শীত জাঁকিয়ে আসছে... কি ভাবছেন আপনারা শীতার্ত কিছু মানুষদের জন্য?

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৬ নভেম্বর, ২০১৪, ০৩:১৪:১৫ দুপুর

<কনকনে বাতাস আর শীতে এখনি রাতে বাইরে যাওয়া যায় না... ! ভোরবেলা থাকে কুয়াশাচ্ছন্ন! কখনো কখনো শীতের দিনগুলিতে ৭দিনেও সূর্যের মুখ দেখা যায় না- দিনাজপুর/ রংপুরের জেলা- উপজেলা সহ গ্রামগুলিতে! উত্তারঞ্চলের মানুষগুলির এই অসহায় অবস্থা দেখে আসছি... সব সময়, যেহেতু আমি নিজেই দিনাজপুরের!

<অনেকেই হয়তো শীতের আগমনে পিঠা-পুলির উৎসবে কি কি আইটেম যোগ হবে এই নিয়ে ভাবছেন, কেউ কেউ নতুন কি শীতের পোশাক এসেছে তা কেনার কথা ভাবছেন! সব-ই করুন, শুধু তার সাথে সাথে আপনার আশে-পাশে থাকা কিছু মানুষ যারা এই শীতে কষ্ট করেন- রাতেরবেলা আগুন জ্বালিয়ে বসে থাকেন তাদের কথাও একটু ভাবুন!

<নতুন পোশাক না হোক, পুরনো একটা পোশাক বা শীতের কাপড় দিয়ে সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দিন! নিজেই দিন! দেখবেন অন্যরকম একটা শান্তি পাবেন! এভাবে সামর্থবান এবং বিবেকবান মানুষ একজন একজন করে এগিয়ে এলে- কে বলেছে অই অসহায় মানুষগুলি কষ্ট পাবে? শীতে কাঁপবে ?

<বলুন তো কে কি ভাবছেন?

বিষয়: বিবিধ

১০৮৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284840
১৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
আমরা নিজেদের পুরান শিতের পোষাক দান করে হলেও কিছুটা সাহাজ্য করতে পারি।
১৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
228161
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু যে যেভাবে পারি নিজ নিজ জায়গা থেকে নিজের সামর্থ্য আর ইচ্ছে অনুযায়ী এগিয়ে আসি- তাহলেই দেখবেন-- ওরা শীতে কাঁপবে না...... ! অনেক ধন্যবাদ !
284850
১৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৬
নিরবে লিখেছেন : পিলাচ.
১৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
228162
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : অনেক ধন্যবাদ ! Happy
284858
১৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:০৮
আফরা লিখেছেন : আপু অনেক ভাল লাগল লেখাটা পড়ে । আমাদের অনেক শীতের কাপড় আছে কিন্তু দেশে তো পাঠাতে পারি না রেডক্রসে দিয়ে দেই প্রতি বছর ।
১৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
228164
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : সেটাই বা কম কি কিসে? আমরা গত ৩ বছর থেকে পারিবারিকভাবে কিছু কম্বল বিতরন করি নিজেদের সামর্থ্য অনুযায়ী! আর পুরনো পোশাক ও দেই! নিজেরাই দেই- এতে অন্যরকম ভাললাগা থাকে! অনেক ধন্যবাদ ! Happy
284898
১৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৬
সন্ধাতারা লিখেছেন : সুন্দর চিন্তা ও আহ্বান। জাজাকাল্লাহু খাইর।
খুব ভালো লাগলো লিখাটি।
১৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
228165
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : অনেক ধন্যবাদ ! ভাল থাবেন! আশা করছি এরকম কিছু করবেন! Happy
284912
১৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
মামুন লিখেছেন : মি আমার এলাকায় ইনশা আল্লাহ সাধ্যমত করার চেষ্টা করব। আপনার পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ, সকলে এগিয়ে আসবেন সেই আশাই করছি।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Bee Bee
১৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
228167
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু ভাইয়া এভাবেই যদি আমরা একজন একজন করে এগিয়ে আসি- তাহলেই দেখবেন অই মানুষগুলার কষ্ট থাকবে না! Happy
285156
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫২
কাহাফ লিখেছেন :
সচেতনতা সৃষ্টি করতে দরদময় সুন্দর আহবানে সাড়া দেয়া উচিৎ সবারই! আমিও প্রচেষ্টা চালাবো ইনশা আল্লাহ!
অনেক ধন্যবাদ ও জাযাকুমুল্লাহ জানাচ্ছি। Loser Loser Loser
285159
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনার মত সবার এই বিষয়ে চিন্তা করা উচিত। দশে মিলে করলে সেটা খুব সহজ হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File