দুষ্টু বালকের ফেসবুকীও প্রেম/পিরিতি ! (চাইলে বালকে রা কিছু বলতে পারে)

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ০৫ নভেম্বর, ২০১৪, ১২:০২:১৩ দুপুর

ইস্যু পেলেই মারছো বসে স্ট্যাটাসে স্ট্যাটাসে

রঙ্গ তামশায় মেতে উঠছো আমার অ্যাবসেন্সে !

শাঁকচুন্নিদের সাথে তুমি, করছো কত কি শেয়ার

করছো না কেন তুমি, আমার কোন কেয়ার?

সানি/মানি/শীলা/মিলাকে উঠাচ্ছো তুমি বাইকে

আমার বেলায় কিপ্টুস তুমি, কেন একটা লাইকে?

মাইয়া দেখলেই দিচ্ছো তুমি একটা করে কমেন্ট

আমার বেলায় নেই কেন তোমার, একটুখানি রিলেন্ট! (বিগলিত হওয়া )

রাত বাড়লেই মেতে ওঠো চামেলীদের সাথে চ্যাটে

পয়সা থাকে না আমার সাথে গেলে তুমি ডেটে...!

লুতুপুতু তুমি হয়ে যাও, কটকটির সাথে মেসেজে

আমায় তুমি বসিয়ে রাখো, ঘণ্টার পর ঘন্টা প্যাসেজে!

ভালবেসে করছো তুমি একে-ওকে ট্যাগ

আমায় তুমি করলে কেন শুধু শুধু ত্যাগ ?

ভাললাগার কথায় করছো তুমি, ঊর্মিলাদের ম্যানশন

রাত-দিন আমায় তুমি, দাও কেন এত টেনশন?

ইমো দিয়ে পাঠাও তুমি, কত্ত কিসি ললনাদের ঠোঁটে

দুঃখ যত বাড়তে থাকে আমার লেখা সব নোটে !

চোখ মারো তুমি বইসা বইসা সাহারাকে অ্যাপস- এ

মান-অভিমান চলতে থাকে আমার সাথে তোমার গ্যাপস-এ !

দুদিন না দেখলে তুমি মৌকে মারো পোক

আমার প্রতি কমছে কেন তোমার সব ঝোঁক ?

চুপি চুপি বর্ষাকে তুমি, করছো কত মেইল

আমার বেলায় থাকে না কেন, তোমার কোন বেইল?

বিষয়: বিবিধ

১৩৪৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281431
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১১
কাহাফ লিখেছেন :
শ্রদ্ধেয়া ঈপ্সিতা চৌধুরী আপুজ্বী!!
বরাবরের মতই সুন্দর আপনার লেখা!
সে বিষয় নয় আজ।
আপনার লেখায় ছেলে-পুরুষদের প্রতি প্রচ্ছন্ন একটা বিদ্বেষ আবার কখনো অভিমান ফুটে উঠে!
....................???
Good Luck
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২২
225020
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহহা ধন্যবাদ ! এটা তো রম্য ! যেহেতু বালিকা লিখছে তাই বালকের কথা আসবেই... ! উহু বিদ্বেষ বা অভিমান নয়... আর শুধু পুরুষ বা ছেলে নয় মেয়েদের নিয়েও তো লিখি! মনে নাই- “মেয়েরা হিংসুটে” এই নিয়ে লেখাটার কথা! আরো আছে তো! Happy
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:২৬
225022
কাহাফ লিখেছেন :
আলহামদু লিল্লাহ!ক্লিয়ার করার জন্যে আবারও ধন্যবাদ ও শুভ কামনা!
অনেক অনেক ভাল থাকুক শ্রদ্ধেয়-প্রিয় বোনেরা আমার!Applause Applause Applause
০৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
225124
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ! ভাল থাকুন সব সময়! Happy
281461
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৯
মামুন লিখেছেন : ভালোই লাগলো রম্য লিখাটি।
অনেক অনেক শুভকামনা রইলো।
Thumbs Up Rose Rose
০৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
225125
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : অনেক ধন্যবাদ ! Happy
281510
০৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৪
অনেক পথ বাকি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor চমৎকার। Thumbs Up Thumbs Up
০৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
225126
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : অনেক ধন্যবাদ ! Happy
281578
০৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫৯
হতভাগা লিখেছেন : 'আমার প্রতি কমছে কেন তোমার সব ঝোঁক ? ''

০ আপনি মনে হয় দেখতে খুব একটা সুন্দরী + আবেদনময়ী না , তাই ছেলেটা এমন করছে ।
০৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
225780
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহহা হিটলার ভাই এত্তদিন কই ছিলেন? আর এসেই আমাকে ধোলাই দেয়া হচ্ছে? সত্যিকারের ভালোবাসায় - চেহারা/ আবেদন দরকার হয় না, সেখানে দরকার হয়- ভাললাগা/ মনের মিল/ আন্তরিকতা/ বিশ্বাস / বিশ্বস্ততা / ( একজন বলেছিলো- আমিও মনে করি তাই) ! আর আমার চেহারা বা আবেদনের মাত্রা এখানে তুলে ধরার দরকার নাই! তবে আপনি জেনে রাখুন- এটা রম্য ছড়া! ফান ম্যাগে লিখতাম তো - তাই মাঝে মাঝে আবার লিখি! যাক, কেমন আছেন?

282282
০৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৬
বৃত্তের বাইরে লিখেছেন : যুগের সাথে চলনসই মজার ছড়া Rolling on the Floor
০৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
225781
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহহা ধন্যবাদ ! Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File