কিছু ছেলে মেয়েদের মোবাইল নং পেলে.........

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৭ অক্টোবর, ২০১৪, ১২:৩৭:৪৯ দুপুর

>>পুরাই কুত্তার মত সেই নং এর পেছনে ছোটে! একটা নং পাইলেই হইল! ২০০৮ সালে ইত্তেফাকের পাঠকের বন্ধু বিভাগে নং সহ একটা লেখা প্রথম ছাপা হয়! সেখানে নিয়ম-ই ছিল নং সহ দিতে হবে লেখা! যাক সেই লেখা আসার পর পুরাই চেলিব্রেটি! ফোন আর মেসেজে মাথা খারাপের মত অবস্থা! অনেকের প্রশ্ন- মেয়ে হয়ে কেন মোবাইল নং দিলাম! এরপর তাদের সেই কথার ভিত্তিতে দিলাম আর একটা লেখা- এইবার ঝাক্কাস! এইবার লেখার ব্যাপারে মানুষের উৎসাহ আমাকে লিখতে আগ্রহী করল!

>এখন কথা হল- আমার মাথায় এতটাই ঘিলু কম নেই যে, আমি আমার ফ্যামিলি এন ফ্রেন্ডস নং টা পাব্লিকের জন্য দিয়ে দেবো! আমার ২টা সেট, ২টা নং! সো যেটা আমার ২ নং সিম, যেখানে হাজারটা, মেসেজ, ফোন আসলেও আমার যায়- আসে না এবং সব সময় সেই ফোন আমি রিসিভ করি না সেটাই দিয়েছিলাম লেখার সাথে! অনেক ভাল কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, এখনো তারা বন্ধু/ভাই হয়ে আছে কিন্তু কাউকে কাউকে দেখলাম- পুরাই পাগলা কুত্তার মত যেন সেই নং এর পেছনে ছুটছে!যাক, এই ব্যাপারে আমি ভাল মত তাদের নিয়ন্ত্রন করি সেই ক্ষমতা আমার আছে, কারন আমি মনে করি, চাইলেই কেউ আমাকে ডিস্টার্ব করতে পারে না, যতক্ষন না আমি ডিস্টার্বিত হচ্ছি!

> এটা তো গেল, আমার পাব্লিশ হওয়া নং নিয়ে সেই নং এর পেছনে ছোটার কাহিনী এর বাইরেও কিছু ছেলে আছে, যারা কোন ভাবে একটা মেয়ের নং পেলে সেই নং এর পিছে পাগলা কুত্তার মত ছুটতে থাকে! ভুক্তভোগী কিছু মেয়েদের কথার প্রেক্ষিতেই আমার অভিজ্ঞতা সহ লিখা! (মেয়েদের এমন করতে অন্তত আমি দেখিনি, আবার করতেও পারে!)

বিষয়: বিবিধ

১৮৭১ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275221
১৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৫
কাহাফ লিখেছেন :
আপনার বক্তব্যের সাথে সহমত পোষণ করেই বলছি- মেয়েরাও পিছিয়ে নেই বেশী এ বিষয়ে।

আসলেই'মাথা মোটা' কিছু লোকের কারণেই অনর্থক ডিস্টার্ব পোহাতে হয়।
কিছু টা হলেও সচেতনতা ফিরে আসুক সবার মাঝে এই কামনা।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা.....।
১৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৯
219179
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ধন্যবাদ ভাইয়া! হু হতে পারে, আমিও সেটাই বলেছি তবে কেন জানি মনে হয় ঠিক ততটা নয় যতটা কিছু ছেলে করে থাকে! হু সচেতনতাএবং শুভ বুদ্ধি হোক সেই সব মানুষদের ! ভাল থাকুন! Happy
275229
১৭ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লিখেছন! সবাই সচেতন হোক লেখাটি পড়ে!
১৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৯
219180
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : অনেক ধন্যবাদ আপু! হু সচেতনতা বাড়ুক!
275249
১৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৫
সন্ধাতারা লিখেছেন : Chalam apuji. Thanks for your writing to create awareness. Jajakallahu khair.
১৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪১
219181
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : ওয়ালাইকুম সালাম! হু সচেতনতা বাড়ুক, আমাদের মন- মানসিকতার পরিবর্তন হোক! ভাল থাকুন! Happy
275289
১৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৩
জোনাকি লিখেছেন : হু! Thinking Frustrated
১৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৯
219299
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু!
275301
১৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৯
নূর আল আমিন লিখেছেন : বিলাইয়ের সামনে শুটকি রাখলে বিলাই তা কি আস্ত রাখবে?
১৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৯
219300
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : আমরা তো বিলাই না... ! আমাদের মানসিকতা কেন এমন হবে?
275318
১৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কথাটা ঠিক। এই ভাবে নিজের পয়সা নষ্ট করে অন্যকে বিরক্ত করা কে অনেকে আবার বিশেষ কৃতিত্বের ও মনে করে।
১৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৯
219301
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু ভাইয়া! বুঝি না এরা এতে কি সুখ পায়?
275327
১৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১২
ফেরারী মন লিখেছেন : বাস্তব কথা ফুটে তুলেছেন আপু। অনেক ধন্যবাদ
১৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৯
219302
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু! অনেক ধন্যবাদ ! ভাল থাকুন!
275355
১৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:১৫
আফরা লিখেছেন : যা বলেছেন ঠিক বলেছেন তবে কিছু মেয়ে আছে তারা বিভিন্ন ভাবে নিজেদের মোবাইল নং বাজারে ছড়িয়ে দেয় । আমি আমার এক পরিচিত মেয়ের কথা শুনেছি সে নাকি টাকার মাঝে তার মোবাইল নং লিখে দিত ।
১৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩০
219303
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হু এরা হচ্ছে আর এক বদমাইশ!
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০৮
219427
গাজী সালাউদ্দিন লিখেছেন : সহমত আফরা!
275437
১৮ অক্টোবর ২০১৪ রাত ১২:১৮
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমার মা একজন তিন বছর জ্বালাতন করার পর বিরক্ত হয়ে বলেছিলো, 'তুই এখনও মরিসনি? আমি তো ভেবেছিলাম তুই মরে গেছিস!' Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৩৩
219429
দিশারি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১১
219500
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহহা! আমি একজনকে মেসেজ করেছিলাম- তোকে জবাই করুম কুত্তা!
১০
275523
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওই আমি কিন্তু কল দেইনি!!!! দেব ও না, ইস কি ভাব!!!!
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১১
219501
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হেই হেই! আপনার কাছে আছে না কি আমার নং?
১১
275528
১৮ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৩৫
দিশারি লিখেছেন : ও আপু...
একবার মেয়েদের বিপক্ষে তো আবার ছেলেদের বিপক্ষে Worried
১৮ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১২
219502
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : না ভাইয়া, এটা পক্ষে- বিপক্ষে খেলা না! আমি বাস্তব অভিজ্ঞতাগুলি-ই বেশি শেয়ার করি!
১৮ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৮
219592
দিশারি লিখেছেন : তবে এতো কঠিন শব্দ ব্যবহার করলে ভাই আর বোন উভয়েই কিন্তু ক্ষেপে যেতে পারে 3:-O

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File