোর জন্মদিন না কি? কিংবা অই যে কাটাকাটি করিস হাজারবার, আবার করেছিস, সেটা মনে রেখে রিপ্লাই দিবি না কিংবা কয়েকদিন আগের মেসেজের ভুল ব্যাখ্যা ধরে বসে আছিস আর নয়তো অই যে ইচ্ছে করে আমাকে কষ্ট দিয়ে সুখ অনুভব করবি ...। তাই থাক, বরাবরের মত চুপ করেই যাই......!

বিষয়: বিবিধ

১৩৭৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289267
২৮ নভেম্বর ২০১৪ রাত ০৮:১৯
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪৯
233166
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : অনেক ধন্যবাদ ! Happy
289291
২৮ নভেম্বর ২০১৪ রাত ০৯:২২
ভিশু লিখেছেন : Chatterbox Chatterbox Chatterbox ও...
স্বপ্নে
গাধাটার
সাথে
এতোকথা?! Worried Day Dreaming Hypnotised Silly Whew!
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫০
233167
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহহা স্বপ্নে মানুষ মাইল কে মাইল দৌড়ায় ভয় পেয়ে কিংবা চোরের পিছে--- আর এতো বালক- বালিকা কথন... তাও আবার আক্ষেপের... ! ধন্যবাদ ভাইয়া! Happy
289312
২৮ নভেম্বর ২০১৪ রাত ১১:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫০
233168
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : অনেক ধন্যবাদ ! Happy
289363
২৯ নভেম্বর ২০১৪ সকাল ০৫:১০
কাহাফ লিখেছেন :
আপু্জী!
লেখনীর পরতে পরতে নান্দনিকতার মধুর ছোঁয়া অনুভূত হয়! সাথে সাথে কষ্ট আর অবিশ্বাসের মৃদু আঘাত লাগে মনে!
মেয়েরা যদি আসলেই এমন ভাল হতো! Praying
কেন হতে পারে না.........??? Day Dreaming Day Dreaming
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫০
233169
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হহাহহা কেন হবে না ভাইয়া? মেয়েরাও এমন আছে, ছেলেরাও কিছু ভাল আছে... যারা খারাপ তারা তো খারাপ-ই! অনেক ধন্যবাদ ! Happy
289449
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০৯
মু নূরনবী লিখেছেন : ফিলিংস...এতো দেখি মারাত্নক অবস্থা!

জীবনটাই এমন...যা চাই তা কেন পাই না, যে পেয়েছি তা চাই না।

দূর্ভাগা সে...আপনাকে বুঝলো না।
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫০
233170
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহাহা! না বুঝলে নাই......।। Happy
289546
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৫
হতভাগা লিখেছেন : আপনার নিজের জন্মদিন আর পার্টি দিবে আরেকজন ? এরকম গাধাকেই মনে হয় খুঁজে পেয়েছেন ।

গাধা-গাধির খুনসুটি ...
২৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
233284
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : কি মুশকিল! এত ক্যাচাল করেন কেন? পড়ে দেখেন- গাধাটাই তো বলেছিলো- সে পার্টি দিবে...! তবে মন্দ বলেননি- গাধা-গাধির খুনসুটি ! Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File