সব-ই বুঝিস, তবুও বুঝলি না আমার এই ছোট্ট আবদারটিকে !

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৫ নভেম্বর, ২০১৪, ০৮:২১:৪২ রাত

অই পাগলা, আমাদের না ঝুম বৃষ্টিতে ভেজার কথা ছিলো? ভুলে গেছিস?

তুই তো শরতে এসে শীতে দেখা দিয়েছিস...তাহলে ভিজবো কি করে বল?

ওকে আমরা না হয়... শীতের শিশির ভেজা ভোরেই ভিজবো... পাশাপাশি ভেজা ঘাসে...হেঁটে বেড়াবো...

ছড়িয়ে- ছিটিয়ে থাকা শিউলি ফুলগুলো কুড়াবো!

তুই কি জানিস- সেই ছোটবেলায় প্রতি শীতের ভোরে ঘুম থেকে উঠে নামায পড়েই দৌড় দিতাম শেফালী ফুল কুঁড়াতে ...

কি যে ভাল লাগা ছিলো ! শোন, ফুলগুলি কুঁড়িয়ে আমি মালা গাঁথবো আর তুই পড়িয়ে দিস তা আমার খোঁপায় ...একটা মালা হাতে পড়িয়ে দিস.........!

দেখ, দেখ, তোর পয়সা বাঁচিয়ে দিলাম রে পাগল! চুড়ি কেনার পয়সা !

কথা ছিলো- আমাকে শাড়ী পড়তে হবে... হাত ভর্তি চুড়ি থাকবে!

চুড়ি কেনার টাকাটাও না কি আমাকে দিতে হবে! পরে সব শোধ দিয়ে দিবি!

এইতো বলেছিলি তাই না? আমি সেই কথাটা তোকে মনে করিয়ে দিলাম এভাবে-

>ভুলে গেছিস আমাকে চুড়ি কিনে দেয়ার কথা? আর আমার জন্মদিনের পার্টি ?

শোন, চুড়ির দাম মাত্র ৪০টাকা, কিনে পাঠিয়ে দে কুরিয়ারে!

> আমি বড় অভাবে আছি! টাকা ধার দে, কিইন্না পাঠামু!

>চুড়ির দাম মাত্র ৪০টাকা! ওকে বল তোকে কিভাবে টাকা পাঠাবো?

>>কথাগুলি এভাবে মেসেজে আর চ্যাটে কথা হয়েই রইলো...কতবার প্রসঙ্গটা আসলো ... কতবার আমি অপেক্ষা করলাম...

আর শোকেসে সাজানো চুড়ির দিকে একবার, আর একবার নিজের হাতের দিকে তাকালাম...।

ইচ্ছে গুলি কেবল ইচ্ছে হয়েই থেকে গেলো রে ফকিরটা.......!

চুড়ির কথা বললেই তোর টাকা থাকে না... এই সেই কত অজুহাত !

অথচ এদিক- সেদিক কতই না খরচ করছিস...!

এখন বলবি- তোর কাছে তো টাকা ধার চাইলাম, দিলি না, তাহলে দেবো ক্যামনে ?

>>আমি তো তবুও দিতে চেয়েছিলাম... তুই লাপাত্তা হয়ে চুপ্টি করে রইলি কেন রে?

সব-ই বুঝিস, তবুও বুঝলি না আমার এই ছোট্ট আবদারটিকে !

যাহ্‌! লাগবে না তোর চুড়ি..........!

না হয় নাই বা পড়লাম তোর দেয়া চুড়ি এই হাতে...!

বিষয়: বিবিধ

৯৮৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284550
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৮:৪৩
ফেরারী মন লিখেছেন : এত খুনসুটি ক্যান আপু? Winking এত অভিমান কেনো? আপনাকে হাতে পরতেই হবে। এই তো সামনে মাসে স্যালারিটা পেলেই কিনে দিবে। এবার একটু হাসুন Big Grin Big Grin
১৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১২
228050
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহহাআ একটু- আধটু অভিমান/ খুনসুটি ... না করলে কি ভালোবাসা জমে? হাহহা সে আর দিবে কিনে বলে মনে হয় না! ভাল থাকবেন! Happy
284594
১৫ নভেম্বর ২০১৪ রাত ১১:২৭
বিবেকবান লিখেছেন : পিলাচ
১৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১২
228052
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধইন্না পাতা! ভাল থাকবেন! Happy
284643
১৬ নভেম্বর ২০১৪ রাত ০৪:০৩
কাহাফ লিখেছেন :
এতো ভাল মেয়ে আজো আছে এ ধরায়???
এখনো কী মেয়েরা ভালবাসা বুঝে কিছু???
এটা কী এই যমানার কোন অনুভূতি???
লেখনী পড়ে তো মাথাই আউলিয়ে গেল!!!
Shame On You Shame On You Shame On You
১৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১২
228053
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : কে বলেছে নেই? জীবনের কথাই তো এভাবে গল্পে/ কবিতায়/ কথোপকথনে উঠে আসে ভাইয়া! তবে বলতে আর ভাবতে জানতে হয়! হহাহহা! কুল! Happy
284851
১৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৮
নিরবে লিখেছেন : আবেগে টইটুম্বুর।
১৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
228170
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : উহু এটা ঠিক আবেগ নয়...... এগুলো জীবনের ছোট্ট ছোট্ট চাওয়া যা ভাললাগা আর ভালোবাসায় ভরপুর! Happy
285178
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২১
মু নূরনবী লিখেছেন : এই খুনসুটিগুলোই কখনো কখনো বেদনার কাব্য হয়ে েয়ে যায়..জীবনতটে!
২৮ নভেম্বর ২০১৪ রাত ০৮:১৫
232962
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File