সোনা চোরাকারবারী হতে মুঞ্চায় এবং ভাবছি...

লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৪ অক্টোবর, ২০১৪, ০৩:২৫:২৯ দুপুর

> এই এক বছরে বিমান বন্দরে ৫০ মন সোনা আটক! আচ্ছা, এরপর এই সোনাগুলি কোথায় যায়? চোরাকারবারীর কথা না হয় বাদ-ই দিলাম!

>দুবাই ও থাইল্যান্ডে সোনার দাম কম! দুবাইতে ২২ ক্যারট এর দাম ৩৩/৩৪ হাজার টাকা আর বাংলাদেশে ৪৮/৫০ হাজার টাকা! যে কোন যাত্রী বিনা ট্যাক্সে দুইশত গ্রাম স্বর্ণ লংকার বহন করতে পারে, আর থাইল্যান্ড থেকে এই সোনা ঢাকায় এনে বিক্রি করলে প্রায় ১৪ হাজার টাকা লাভ হয় এতে বিমান ভাড়া ও হোটেল খরচও না কি উঠে যায়! এই সুযোগটা না কি কাজে লাগায় অনেকে! (খবর ১২ তারিখের ইত্তেফাক)

>তাই ভাবছিলাম আর কি... এই উপায়ে থাইল্যান্ড থেকে ঘুরে আসবো না কি? সোনা আইনা ঢাকায় বেচুম, বিমান ভাড়া, হোটেল ভাড়া উইঠাই তো আসবো, সাথে সাথে দেশটাও ঘুরা হইবো রে!

বিষয়: বিবিধ

১০৮৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274275
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৭
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : ইসসিরে চারদিকে এত সোনার ছড়াছড়ি। মোরে ও ভাগে নিয়েন ওস্তাদ।
১৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১২
218299
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : হাহাহা! দেবো নে সাগরেদ !
274281
১৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০২
ইবনে আহমাদ লিখেছেন : আইডিয়াটা বেশ ভাল।
তবে আমাদের রাবিশ মন্ত্রী সেটা ধরে ফেলেছেন। তিনি তার আশেপাশের বড় বড় রুই কাতলাদের জন্য সুবিধাজনক আইন করেছেন। আপনি চেষ্টা করতে পারেন। পারবেন না।
পারলে - আয়শাকে খবর দিবেন।
১৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
218300
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : সুবিধাজনক আইনটা কেমন ? আসলে চোরাকারবারীর থেকে আগ্রহ বেশি- এই সোনা গুলো যায় কোথায় সেটার ব্যাপারে!
274324
১৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

খুব ভালো চিন্তা-

পর্যটনে আয় বাড়বে
বেকার সমস্যার সমাধান কিছুটা হলেও হবে
রাজস্ব আয়ও বাড়বে
সীমান্তবাণিজ্য বাড়বে
বিজিবি-বিএসএফ সদস্যদের আয় বাড়বে
আর সোনার বাংলাদেশে সোনা তো বাড়বেই
আর দেশের পথে-ঘাটে মোড়ে মোড়ে ডেস্কে ডেস্কে সোনা-রূপার বান ডাকবে

আহ্‌, ভাবতেই আনন্দ লাগছে

সর্বোপরি ওপারের দাদারাও ভীষণ খুশী হবে
১৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
218301
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : অয়ালাইকুম সালাম! ভাই কিছু বুঝলাম না!
১৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
218305
আবু সাইফ লিখেছেন : বুড়া মিয়া ভাই অর্থনৈতিক ব্যাপার-স্যাপার ভালো বোঝেন

তাঁকে কল দেন

উনি তাফসীর করতে পারবেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File