কিছু ছেলে মেয়েদের মোবাইল নং পেলে.........
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৭ অক্টোবর, ২০১৪, ১২:৩৭:৪৯ দুপুর
>>পুরাই কুত্তার মত সেই নং এর পেছনে ছোটে! একটা নং পাইলেই হইল! ২০০৮ সালে ইত্তেফাকের পাঠকের বন্ধু বিভাগে নং সহ একটা লেখা প্রথম ছাপা হয়! সেখানে নিয়ম-ই ছিল নং সহ দিতে হবে লেখা! যাক সেই লেখা আসার পর পুরাই চেলিব্রেটি! ফোন আর মেসেজে মাথা খারাপের মত অবস্থা! অনেকের প্রশ্ন- মেয়ে হয়ে কেন মোবাইল নং দিলাম! এরপর তাদের সেই কথার ভিত্তিতে দিলাম আর একটা লেখা- এইবার ঝাক্কাস! এইবার লেখার ব্যাপারে মানুষের উৎসাহ আমাকে লিখতে আগ্রহী করল!
>এখন কথা হল- আমার মাথায় এতটাই ঘিলু কম নেই যে, আমি আমার ফ্যামিলি এন ফ্রেন্ডস নং টা পাব্লিকের জন্য দিয়ে দেবো! আমার ২টা সেট, ২টা নং! সো যেটা আমার ২ নং সিম, যেখানে হাজারটা, মেসেজ, ফোন আসলেও আমার যায়- আসে না এবং সব সময় সেই ফোন আমি রিসিভ করি না সেটাই দিয়েছিলাম লেখার সাথে! অনেক ভাল কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, এখনো তারা বন্ধু/ভাই হয়ে আছে কিন্তু কাউকে কাউকে দেখলাম- পুরাই পাগলা কুত্তার মত যেন সেই নং এর পেছনে ছুটছে!যাক, এই ব্যাপারে আমি ভাল মত তাদের নিয়ন্ত্রন করি সেই ক্ষমতা আমার আছে, কারন আমি মনে করি, চাইলেই কেউ আমাকে ডিস্টার্ব করতে পারে না, যতক্ষন না আমি ডিস্টার্বিত হচ্ছি!
> এটা তো গেল, আমার পাব্লিশ হওয়া নং নিয়ে সেই নং এর পেছনে ছোটার কাহিনী এর বাইরেও কিছু ছেলে আছে, যারা কোন ভাবে একটা মেয়ের নং পেলে সেই নং এর পিছে পাগলা কুত্তার মত ছুটতে থাকে! ভুক্তভোগী কিছু মেয়েদের কথার প্রেক্ষিতেই আমার অভিজ্ঞতা সহ লিখা! (মেয়েদের এমন করতে অন্তত আমি দেখিনি, আবার করতেও পারে!)
বিষয়: বিবিধ
১৮৭১ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার বক্তব্যের সাথে সহমত পোষণ করেই বলছি- মেয়েরাও পিছিয়ে নেই বেশী এ বিষয়ে।
আসলেই'মাথা মোটা' কিছু লোকের কারণেই অনর্থক ডিস্টার্ব পোহাতে হয়।
কিছু টা হলেও সচেতনতা ফিরে আসুক সবার মাঝে এই কামনা।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা.....।
একবার মেয়েদের বিপক্ষে তো আবার ছেলেদের বিপক্ষে
মন্তব্য করতে লগইন করুন