পারিবারিক সহিংসতা ...! হতে হবে সহনশীল...... !

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৩ নভেম্বর, ২০১৪, ০২:৫৭:৫৪ দুপুর

>দিন দিন পারিবারিক কলহের জের ধরে খুব ছোট-খাটো বিষয়ে হত্যা সহ নানারকম সহিংসতা বৃদ্ধি পাচ্ছেই! পরকীয়ার জের/ যৌতুক/ দাম্পত্য সমস্যা / মাদকাসক্তি/ প্রেম/বিয়ে ইত্যাদি মুল কারন! এইসব কারনের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন, যৌতুকের কারনে বউকে খুন অহরহ ঘটছে! এইসব সহিংসতা থেকে পরিবারের ছোট্ট শিশুটাও বাদ যাচ্ছে না! আবার কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিচ্ছে!

>এক্ষেত্রে আমার যা মনে হয়- পরিবারের মানুষগুলির মধ্যে সহনশীলতা কমে যাচ্ছে, একে ওপরের প্রতি শ্রদ্ধা বোধ উঠে যাচ্ছে, পরিবারের মানুষগুলির মধ্যে বোঝাপড়াটা ঠিক-ঠাক মত না হয়ে তা টানাপোড়নে রূপ নিচ্ছে! আবার অনেকে পরিবারের মধ্যে ঘটে যাওয়া সহিংসতার ঘটনাগুলি চেপে যাচ্ছে! প্রত্যেকটা পরিবারেই কিছু না কিছু সমস্যা থাকবে আর সেটার সমাধান পরিবারের মানুষগুলিকেই খুঁজতে হবে কিন্তু তা না করে অনেকেই এইসব বিষয়ে নির্মম আচরণ করছে যেটা কাম্য নয়!

>আইন দিয়ে পারিবারিক সহিংসতা কমানোর আগে পরিবারের মানুষগুলিকে নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে, পরিবারে থাকা মানুষগুলির প্রতি সহিংস আচরণ না করে সহনশীল হতে হবে!

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283888
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১৩
মামুন লিখেছেন : রিবারের মানুষগুলির মধ্যে সহনশীলতা কমে যাচ্ছে, একে ওপরের প্রতি শ্রদ্ধা বোধ উঠে যাচ্ছে, পরিবারের মানুষগুলির মধ্যে বোঝাপড়াটা ঠিক-ঠাক মত না হয়ে তা টানাপোড়নে রূপ নিচ্ছে! আবার অনেকে পরিবারের মধ্যে ঘটে যাওয়া সহিংসতার ঘটনাগুলি চেপে যাচ্ছে! প্রত্যেকটা পরিবারেই কিছু না কিছু সমস্যা থাকবে আর সেটার সমাধান পরিবারের মানুষগুলিকেই খুঁজতে হবে কিন্তু তা না করে অনেকেই এইসব বিষয়ে নির্মম আচরণ করছে যেটা কাম্য নয়! - আপনার সাথে সহমত। এ থেকে আমাদেরকে দ্রুত বের হয়ে আসার পথ খুঁজে নিতে হবে। এইতো আজই মনে হয় এই ব্লগে পড়লাম দেবর তার ভাবীর সাথে অবৈধ সম্পর্কে জড়াতে না পেরে এক শিশুকে গলা কেটে হত্যা করেছে আড়াইহাজার নামক এলাকায়। :(
কতটা ভয়াবহ হয়ে পড়ছে আমাদের সমাজের কিছু মানুষের মানসিকতা।

লিখাটির জন্য অনেক অনেক ধন্যবাদ। Thumbs Up Thumbs Up Thumbs Up
১৩ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
227108
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : সমাজের কথা বাদ দিলাম আমরা পরিবার থেকেই না হয় শুরু করি- কারন ঘটনাগুলি পরিবারেই ঘটছে, পরিবারের মানুষদের দ্বারা ! হু এই ঘটনাটা মনে হয় ১/২দিন আগের, আমিও পড়েছি! অনেক ধন্যবাদ আপনাকেও ভাইয়া! ভাল থাকবেন! Happy
283907
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৫
ফেরারী মন লিখেছেন : আপনার আশঙ্কাগুলো যেন অমূলক নয় তেমনি পরামর্শগুলোও বাস্তব। দিন যত গড়াবে এসব তত বৃদ্ধি পাবে বলে আমার মনে হয়।
১৩ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
227109
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু ! কিন্তু এসব বৃদ্ধি পাওয়ার আগেই আমাদের নিজেদের সচেতন হতে হবে + সচেতনতা সৃষ্টি করতে হবে! অনেক ধন্যবাদ ! Happy
283928
১৩ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
আফরা লিখেছেন : জীবন দিনে দিনে জটিল হয়ে যাচ্ছে । অনেক সুন্দর লিখেছেন আপু ধন্যবাদ ।
১৩ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০০
227110
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : জীবনকে আমারাই জটিল করে তুলছি আপু! এসব নিয়ে এখন না ভাবলে আরো তা ভয়াবহ হয়ে উঠবে! ভাল থাকবেন! Happy
283958
১৩ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : আইন দিয়ে পারিবারিক সহিংসতা কমানোর আগে পরিবারের মানুষগুলিকে নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে, পরিবারে থাকা মানুষগুলির প্রতি সহিংস আচরণ না করে সহনশীল হতে হবে!


আপনার সাথে সহমত পোষণ করছি।
ধন্যবাদ জরুরী একটি বিষয়ের অবতাড়না করায়।
১৩ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০১
227111
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু ভাইয়া! আমার কাছে এটাই মনে হয়েছে! অনেক ধন্যবাদ সমর্থনের জন্য! Happy
284001
১৩ নভেম্বর ২০১৪ রাত ১০:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পারিবারিক সহিংসতা কিন্তু এখন বেড়ে গিয়েছে মেয়েদের দিক থেকে। হিন্দি সিরিয়ালে দেখা বিষয়গুলি সবাই এপ্লাই করতে চায়। কিন্তু এটা নিয়ে কোন কাজ হচ্ছেনা। বরং নারি নির্যাতন আইনের প্রচন্ড রকম অপপ্রয়োগ হচ্ছে।
284099
১৪ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৪২
কাহাফ লিখেছেন :
সহনশীলতা আর ইতিবাচক মনোভাব না থাকলে এমন ধ্বংশাত্বক সয়লাব সামাল দেয়া যাবে না! অপর পক্ষের একগুয়েমী কঠিন মানসিকতা অনেক কে অনিচ্ছায় এমন করতে বাধ্য করে!
পারিবারিক সহিংসতার জন্যে 'নারী'রা অনেকাংশেই দায়ী!
284731
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪৪
এস এম আবু নাছের লিখেছেন : একমাত্র সমাধান ইসলামী অনুশাসন মেনে চলা। যা সবাইকে সহনশীল হওয়ার ছবক দেয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File