কিছু মা ভক্ত আর পরিবার ভক্ত ছেলেদের দ্বারা বউ কিংবা প্রেমিকারা সমস্যায় পড়ে যায় !
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৯ অক্টোবর, ২০১৪, ০৭:০৫:৪১ সন্ধ্যা
>হু কিছু মা ভক্ত ছেলে আছে যারা সংসার জীবনে গিয়ে মা আর বউ কে এক সাথে গুলিয়ে ফেলে! সে ছেলেগুলির এই ভক্তি অনেক সময় সংসারে অশান্তি বয়ে আনে! তার মানে এই নয় যে, আমি বলছি- মা ভক্ত হওয়া যাবে না, কিন্তু কিছু মা ভক্ত ছেলে করে কি? এরা দুটো আলাদা সত্ত্বাকে এক করে ফেলে! অথচ এরা বোঝে না- মা তো মা-ই, বউ তো বউ-ই! মায়ের জায়গা যেমন বউ নিতে পারে না, তেমনি বউ এর জায়গা মা নিতে পারে না! দুজনের আলাদা একটা অস্তিত্ব আছে! এরকম-ই কিছু মা ভক্ত ছেলে, মায়ের কথাতেই ঊঠ-বস করে, আর যদি সেই মায়ের অপছন্দ ছেলের বউ হয় তাহলে তো অবস্থা শেষ ! বলছিল- বেশ কজন আপু, পরিচিত কয়েকজন! বাবা-মা’কে ভক্তি/ শ্রদ্ধা /সম্মান অবশ্যই করতে হবে, কিন্তু মায়ের সব কথাই যে ঠিক হবে বা অন্যায় হবে না এমন ভাবাটাও মনে হয় ঠিক না! মায়ের কথা শুনে বউকে কিংবা বউ এর কথা শুনে মা’কে কিছু বলার আগে ভাল-মন্দ, সত্য/ মিথ্যা যাচাই করে নিন! আর মা’কে মা’য়ের জায়গায়, বউ কে বউ এর জায়গায় রাখুন, তাহলে দেখবেন... বেশি গ্যাঞ্জাম লাগবে না!
(এই প্রশ্নটা কয়েকজন বিবাহিত ছেলেকে করেছিলাম তারা হ্যাঁ বলেছে এবং সাথে এটাও বলেছে- বউ এর কারনে মা’র সাথে অন্যায়টা বেশি হয়! আমিও অস্বীকার করবো না তা, তবে তার বিপরীতে মা’র কারনে বউ এর সাথে অশান্তিও কম ঘটছে না! )
>আবার কিছু পরিবার ভক্ত ছেলে! যাদের পরিবারের প্রতি টান জেগে উঠে যখন প্রেম করতে গিয়ে বিয়ের কথা মেয়েরা/প্রেমিকারা বলে তখন! অথচ প্রেম করার সময় তারা পরিবারের কথা ভাবে না, একটা মেয়ের হাত ধরার আগে ভাবে না, সেই মেয়েটার হাত সে সারাজীবন ধরে রাখতে পারবে কি না, সে এটা ভাবে না- তার পরিবারে সেই মেয়েটার জায়গা সে করে দিতে পারবে কি না, পারবে কি না সমাজে তাকে নিজের বউ বলে স্থান দিতে! প্রেমের মাঝখানে যখন মেয়েটা বিয়ের কথা বলে তখন তার কাছে পরিবার মুখ্য হয়ে যায়, তখন পরিবারের হাল ধরা, পরিবাররে সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু করার ক্ষমতা তার থাকে না আর নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখাতে সে তখন তৎপর হয় ! ব্যস দুম করেই ছেড়ে দেয় মেয়েটার হাত... কোন কিছু চিন্তা না করে! (মুদ্রার বিপরীতে এরকমটা হয়ত হাতে গোনা কিছু মেয়ে করে থাকে) ভুক্তভুগি কিছু মেয়ের চরম দুর্ভোগ দেখে লিখলাম!
বিষয়: বিবিধ
১৫৭২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের দেশের অনেক মা ই সন্তানদের নিজের সম্পদ মনে করেন। তার আলাদা সত্ব্াকে স্বিকিৃতি দিতে চাননা।
বহু পরিবার এসব কারনে ভেংগে যায়।
এতো সুন্দর ও বাস্তবসম্মত পোস্টের জন্য ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন