ভালোবাসার কয়েকটা স্থির চিত্র মাঝে মাঝেই চলে আসে আমার মনে-

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২০ অক্টোবর, ২০১৪, ০৭:০৩:০৯ সন্ধ্যা

মাঝ রাতে দুঃস্বপ্ন দেখে মেয়েটা বাড়ীর কাউকে না ডেকে... ভয়ে কেঁপে কেঁপে উঠে মুঠোফোনটা ঘুমের ঘোরে হাতড়ে নিয়ে ... একটা মেসেজ লিখে-“ ভাল আছিস” ফোনটা ধর প্লিজ”! মেয়েটা ডায়াল করতে না করতেই ওপাশ থেকে ফোন চলে আসে- পরম মমতায় কেউ একজন বলে- কি হয়েছে? দুঃস্বপ্ন দেখেছিস? মেয়েটার নীরবতা বলে দেয়- হ্যাঁ! ওপাশ থেকে কেউ একজন বলে- কি দেখেছিস? আমি মরে গেছি? মেয়েটা চিৎকার দিয়ে বলে- চুপ থাক তো! চুপ থাক! ওপাশ থেকে সেই মানুষটা হো হো করে হেসে উঠে! আর তারপরেই বলে- শোন, কাছে আয়, এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধর, তোর এলো চুল আমাকে ছুঁয়ে যাক আর আমি তোকে ফুউউ দিয়ে দেই... ! অদ্ভুদ একটা প্রশান্তি পায় মেয়েটা! কল্পনায় বিছানায় শুয়ে সেই পরম নির্ভরতম জায়গাটাকে...সেই মানুষটাকে হাতড়ে বেড়ায়...অনুভব করে পরম মমতায় সেই হাতটা তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে... একদম বাচ্চাদের মত তাকে বুকে আগলে নিয়ে অদ্ভুদ এক মায়ায় তার দিকে তাকিয়ে ফুঁ দিয়ে চলেছে...!

ভালোবাসা পরম মমতায় ভরা সেই মানুষটাকে দুঃস্বপ্নের মাঝেও খুঁজে -ফেরাতে...! ভালোবাসা পরম মমতায় সেই মানুষটার মেয়েটিকে বুকে আগলে রাখাতে... !

ভোরের ঠিক কিছু আগে ঝুম বৃষ্টির শব্দে মেয়েটার ঘুম ভেঙ্গে যায়... অদ্ভুদ এক নেশা পেয়ে বসে মেয়েটার... বৃষ্টিতে ভেজার! জানালা খুলে দু/ এক ফোঁটা বৃষ্টি নিয়ে খেলে মেয়েটা একটি মুঠোবার্তা পাঠায় ছেলেটিকে- “ বৃষ্টি হচ্ছে, ভিজবি” ? আমার খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে কিন্তু উপায় নেই ভেজার! ছেলেটি রিপ্লাই দেয়- “ আমি যদি আজ তোর পাশে থাকতাম, তাহলে নিশ্চিত তোকে বৃষ্টিতে ভেজার অনুমতি দিতাম, জ্বর হলে আদরে আদরে তোর সেবা করতাম” ! মেয়েটি রিপ্লাই খুঁজে পায় না, তবুও লিখে- “আয় ভিজি” ! ছেলেটি লিখে- এই দেখ চুপি চুপি ঘরের দরজা খুলে তোকে কোলে নিয়ে ছাদে যাচ্ছি! তারপর? তোর হাত ধরে ছাদের মাঝে গিয়ে দাঁড়ালাম! হু, তারপর? তুই বৃষ্টিতে ভিজে কেঁপে উঠছিস ঠান্ডায়, আমি তোকে শক্ত করে জড়িয়ে ধরলাম! হু...ঠান্ডা লাগছে রে খুব ! এরপর তোর কপালে আলতো করে এঁকে দিলাম ভালোবাসার চিহ্ন ! হু...তারপর...? তারপর তোর চুলগুলি মুখের কাছ থেকে সরিয়ে তোর বৃষ্টি ভেজা চোখে ডুব দেবো! আমি কি দাঁড়িয়ে থাকবো না কি? তাহলে কি করবি? আমি ছুটোছুটি করবো! আচ্ছা, আমি তোকে ছুটে ছুটেই ধরবো...কেমন? আমার যে আইস্ক্রিম খেতে ইচ্ছে করছে ? ওকে দাঁড়া, বাসায় গিয়ে চুপি চুপি ফ্রিজ খুলে আইস্ক্রিম নিয়ে আসি! আনছিস ? হু আনছি - এই নে! আমি তোর নাকে আইস্ক্রিম ঘষে দেবো! এই দেখ দিলাম! আহ্‌ আআআআ ঠান্ডা লাগছে রে হারামী! এরপর? এরপর তোকে জড়িয়ে কোলে নিয়ে ঘরে আসবো! তারপর? তারপর তোর ভেজা চুল মুছে দেবো! তারপর দুজনে চা খাবো বারান্দায় বসে! চা কে বানাবে? আমি-ই বানাবো রে গাধি! তুই এত পঁচা কেন? পঁচা? তোকে এত সুন্দর করে বৃষ্টিতে ভেজালাম, তাও বলছিস পঁচা? হু পঁচা! অ্যাই অ্যাই বোকা, গাধি কাঁদছিস কেন? কষ্ট হচ্ছে না বুঝি আমার? কাঁদিস না সোনা, কাঁদলে তো তোর জ্বর হবে আবার! হোক, তুই না বলেছিস, সেবা করবি আমার? আরে করবো তো! ওকে, এখন চুপচাপ আমার বুকে এসে ঘুমা! ভালোবাসি ! ভালোবাসি !

ভালোবাসা মেয়েটির বৃষ্টিতে ভেজার ইচ্ছে পূরণে ছেলেটির অদ্ভুদ কল্পনার খেলায় তাকে ভিজিয়ে দেয়াতে! ভালোবাসা বৃষ্টি হলেই ছেলেটির মেয়েটির দুচোখে ডুব দেয়াতে...!

বিষয়: বিবিধ

১২৪১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276424
২০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ইন্ন লিল্লাহি ওয়া ওন্না ইলাইহি রাজিঊন...

"মন্তব্য নিষ্প্রয়োজন"

অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
২০ অক্টোবর ২০১৪ রাত ০৮:২১
220391
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ওয়ালায়কুম সালাম ভাইয়া! ইন্নাল্লিলাহ...কেন? ভয় পাওয়ার কিছু নেই! হাহহা! মন্তব্য নিষ্প্রয়োজন ঠিক কি অর্থে বুঝি নাই তো! Happy
২১ অক্টোবর ২০১৪ রাত ০২:২০
220537
আবু সাইফ লিখেছেন : ওটা তো শুধু ভয়ের দোয়া নয়-
আত্মসমর্পনেরও দোয়া

আর বর্ণনা এতটাই আবেগঘণ যে-
ও ব্যাপারে মন্তব্য করলে
ভাবের গাম্ভীর্য কমে যাবার আশংকা করলাম!!
<:-P Praying
২১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
220809
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু ভাইয়া জানি! কিন্তু আমি আসলে একটু ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম এ ধরনের লেখা এখানে কে কিভাবে নেবে? কারন এর আগে এই টাইপের একটা লেখাতে কারো কারো মন্তব্য অন্যরকম ছিল! অনেক ধন্যবাদ !
276429
২০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
নিরবে লিখেছেন : প্রেম করার জন্য যে ধৈর্য লাগে তা আছে বোঝা যাচ্ছে।কাউকে ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে আছে তোমার মন।
বেশী বলে ফেললাম?
সরি...প্লিজ ডোন্ট মাইন্ড আপুনি।

২০ অক্টোবর ২০১৪ রাত ০৮:২১
220392
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহহা! যদি বলি- এটা স্বপ্নকুমারের সাথে দেখা দুটি স্থির চিত্র? তাহলে? আর যদি বলি- কল্পনায় আঁকা দুটো গল্পের কিছু অংশ ...তাহলে? দিলাম ধাঁধাঁয় ফেলে! না মাইন্ড করিনি! এ ধরনের লেখাগুলিতে (যে গুলি ফেবু/ সামু?পত্রিকায় যায়) সব ধরনের কমেন্ট আসতেই পারে, সো অভ্যস্ত উত্তর দিতে! ভাল থাকুন! Happy
২০ অক্টোবর ২০১৪ রাত ১০:২৯
220464
নিরবে লিখেছেন : এটা স্বপ্নকুমারের সাথে দেখা দুটি স্থির চিত্র।

এটা হলেই বেশী খুশী হবো।মাইন্ড করেননি কারন আপনি আমার আপু।Happy Happy Happy
আপনিও ভালো থাকুন ।Happy Happy Happy
২১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
220810
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হহাহা হু কিছু বাস্তব চিত্রের সাথে কল্পনার মিশ্রন...... ! ভাল থাকুন সব সময়! Happy
276472
২০ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩১
ফেরারী মন লিখেছেন : আহ আমাকে আপনি পাগল করে দিলেন ঈপ্সিতা আপু। আমি ঠিক এইরকম করেই তাকে নিয়ে ভাবি। Love Struck Love Struck সত্যি আপনার লেখার তুলনা হয় না।
২১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
220811
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : খাইছে লেখাতে পাগল হয়ে গেলে তো আপনার উনি আমাকে ঝাড়ু নিয়ে পিটাতে আসবে! আসলে সব ভালোবাসার ভাবনাগুলি এমন-ই হয়, একজনের সাথে আর একজনের মিলে যায়, মনে হয়, আমিও তো এভাবে ভেবেছি! জয় হোক সব সত্যিকারের ভালোবাসার ! ভাল থাকুন, ভালোবাসাকে জয় করে নিন! Happy
276568
২১ অক্টোবর ২০১৪ রাত ০৪:৫৩
কাহাফ লিখেছেন :
নান্দনিক অদ্ভুত ভালবাসার এমন অসাধারণ উপস্হাপনা কষ্টের হালকা বৃষ্টিতে ভিজিয়ে দেয় কাউকে কাউকে...।
Rose Rose Rose
২১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
220812
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু...তবুও সে ভেজাতে থাকে অদ্ভুদ এক সুখ...! কষ্ট কষ্ট সুখ! ভাল থাকুন! Happy
276697
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৭
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : অসাধারন অসাধারন অসাধারন, প্রেম অনুভূতি আকুতি মিনতি, অনেক কিছুই ফুটে উঠেছে, এই কাব্যিক প্রেমের কথায়। এত সুন্দর উপস্থাপন, আবারো বলি অসাধারন লেগেছে। ধন্যবাদ।
২১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
220813
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : বাব্বা! এতগুলি অসাধারণ! আমি কিন্তু ভয়ে ছিলাম, কাওরন এখানে এ ধরনের লেখা কে কেমন পছন্দ করে জানা নেই! ভয়ে ভয়ে ঢুকি, মনে হচ্ছিল, কেউ কেউ বকা দেয়নি তো! অনেক ধন্যবাদ ! ভাল থাকুন! Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File