পারিবারিক সহিংসতা ...! হতে হবে সহনশীল...... !
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৩ নভেম্বর, ২০১৪, ০২:৫৭:৫৪ দুপুর
>দিন দিন পারিবারিক কলহের জের ধরে খুব ছোট-খাটো বিষয়ে হত্যা সহ নানারকম সহিংসতা বৃদ্ধি পাচ্ছেই! পরকীয়ার জের/ যৌতুক/ দাম্পত্য সমস্যা / মাদকাসক্তি/ প্রেম/বিয়ে ইত্যাদি মুল কারন! এইসব কারনের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন, যৌতুকের কারনে বউকে খুন অহরহ ঘটছে! এইসব সহিংসতা থেকে পরিবারের ছোট্ট শিশুটাও বাদ যাচ্ছে না! আবার কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিচ্ছে!
>এক্ষেত্রে আমার যা মনে হয়- পরিবারের মানুষগুলির মধ্যে সহনশীলতা কমে যাচ্ছে, একে ওপরের প্রতি শ্রদ্ধা বোধ উঠে যাচ্ছে, পরিবারের মানুষগুলির মধ্যে বোঝাপড়াটা ঠিক-ঠাক মত না হয়ে তা টানাপোড়নে রূপ নিচ্ছে! আবার অনেকে পরিবারের মধ্যে ঘটে যাওয়া সহিংসতার ঘটনাগুলি চেপে যাচ্ছে! প্রত্যেকটা পরিবারেই কিছু না কিছু সমস্যা থাকবে আর সেটার সমাধান পরিবারের মানুষগুলিকেই খুঁজতে হবে কিন্তু তা না করে অনেকেই এইসব বিষয়ে নির্মম আচরণ করছে যেটা কাম্য নয়!
>আইন দিয়ে পারিবারিক সহিংসতা কমানোর আগে পরিবারের মানুষগুলিকে নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে, পরিবারে থাকা মানুষগুলির প্রতি সহিংস আচরণ না করে সহনশীল হতে হবে!
বিষয়: বিবিধ
৯৮৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কতটা ভয়াবহ হয়ে পড়ছে আমাদের সমাজের কিছু মানুষের মানসিকতা।
লিখাটির জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার সাথে সহমত পোষণ করছি।
ধন্যবাদ জরুরী একটি বিষয়ের অবতাড়না করায়।
সহনশীলতা আর ইতিবাচক মনোভাব না থাকলে এমন ধ্বংশাত্বক সয়লাব সামাল দেয়া যাবে না! অপর পক্ষের একগুয়েমী কঠিন মানসিকতা অনেক কে অনিচ্ছায় এমন করতে বাধ্য করে!
পারিবারিক সহিংসতার জন্যে 'নারী'রা অনেকাংশেই দায়ী!
মন্তব্য করতে লগইন করুন